শনিবার ২১ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | আইএসএলের আগে জাঁকজমক অনুষ্ঠানে মহমেডানের জার্সি উন্মোচন, অভিষেক বছরই চমকের প্রতিজ্ঞা

Sampurna Chakraborty | ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ২৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার আইএসএলে কলকাতার তিন প্রধান। সোমবার ঘরের মাঠে দেশের সেরা ফুটবল লিগে অভিযান শুরু হবে মহমেডান স্পোর্টিং‌য়ের। তার আগে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে মহমেডানের জার্সি উন্মোচন করা হল। বৃহস্পতিবার রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে আইএসএল দলের আত্মপ্রকাশ ঘটল। এক ছাদের তলায় তারকার সমাহার। যেন চাঁদের হাট। অধিনায়ক সামাদ আলি মল্লিক থেকে শুরু করে দলের বিদেশিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন মহমেডানের সভাপতি আমিরুদ্দিন ববি, সহ সভাপতি কামারুদ্দিন‌ সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন মহমেডানের অন্যতম ইনভেস্টর শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি এবং সংস্থার চেয়ারম্যান তমাল ঘোষাল। অনুষ্ঠানের মঞ্চেই রাহুল টোডির জন্মদিনের কেক কাটা হয়। প্লেয়ারদের সই করা জার্সি তাঁকে উপহার দেওয়া হয়। প্রথম বছরেই মহমেডানকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। রাহুল টোডি বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে মহমেডানের সমর্থকরা আছে। আমরা অনেক কষ্ট করে আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছি। আমরা এই জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যাব।' আমিরুদ্দিন ববি বলেন, 'বাঙ্কারহিলকে নিয়ে আমরা আইএসএলে উঠেছি। এই জায়গায় পৌঁছতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এবার আমরা সঙ্গে শ্রাচি গ্রুপকে পেয়েছি। আইএসএলে ভাল দল করার চেষ্টা করেছি। ভাল রেজাল্টের বিষয়ে আশাবাদী।' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সৃঞ্জয় বসু প্রমুখ। কিন্তু ব্যক্তিগত কারণে দিল্লিতে থাকায় অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি বাঙ্কারহিলের ডিরেক্টর দীপক সিং। 

আইএসএলে সমর্থকদের মাঠ ভরানোর অনুরোধ জানান কোচ আন্দ্রে চের্নিশভ। জানান, এই পর্যায়ে সব ম্যাচ জেতা সম্ভব নয়। তবে ভাল ফুটবল উপহার দিতে চান। চের্নিশভ বলেন, 'আইএসএলের মান আই লিগের থেকে অনেকটাই বেশি। সেরা ভারতীয় এবং বিদেশিরা খেলে। রেজাল্টি কী হবে কেউ জানে না, তবে আমরা ভাল ফুটবল খেলার চেষ্টা করব। প্রথম ম্যাচ আমাদের কাছে স্পেশাল। আমি চাই প্রত্যেক ম্যাচেই সমর্থকরা মাঠে আসুক। জানি সাপোর্টাররা ইতিবাচক রেজাল্ট চায়। আমরাও প্রত্যেক ম্যাচ জিততে চাই। কিন্তু সেটা হয়তো সম্ভব নয়। তবে আমরা লড়াই করব। ভাল ফুটবল উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম বছরই চমক দিতে চাই।' এদিন ঢাকঢোল বাজিয়ে এক গমগমে অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচনের অনুষ্ঠানের সূচনা হয়। আইএসএলের গোটা দলকে মঞ্চে ডেকে নেওয়া হয়। রিজার্ভ দলের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে আইএসএলে খেলছে মোহনবাগান, ইস্টবেঙ্গল। কিন্তু দেশের সেরা লিগে কোনওদিন এইভাবে কলকাতার দুই প্রধানের আত্মপ্রকাশ ঘটেনি। 

 


#Mohammedan Sporting#Jersey Unveil#Shrachi Sports#Indian Super League



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

১২ ম্যাচে নবম হার, এবার অ্যাস্টন ভিলার কাছে, কী হল ম্যাঞ্চেস্টার সিটির? ...

৮.৪ কোটির ক্রিকেটারের দাম নিলামে ৯৫ লাখ, আইপিএলের আগে ঝড় তুলে ডাবল হান্ড্রেড করে নজির...

সীমান্তে স্টেডিয়াম বানানোর অদ্ভুত প্রস্তাব পাক তারকার, তার পরেই ভারত সরকারকে তীব্র কটাক্ষ ...

হেলায় দিল্লি করিল জয়, অভিষেকের ঝোড়ো ১৭০, বিজয় হাজারেতে জিতল বাংলা ...

শচীনের রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে, পারবেন এমসিজির রাজা হতে? ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...

বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...

টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...

‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...

লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24