বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | 'কাকা'র বাড়ি গেলেন 'ভাইপো', কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

RD | ২১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৫Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: বরফ গলার ইঙ্গিত কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা 'কাকা' রবীন্দ্রনাথ ঘোষ ও 'ভাইপো' পার্থপ্রতীম রায়ের মধ্যে। দীর্ঘ কয়েক বছর পর কাকার বাড়িতে এলেন ভাইপো। শনিবার কোচবিহারে রবীন্দ্রনাথের বাড়িতে আসেন পার্থ। সেখানে দীর্ঘ সময় তাঁর সঙ্গে পারিবারিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন। সঙ্গে ছিলেন কিষান ক্ষেত মজদুর সংগঠনের নেতা খোকন মিঁয়া।

প্রসঙ্গত, কোচবিহারের রাজনীতিতে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ ভৌমিক কাকা-ভাইপো হিসেবে পরিচিত। ২০১৬ সালে দলের জেলা সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ। সেই সময় দু'জনের মধ্যে সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। কোচবিহার তৃণমূলের একটি সূত্র জানায়, পরবর্তী সময়ে দু'জনের মধ্যে মন কষাকষি শুরু হয়। ওই সূত্রটির দাবি, অবস্থা এমন হয়েছিল যে দু'জন দু'জনকে এড়িয়ে চলা শুরু করেছিলেন। ফের সেটা জোড়া লাগানোর উদ্যোগ দু'পক্ষই নিলেন বলে সূত্রটি জানায়। 

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও পার্থকে একই মঞ্চে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে পার্থর অফিসে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অফিসে পার্থ যান। শেষপর্যন্ত দীর্ঘ কয়েক বছর পর রবীন্দ্রনাথের বাড়িতে গেলেন পার্থ। সেখানে তিনি একদা তাঁর রাজনৈতিক 'গুরু'র সঙ্গে দীর্ঘক্ষণ পারিবারিক ও রাজনৈতিক আলাপ আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। দুই নেতার এই পুনর্মিলনে জমে উঠেছে কোচবিহারের রাজনীতিতে নতুন একটি সমীকরণ।

এবিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান, তাঁদের মধ্যে প্রায়ই দেখা ও কথাবার্তা হত। পুরনো কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। ২০২৬-এর আগে দলকে শক্তিশালী করে তুলতে এবং জেলায় ৯ টি আসন মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য বলে রবীন্দ্রনাথ জানিয়েছেন। 

এ বিষয়ে পার্থ জানান,'এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আগামী দিনে আমরা একত্রিতভাবেই  কাজ করব। পুরোনো কর্মীরা এসেছেন। তাঁদের নিয়ে আজকে আলোচনা হয়েছে।'


RabindranathGhoshParthapratimRoyTMCCoochbeharPolitics

নানান খবর

নানান খবর

৫০ বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল বিরল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের

বেসরকারি স্কুলে লাগামহীন বেতন, নিয়ন্ত্রণে বিল আনবে রাজ্য সরকার, বিধানসভায় জানালেন ব্রাত্য

আচমকাই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, মিড ডে মিলের রান্নার সময় প্রেসার কুকার ফেটে ভয়াবহ দুর্ঘটনা

ফরাসি শাসন মুক্তির ৭৫তম বর্ষ, চন্দননগরে পথচলা শুরু হল হেরিটেজ রিসার্চ সেন্টারের

তিন গুণ বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এই রেল স্টেশনে, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুম্বইয়ে বিষাক্ত গ্যাসে মৃত মুর্শিদাবাদে চার পরিযায়ী শ্রমিক

সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার, পিটিয়ে মারার অভিযোগ, গ্রেপ্তার এক অভিযুক্ত

যাদবপুর-কাণ্ড নিয়ে সরব, শিক্ষাপ্রাঙ্গণকে নৈরাজ্য মুক্ত করতে ডাক রাজ্যের অধ্যাপক সংগঠনের

ফুচকা বানাতে গিয়েই বড় বিপদ, পরিস্থিতি সামলাতে ছুটল দমকলের ইঞ্জিন

রাজ্য বিজেপিতে বড় ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল

পূর্ণবয়স্ক দুই পুরুষ হাতির ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী বাগডোগরা, কী ঘটল তারপর?

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে এবার পথে কোল ইন্ডিয়ার পেনশনভোগীরা! পেনশন মাত্র ৪৯ টাকা!

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেই আত্মঘাতী রোগী 

ব্যারাকপুর কমিশনারেটের তৎপরতায় নিমতা থানার সহযোগে অবশেষে দিল্লি থেকে গ্রেপ্তার মাকে হত্যাকারী ছেলে ও তাঁর বউ !

চন্দ্রকোনায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও মারুতির মুখোমুখি সংঘর্ষে জখম ৪


সোশ্যাল মিডিয়া