মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বাণিজ্য | গণপতি বাপ্পার পুজো সেরে ঘরে নিয়ে আসুন সোনা, তাহলেই মিলবে শ্রী-য়ের আশীর্বাদ

Sumit | ০৭ সেপ্টেম্বর ২০২৪ ০৮ : ৫১Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : কথায় আছে লক্ষ্মী-গণেশের পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। উৎসবের সূচনা করে দিয়ে যান গণপতি বাপ্পা। তাঁর পুজো না করলে সব পুজোই অসম্পূর্ণ থাকে। ধনসম্পদ বৃদ্ধিতে গণপতি বাপ্পার তুলনা নেই। তাই আজ শনিবার ঘরে যারা গণেশের পুজো করছেন তাঁরা আজই ঘরে নিয়ে আসুন সোনা। এমনিতেই উৎসবের সময়ে সোনার দাম অনেকটাই নাগালের মধ্যে। তাই দেরি না করে আজকের দিনেই নিয়ে আসুন সোনা। তাহলেই মিলবে শ্রী-য়ের আশীর্বাদ। দেখে নিন আজকে কলকাতার সোনার দাম।

 

আজ ২২ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৬ হাজার ৭২১ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৩ হাজার ৭৬৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৭ হাজার ২১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৬ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা।

 

আজ ২৫ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৭ হাজার ৩৩২ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ৬৫৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭৩ হাজার ৩২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৭ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা।

 

আজ ১৮ ক্যারাটের ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৪৯৯ টাকা। ৮ গ্রাম সোনার দাম ৪৩ হাজার ৯৯২ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৯৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ৫ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা।

 

তাহলে আর দেরী না করে গণেশ চতুর্থীতেই নিয়ে আসুন সোনা। ঘরে শ্রীবৃদ্ধির পাশাপাশি সংসারে সুখ বজায় থাকবে। আগামীদিন হবে সোনার মতই ঝলমলে।


#gold rate#gold rate in kolkata#gold rate in kolkata today#gold rate in last 10 days



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...


সোশ্যাল মিডিয়া



09 24