শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Pallabi Ghosh | ২৪ আগস্ট ২০২৪ ১৮ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারের পর শনিবারও গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে। শুক্রবার চাচন্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা নদীর ভাঙনে নদী গর্ভে তলিয়ে যায় একটি বাঁশ ঝাড় সহ কয়েকশো মিটার চাষের জমি এবং বাগান। ওই গ্রামে নদী ভাঙনের কবলে পড়ে গৃহহীন হওয়ার অপেক্ষায় দিন গুনছে বেশ কিছু পরিবার।
উত্তর চাচন্ড গ্রামে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হওয়ার আগেই শনিবার সকাল থেকে প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর গ্রামে শুরু হয়েছে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন। আজ সকাল সাড়ে দশটা থেকে শুরু হওয়া এই ভাঙনে দুপুর দু'টোর মধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে কমপক্ষে পাঁচটি বাড়ির সহ প্রায় ১০০ মিটারের বেশি চাষের জমি এবং বাগান। গঙ্গা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এই আশঙ্কাতে ইতিমধ্যেই ওই গ্রামে বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরে যাওয়ার শুরু করেছে বেশ কিছু পরিবার।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং ফরাক্কার ব্লকে গঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতিমধ্যে প্রতাপগঞ্জ, ধানঘড়া, শিবপুর, চাচন্ড সহ একাধিক এলাকায় গঙ্গা নদীর ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার। রাজ্য সরকার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জ ব্লকে গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধের কাজ শুরু করলেও বর্ষা এসে যাওয়াতে সেই কাজ এই মুহূর্তে এক প্রকার বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- গঙ্গা নদীর 'আপ স্ট্রিম'এ বেশ কিছু এলাকায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত বেশি হওয়াতে গঙ্গা নদী এই মুহূর্তে সামশেরগঞ্জ ব্লকে বিপদ সীমার কাছাকাছি দিয়ে বইছে। তার ফলে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত প্রায় ১৫ দিন আগে লোহরপুর গ্রামে একপ্রস্ত নদী ভাঙন হওয়ার পর কিছুদিন সেখানে ভাঙন বন্ধ ছিল। শনিবার সকাল থেকে ফের একবার নতুন করে ভাঙন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
রেক্সোনা বিবি নামে ওই গ্রামের এক বাসিন্দা বলেন, 'আজ সকালে কেউ কিছু বোঝার আগেই পাঁচটি বাড়ি পরপর নদী গর্ভে তলিয়ে গেছে। এই গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার আমাদের জায়গা নেই। ঘরের সমস্ত জিনিসপত্র নদীগর্ভে তলিয়ে গেছে। কী খাব, কোথায় যাব কিছুই জানি না। প্রশাসনের তরফ থেকে এখনও কোনও সহায়তা মেলেনি।'
পঞ্চায়েত প্রধান বলেন, 'আপাতত পাঁচটি বাড়ি নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। তবে যে দ্রুততার সাথে নদী জনবসতির দিকে এগিয়ে আসছে তাতে আরও কিছু বাড়িঘর , চাষের জমি এবং বাগান নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছি। ভাঙন ঠেকানোর জন্য জরুরি ভিত্তিতে বাঁশের বেড়া তৈরি করে এবং বাঁশ ফেলে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে।'
নানান খবর

নানান খবর

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট

দাউদাউ করে জ্বলছে চাপড়ামারি জঙ্গল, বিপর্যস্ত বন্যপ্রাণ, উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে

ইঁদুর মারতে সেমাইয়ের সঙ্গে মেশানো হয়েছিল বিষ, খেয়ে ফেলল বাড়ির শিশুরা, ভয়াবহ পরিণতি

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৫টি ঘর, ঝলসে গেল গবাদি পশু-মজুত টাকা, গ্রাম জুড়ে হাহাকার

এবার সিকিম যাওয়া হবে আরো সহজ! পাহাড়ে যাতায়াতে সিকিম ও বাংলার যৌথ উদ্যোগ, জেনে নিন

একই ভুলে হাত হারালেন একই বাসের দুইযাত্রী, নদিয়াতে হাড়হিম করা দুর্ঘটনা

ইদের আনন্দ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে,মৃত ৪

বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু নাবালিকার, জঙ্গল থেকে উদ্ধার দেহ

সিঁদুরে মেঘ হল বৃষ্টি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়, কোন স্বার্থ কেন্দ্রের?

চলো ঘুরে আসি, ভিক্ষুক সেজে শিশু চুরি মালদায়

‘এত পরিমাণ বাজি মজুত রাখার কারণ কী?’ পাথরপ্রতিমার ঘটনায় তদন্তে পুলিশ