বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১২ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বামনগোলায় অ্যাম্বুল্যান্সের অভাবে খাটিয়ায় রোগিনীকে বহন ও পথেই মৃত্যুর পর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। রাস্তা খারাপ থাকার অভিযোগ ওঠায় জনতার সামনে লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিডিও জানালেন, তিন মাসের মধ্যেই সারাই হবে মালদার বামনগোলার ওই রাস্তা। এরপরেই অবরোধ তুলে নেন স্থানীয়রা।
শনিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় খাটিয়ায় শোওয়া এক রোগিনীকে বাঁশ ও দড়ির সাহায্যে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন তাঁর পরিজনরা। স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ রাস্তার জন্য বামনগোলার মালডাঙা এলাকায় অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি ঢুকতে পারে না। তাই এভাবেই রোগীকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার মামনি রায় (২৫) নামে ওই এলাকার এক বাসিন্দাকে এভাবেই প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে মোদিপুকুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর পরিজনরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছবার পর রোগীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগ, সময়মতো চিকিৎসা না পেয়েই রোগী মারা গেছেন।
এই ভিডিও ভাইরাল হতেই একদিকে যেমন ওঠে নিন্দার ঝড় তেমনই ক্ষুব্ধ হন এলাকার বাসিন্দারা। স্থানীয় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তাঁরা বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে আসেন বামনগোলার বিডিও রাজু কুন্ডু। তিনি রাস্তা সারানোর লিখিত প্রতিশ্রুতি দিলে তবে অবরোধ ওঠে।
বিষয়টি নিয়ে রাজ্য কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, "এই ধরনের অমানবিক ঘটনা পশ্চিমবঙ্গে প্রায়ই ঘটছে। এর আগে আমরা দেখেছি বাবাকে তাঁর শিশুসন্তানের মৃতদেহ ব্যাগে করে নিয়ে যেতে হচ্ছে লোকাল বাসে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে রোগীকে মৃতদেহ বহনকারী গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এটাই হল "এগিয়ে বাংলা" বা "বিশ্ব বাংলা"র ছবি।" মালদার বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল বলেন, "উন্নয়ন উন্নয়ন বলে শুধু প্রচারই হচ্ছে। কাজের কাজ যে কিছুই হচ্ছে না এই ঘটনাই সেটা প্রমাণ করছে। এক রাস্তা বারবার সারাই হচ্ছে অথচ গ্রামের দিকে যে রাস্তাগুলো মানুষের এত প্রয়োজনে লাগে সেই রাস্তাগুলো পুরোপুরি অবহেলিত অবস্থায় আছে।" যদিও বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মালদার তৃণমূল নেতা ও জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল বলেন, "যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু বিষয়টি নিয়ে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন কোথাও কোনও রাস্তাই হয়নি। মালদাসহ গোটা রাজ্যেই রাজ্য সরকার রাস্তার যথেষ্ট উন্নতি করেছে। কোনও কারণে হয়ত এই রাস্তাটি নজর এড়িয়ে গেছে। ওই এলাকার সাংসদ ও বিধায়ক দু"জনেই বিজেপির। বিজেপি আমাদের ঘাড়ে দোষ দেওয়ার আগে যেন তাঁদেরও একবার জিজ্ঞেস করে নেয় তাঁরা কী করছিলেন। দায়িত্ব কিন্তু তাঁদেরও।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...
ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...
৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...
রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...
আচমকাই ছুটে এল ঝাঁকে ঝাঁকে গুলি, আসামি ছিনতাইয়ের জন্য পুলিশের উপর দুঃসাহসিক হামলা ...
ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...
জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...
পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...
পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...
'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...
শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...
চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...
অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...
রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...
পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ! সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...