মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বাণিজ্য | SIP: কোন বয়সে কত টাকা বিনিয়োগ করলে অবসরের সময় আপনি হবেন কোটিপতি, দেখে নিন তারই হিসেবনিকেশ

Sumit | ২৯ আগস্ট ২০২৪ ১৬ : ৩৫Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: কোটিপতি হতে গেলে এসআইপি-র বিকল্প নেই। টাকার দাম বোঝে এসআইপি। অবসরের সময় দেড় কোটি টাকা হাতে পেতে হলে এসআইপিতে বিনিয়োগ করুন আড়াই হাজার টাকা, সাড়ে চার হাজার টাকা এবং আট হাজার টাকা। তাহলেই কেল্লাফতে। বয়স বুঝে বিনিয়োগ করলেই আপনি হতে পারেন কোটিপতি।

 

 

১. মিউচুয়াল ফান্ড এসআইপি

মিউচুয়াল ফান্ড এসআইপিতে যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায় তবে দিনের শেষে ভাল ফল হবেই। দীর্ঘমেয়াদী প্রকল্পের ক্ষেত্রে এসআইপি আপনাকে ভাল সুদের সঙ্গে ভাল রিটার্ন দেবেই।

 

 

২. অবসরের পরিকল্পনা

কেরিয়ারের শুরুতেই অবসর নিয়ে ভাবতে হবে। যদি আপনার বয়স ২৫ হয় তবে তাহলে তো অনেক সময় রয়েছে। যদি ৩৫ হয় তবেও ক্ষতি নেই। এসআইপিকে মাসে সামান্য অর্থ বিনিয়োগ করলেই মিলবে নিশ্চিত অবসর। ২০ বছর যদি মাসে ১৫ হাজার করে বিনিয়োগ করতে পারেন তবে আপনার বিনিয়োগের পরিমান হবে ৩৬ লক্ষ টাকা। এরপর সুদ মিলিয়ে আপনি পাবেন ১ কোটি ১৩ লক্ষ ৮৭ হাজার ২১৯ টাকা।

 

 

৩. যদি বয়স হয় ৩৫

যদি বয়স হয় ৩৫ বছর। তবে মাসে বিনিয়োগ করুন ৮ হাজার টাকা। তাহলে আগামী ২৫ বছরে আপনি জমাবেন ২৪ লক্ষ টাকা। তবে সুদ মিলিয়ে আপনার হাতে আসবে ১ কোটি ২৭ লক্ষ ৮১ হাজার ৮১ টাকা।

 

 

৪. যদি বয়স হয় ৩০

যদি বয়স হয় ৩০ বছর। তবে মাসে সাড়ে চার হাজার টাকা করে বিনিয়োগ করুন। আগামী তিরিশ বছরে আপনি সঞ্চয় করবেন ১৬ লক্ষ ২০ হাজার টাকা। সুদ মিলিয়ে হাতে আসবে ১ কোটি ৫৮ লক্ষ ৮৪ হাজার ৬১২ টাকা।

 

 

৫. যদি বয়স হয় ২৫

আপনার হাতে রয়েছে টানা ৩৫ বছর। আপনি বিনিয়োগ করুন মাসে মাত্র ২৫০০ টাকা। তাহলে আগামী ৩৫ বছরে মোট অর্থের পরিমান হবে ১০ লক্ষ ৫০ হাজার টাকা। এরপর সুদ মিলে আপনার হাতে আসবে ১ কোটি ৬২ লক্ষ ৩৮ হাজার ১৭৩ টাকা।  


#SIP#retirement#Mutual Funds#retirement planning



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...


সোশ্যাল মিডিয়া



08 24