মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘লাউড অ্যাক্টিং’ শেখানো শিক্ষকের স্মরণে শিক্ষক দিবসে আবেগপ্রবণ জয়দীপ অহলাওয়াত! কিন্তু কেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৪০Rahul Majumder


সংবাদ সংস্থা মুম্বই: এই মুহূর্তে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা তিনি। তিনি-জয়দীপ অহলাওয়াত। ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার শিক্ষক দিবসে নিজের জীবনের শিক্ষকদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন এই জনপ্রিয় বলি-অভিনেতা।

 

অভিনেতা বলেন, “নির্দিষ্ট কোনও একজন নয়। আমার জীবনে একাধিক শিক্ষকের সদর্থক প্রভাব রয়েছে, যাঁদের শেখানো মূল্যবোধ ও দেওয়া শিক্ষার জেরে এগোতে পেরেছি। যদি নিজের পেশা অর্থাৎ অভিনয় নিয়ে বলি তাহলে যাঁর কাছে অভিনয়ের প্রথম পাঠ পেয়েছিলাম, সেই সুনীল ছিটখারার নাম বলব। হরিয়ানার বাসিন্দা ছিলেন তিনি, বর্তমানে দিল্লির বাসিন্দা। ওঁর কাছেই আমার অভিনয়ে হাতেখড়ি। উনি হাতে ধরে আমাকে শিখিয়েছিলেন কীভাবে, কোন ছন্দে মঞ্চে হাঁটাচলা করতে হয়। থিয়েটার সম্পর্কে যাবতীয় বিষয়ের প্রথম পাঠ ওঁর থেকেই পাওয়া। এফটিআই তথা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় পা রাখার আগে থিয়েটার সমন্ধে আমার সম্যক জ্ঞান, শিক্ষা ওঁর থেকেই পাওয়া

 

পরের ধাপে এফটিআই-এর শিক্ষক অরবিন্দ পাণ্ডের কথা বলেন জয়দীপ। অরবিন্দ স্যারের কথা এই প্রসঙ্গে অবশ্যই বলব। অসাধারণ শিক্ষক। একজন নাট্য অভিনেতার যে নূন্যতম যোগ্যতা ও প্রতিভা থাকে সেগুলো ধারালো করতে উঠেপড়ে লেগে থাকতেন তিনি। জোর দিতেন সেসবের উপর। কোনওরকম দেখনদারিতে বিশ্বাস করতেন না। আজও করেন না। চিত্রনাট্যের বাইরেও নিজের অভিনীত চরিত্রকে চেনা...থিয়েটার যে শুধু আমিকে নিয়ে তৈরি হয় না বরং আমাদেরনিয়ে তৈরি হয় সেটা হাতেকলমে বুঝিয়ে দিয়েছিলেন। অরবিন্দ স্যার জোর দিতেন অভিনেতার কল্পনা শক্তির উপর। কীভাবে কল্পনা করে, ভেবে একটি চরিত্রকে চিত্রনাট্যে বোনা শব্দের বাইরেও আরও শক্তিশালী করে তোলা যায় সেই শিক্ষা ওঁর থেকেই পাওয়া। পরবর্তী সময়, ওঁর সঙ্গে পর্দায় অভিনয়ও করেছি আজিব দাস্তানছবিতে।

 

 

তাঁর অরবিন্দের স্যারের বিষয়ে বলতে গিয়ে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন জয়দীপ। বলেন, “স্যারকে কোনওদিনও রাগতে দেখিনি। সবসময় বলতেন সহ-অভিনেতাদের সম্মান করবে। অভিনয় সম্পর্কে অন্য অভিনেতাদের দৃষ্টিভঙ্গিকে সম্মান জানতেই হবে। একটি দৃশ্য ১০জন অভিনেতা ১০রকম ভাবে অভিনয় করে দেখাতে পারেন। একটি চরিত্র বা দৃশ্য সম্পর্কে অন্যদের সঙ্গে নিজের মতের মিল সবসময় নাও হতে পারে। কিন্তু অন্তত তা শোনা উচিত। আর একটি জিনিস কোনওদিনও ভুলব না। বলতেন, ‘উঁচু গলায় সংলাপ বলা কিংবা বাড়িয়ে চড়িয়ে অভিনয় করাকে লাউড অ্যাক্টিং বলে না। যে অভিনয় দেখে বিশ্বাসযোগ্য লাগে না তাকে বলে  লাউড অ্যাক্টিং। স্যার আরও বলতেন, ভাল কিংবা খারাপ অভিনয় বলে কিছু হয় না। অভিনয় হয় বিশ্বাসযোগ্য কিংবা হয় না। এটুকুই

 

 

গত বছর মুক্তি পেয়েছে জয়দীপ অভিনীত ছবি ‘জানে জান’। এই ছবিতে করিনা কপূরের বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি, আমির খানের ছেলে জুনেদ খানের প্রথম ছবি ‘মহারাজ’-এ প্রধান খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে জয়দীপকে। সামনেও অভিনেতার বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায়।

 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



09 24