মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: গৃহবধূর শ্লীলতাহানি, স্বামীকেও মারধরের অভিযোগ, কান্দিতে গ্রেপ্তার বিজেপি নেতা

Pallabi Ghosh | ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৬ : ৩০Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি শহরে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল কান্দি শহর বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌমেন দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 

 

পুলিশ সূত্রে জানা গেছে, কান্দি শহরের বাগদান এলাকার এক গৃহবধূ, বিজেপি নেতা সৌমেন দাসের বিরুদ্ধে তাঁর স্বামীকে মারধর, গালিগালাজ ও তাঁর শ্লীলতাহানি করার অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে সৌমেনকে এবং রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়। 

 

এই প্রসঙ্গে কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জি বলেন, 'মহিলাদের অসম্মান করাই বিজেপির সংস্কৃতি। আরজি কর হাসপাতালে আমাদের এক ডাক্তার বোনকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। সেই ঘটনায় যুক্ত দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে আমরা যখন পথে নেমেছি তখনই কান্দি শহরে বিজেপি নেতারা এই ধরনের নোংরা কাজ করে চলেছেন।' তিনি আরও বলেন, 'পুলিশ এই ঘটনায় যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। অভিযোগকারিণী যদি আমাদের কাছে কোনও সাহায্য চায় তাহলে আমরা জানি কীভাবে বিজেপি নেতাদের শায়েস্তা করতে হয়।' 

 

অন্যদিকে কান্দি শহর বিজেপির সভাপতি রাজীব দাস বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৌমেনকে ফাঁসানো হয়েছে। ও আমাদের দলের একজন সক্রিয় কর্মী। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখেছি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।' তিনি আরও বলেন, 'যে মহিলা সৌমেন দাসের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর স্বামী মাতাল। মদ খেয়ে বিভিন্ন ধরনের আজেবাজে কথা বলছিলেন। সেই সময় সৌমেন প্রতিবাদ করায় তাকে এই ধরনের একটি নোংরা ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার কোনও ভিত্তি নেই। যদিও বিচারক সৌমেনকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের বিশ্বাস আমরা আইনি পথে এগিয়ে তাকে ছাড়িয়ে আনতে পারব।' এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 'যদি আমাদের দলের কোনও কর্মী কোনও অপরাধমূলক কাজ করে, তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।'


#Murshidabad #BJP # #Crime news



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...

ধূপগুড়িতে দেশী বাজনার প্রতিযোগিতা, তুলে ধরা হল রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি...

রবিবারেও ভাসছে বাংলা, সোমবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে...

মাকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর ছেলের মৃত্যু ...

বিজেপির বড়সড় ভাঙন মথুরাপুরে! শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে...

উর্বরতার উৎসবে সাতদিনের ব্রত, ডায়না-জলঢাকায় বিসর্জন করম পূজার...

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে



সোশ্যাল মিডিয়া



09 24