শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তব জীবনের এই ঘটনা। অপহরণ করা হয়েছে তাঁকে। নিখোঁজ নার্সিং ছাত্রী বাড়ির লোককে নিজের ফোন থেকেই করলেন ফোন। ফোনে কাঁদো কাঁদো স্বরে জানালেন, 'তাঁকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ ৫ লক্ষ টাকা।  দু’দিনের মধ্যে দিতে হবে ওই টাকা'

প্রতীকী ছবি

রাজ্য | নার্সিং ছাত্রীকে অপহরণ, মুক্তিপণ ৫ লক্ষ, তারপর কী হল?

Tirthankar Das | ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ৩৫Tirthankar


আজকাল ওয়েবডেস্ক: সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তব জীবনের এই ঘটনা। অপহরণ করা হয়েছে তাঁকে। নিখোঁজ নার্সিং ছাত্রী বাড়ির লোককে নিজের ফোন থেকেই করলেন ফোন। ফোনে কাঁদো কাঁদো স্বরে জানালেন, 'তাঁকে অপহরণ করা হয়েছে, মুক্তিপণ ৫ লক্ষ টাকা।  দু’দিনের মধ্যে দিতে হবে ওই টাকা'

 

এই বার্তা পাওয়া মাত্রই পুলিশের দ্বারস্ত হন ছাত্রীর পরিবার। তারপর যা ঘটল তা দেখে চক্ষু চড়ক পুলিশের। বছর একুশের ওই যুবতী রানিগঞ্জের বেসরকারি হাসপাতালের ছাত্রী। আসানসোলের দিলদার নগরের বাসিন্দা এবং নার্সিংয়ের ছাত্রী। সোমবার সকালে হাসপাতালের পথে বেরন তিনি। যদিও সময় মতন পৌঁছাননি হাসপাতালে। সোমবার সন্ধ্যা নাগাদ যুবতীর ফোন থেকেই বাড়িতে ফোন আসে। যুবতী বলেন, তাঁকে অপহরণ করা হয়েছে। কাঁদো কাঁদো গলায় তিনি কথা বলেন তাঁর বাবার সঙ্গে। কয়েক ঘণ্টা পর আবারও ফোন। এবার পাঁচ লাখ টাকা মুক্তিপণের কথা বলেন তিনি।

 

যুবতীর বাবা পেশায় টোটোচালক। এত টাকা কোথা থেকে জোগাড় করবেন তিনি ভাবতে শুরু করেন। বড় মেয়ে ছাড়াও রয়েছে আরও দুই মেয়ে এবং এক ছেলে। দেরি না করে আসানসোল দক্ষিণ থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। শেষপর্যন্ত আসানসোল দক্ষিণ থানার পুলিশ ১২ ঘণ্টার মধ্যে কলকাতা থেকে ওই নিখোঁজ যুবতীকে উদ্ধার করে। উদ্ধারের পর মঙ্গলবার আসানসোল আদালতে পাঠানো হয় গোপন জবানবন্দী নেওয়ার জন্য।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর মোবাইল লোকেশন ট্র্যাক করে উদ্ধার করা সম্ভব হয়েছে। কলকাতার একটি হোটেল থেকে ওই ছাত্রী এবং তাঁর বিশেষ বন্ধুকে পাওয়া যায়।  প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সবটাই বানানো ঘটনা, বাড়ির লোকজন তাঁকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিচ্ছিল না তাই এই অপহরণের কথা বলা। নার্সিংয়ের কাজেও  বাধা দিচ্ছিল তাঁর পরিবার। বিয়ের জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেও ছাত্রী দাবি করেন।

 

 

এই অবস্থায় বিশেষ বন্ধুর সাহায্য নিয়ে নিজেই পালিয়ে যান এবং অপহরণের নাটক করেন। তাঁর ওই বিশেষ বন্ধুর বাড়ি বীরভূমে। দুর্গাপুরে গাড়ি চালান তিনি। একসময় ওই ছাত্রীর বাড়িতেই ভাড়া থাকতেন। সেখান থেকে তাঁদের দু’জনের পরিচয়। ওই বিশেষ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

কাশ্মীরে ঝর্নার ছবি তুলতে গিয়ে খাদে পড়ে প্রাণ হারালেন পর্যটক...

গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের চারজন ...

জলদাপাড়ায় চোরাশিকার রুখতে বন বিভাগের তৎপরতা বৃদ্ধি, জারি হাই অ্যালার্ট...

পুজোয় উত্তরবঙ্গ ভ্রমণে বাধা হতে পারে বৃষ্টি, কী ব্যবস্থা নিল সেচ দপ্তর? ...

শারদোৎসবে নারী নিরাপত্তায় বিশেষ উদ্যোগ চন্দননগর কমিশনারেটের...

পুজোর আগে সুখবর দিলেন মমতা, রাজ্য পুলিশে নতুন নিয়োগ, কবে বেরোচ্ছে বিজ্ঞপ্তি?? ...

পাপের শাস্তি পেয়েছি, অনুব্রতর গলায় অনুশোচনার সুর...

চা শ্রমিকদের ২০% বোনাসের দাবিতে বিক্ষোভ অব্যাহত,  অবরুদ্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা...

প্রবল বৃষ্টির জের, হাওড়ায় ত্রাণ বিলি বন্ধ রেখেই ফিরতে হল রাজ্য কংগ্রেসকে...

সিঁধ কেটে ঘরে ঢুকে খুন, অবৈধ সম্পর্কের জের? তদন্তে পুলিশ ...

বলাগড়ের ভাঙন এলাকা পরিদর্শনে হুগলির সাংসদ রচনা, বন্যা পরিস্থিতির জন্য দায়ী করলেন ডিভিসিকে...

বৌদিকে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে, চাঞ্চল্য পোলবায়...

আমবাড়ি চা বাগানে ফের খাঁচায় বন্দি হল চিতাবাঘ, তবে নজরে রয়েছে আরও একটি...

মঙ্গলে ফিরিয়েছিলেন, বুধে ডাকলেন, বিকেলেই অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ চন্দ্রনাথের, ডাকা হল না বিকাশকে ...

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ, দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ, শোকবার্তা মমতার  ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24