সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ আগস্ট ২০২৪ ১৬ : ৫০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হলেন জাহির খান। বুধবার দুপুরে সঞ্জীব গোয়েঙ্কার আলিপুরের অফিসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। এলএসজির জার্সি তুলে দেওয়া হয় জাহিরের হাতে। উপস্থিত ছিলেন লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছিল, লখনউয়ের বোলিং কোচ বা মেন্টর হতে পারেন ভারতের প্রাক্তন তারকা। এদিন তাতে সিলমোহর পড়ল। গৌতম গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে যোগ দলেন জাহির। ২০২২ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে লখনউয়ের। তিন বছরে দু'বার প্লে অফে উঠেছে এলএসজি। এবার সেই গণ্ডি পার করাই হবে নতুন মেন্টরের লক্ষ্য। জাহির বলেন, 'তিন বছরে দু'বার দল প্লে অফে পৌঁছেছে। যথেষ্ট ভাল পারফরমেন্স। এখান থেকে কীভাবে আরও এগিয়ে যেতে হবে সেই বিষয়ে ভাবতে হবে। আইপিএলের মতো টুর্নামেন্টে জয় এবং হারের মার্জিন খুবই কম। আমি মুম্বইয়ে দীর্ঘদিন ছিলাম। অনেকের সঙ্গে কাজ করেছি। অনেক নতুন জিনিস শিখেছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাব।'
দু'বছর পর আবার আইপিএলে প্রত্যাবর্তন হচ্ছে জাহিরের। এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। নতুন ভূমিকায় আসার আগে তিনটে আইপিএল দলের হয়ে খেলেন জাহির। এই তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ডেয়ারডেভিলস। মোট ১০২ উইকেট নেন। ২০১৭ সালে দিল্লির অধিনায়ক ছিলেন। সেই বছরই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। অন্যদিকে একদিন আগেই ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন কেএল রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। জানা গিয়েছে, লখনউয়ে থাকলেও আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না তাঁকে। অধিনায়কের দৌড়ে এগিয়ে নিকোলাস পুরান এবং ক্রুনাল পাণ্ডিয়া। এদিন অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি লখনউয়ের কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা জানান, 'নভেম্বর পর্যন্ত সময় আছে। তাই অধিনায়ক এবং রিটেনশন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এলএসজি। আগে আইএসএলের নতুন নিয়মাবলী প্রকাশিত হোক। তারপর এই নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।' এবার ডিসেম্বরে হবে মেগা নিলাম। ভেতরে ভেতরে দল গোছাতে শুরু করেছে এলএসজি।
#Zaheer Khan#Sanjeev Goenka#Lucknow Super Giants#IPL
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চমক ভেঙ্কটেশ, আইপিএলের প্রথম দিনের নিলামে কাদের নিল কেকেআর?...
'এই দর আমার প্রাপ্য', আইপিএলের সবচেয়ে দামি স্পিনার হওয়ার পর দাবি চাহালের ...
টাকা নয়ছয় করার জন্য ছেড়েছিলে? ভেঙ্কটেশকে ফিরিয়েও সমালোচনায় জেরবার কেকেআর...
দলে নিলেও মাঠে সর্বস্ব দেব না ওদের হয়ে, প্রীতি জিন্টার পাঞ্জাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার...
পাঁচ ঘণ্টার নিলামের পর খাতা খোলে রাজস্থান, কাকে নেয় দ্রাবিড়ের দল?...
অভিনব সেলিব্রেশনের রহস্য ফাঁস, মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালের গোলকেই সেরা বাছলেন লিস্টন...
একসময়ের তীব্র প্রতিদ্বন্দ্বী মারেই এবার জোকারের কোচ, শুরু হতে চলেছে নতুন এক যুগলবন্দি ...
আইপিএলের প্রতিটি আসরে খরচ হয়েছে কত টাকা? দেখে নিন একনজরে...
একটা ইনিংস বদলে দিল সব, 'রোহিত ফিরলেও রাহুলকে বসানো অন্যায় হবে', বলছেন গিলি...
জয়ে ফিরল মোহনবাগান, ঘরের মাঠে জামশেদপুর বধে টেবিলের মগডালে...
'মনে করো দেশের জন্য গুলি খাচ্ছো', গম্ভীরের মন্ত্রেই অভিষেকে নজর কাড়লেন নীতিশ...
পছন্দের শহরে জয় দিয়ে আই লিগ অভিযান শুরু হাবাসের ...
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপৎকালীন বৈঠক ডাকল আইসিসি ...
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিলামের আগেই নির্বাসিত হতে পারে ভারতীয় অলরাউন্ডার ...
অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা...