বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Chandannagar: মেহগনি কাঠের প্রতিমা, বড় চমক বোড় চাঁপাতলার

Pallabi Ghosh | ১৮ নভেম্বর ২০২৩ ১২ : ২৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: আস্ত মেহগনি গাছের গুড়ি খোদাই করে তৈরি হয়েছে জগদ্ধাত্রী প্রতিমা। তাও আবার তৈরি হয়েছে নিখুঁত বোড় চাঁপাতলা পুজো কমিটির প্রতিমার আদলে। টানা ৯ মাসের কিছু বেশি সময় দিতে কাঠের গুড়ি কেটে প্রতিমা তৈরি করেছেন শিল্পী পল্লব জানা। চন্দননগরের জগদ্ধাত্রী মানেই নতুন চমক। লক্ষ লক্ষ মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই প্রতিমায় নতুন চমক এনেছে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পূজা কমিটির। ৬১ তম বর্ষে বোড় চাঁপাতলা যুব সম্প্রদায়ের থিম "ইতিহাসের ইতিকথা।" মণ্ডপের থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই উদ্যোক্তাদের তরফে কাঠের প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। থিমের মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে চন্দননগরের প্রাচীন নানা ইতিহাস। পর্তুগীজ, মুঘল থেকে শুরু করে ফরাসিরা, সকলেই বাণিজ্যের জন্য একদা এই চন্দননগরে ঘাঁটি গড়ে ছিল। সেই সব প্রাচীন ইতিহাসের নানা কথা মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন শিল্পী শিবশঙ্কর দাস।
বারোয়ারির অন্যতম সদস্য বলেছেন, উদ্যোক্তাদের তরফে প্রত্যেক বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা করা হয়। এ বছর মণ্ডপের পাশাপাশি চমক আনার চেষ্ঠা চালানো হয়েছে প্রতিমায়। মেহগনি গাছের গুড়িকে কেটে কেটে তৈরি হয়েছে জগদ্ধাত্রী মূর্তি। তবে ওই মূর্তি পুজোর জন্য নয়। রীতি মেনে পুজোর জন্য তৈরি করা হয়েছে সাবেকি প্রতিমা।
চন্দননগরের কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে মোট পুজোর সংখ্যা ১৭১টি। এই প্রত্যেক পুজোর একটা নিজস্বতা ধারাবাহিকভাবে বজায় থাকে। সেটা হল প্রতিমার মুখ। চন্দননগরে প্রত্যেক পুজো কমিটির প্রতিমায় থাকে নিজস্ব বিশেষত্ব। প্রত্যেক বছর মণ্ডপ, থিম, আলো থেকে রঙের ফারাক থাকে। তফাত থাকে প্রতিমার সাজের। তবে বিশেষত্ব একটাই, ধারাবাহিক ট্র্যাডিশন, প্রতিমার মুখ মনে করিয়ে দেয় বারোয়ারির নাম। রং বা সাজের ফারাক থাকলেও ছাঁচের প্রতিমার বড় ভরাট মুখ প্রত্যেক বছর একই রকম হয়ে থাকে। ফলে প্রতিমার মুখের গড়ন দেখে অনেকে অনাহাসেই বলে দিতে পারেন পুজো কমিটির নাম। গোটা চন্দননগরে একমাত্র গোড়া থেকেই ব্যতিক্রমী দৈবকপাড়া। কারণ এই বারোয়ারির প্রতিমা তৈরির ক্ষেত্রে কোনও রকম ছাঁচের ব্যবহার হয় না। সম্পূর্ণ প্রতিমাই তৈরি হয় হাতে। তাই প্রতিছরই এই পুজোয় বদলে যায় জগদ্ধাত্রী প্রতিমার মুখ। সম্পূর্ণ প্রতিমা তৈরি হয় হাতে। সময় লাগলেও, মণ্ডপেই কুমোরটুলির শিল্পীর হাতে ধীরে ধীরে গড়ে ওঠে দেবী হৈমন্তিকা। এ বছর ৫১ বর্ষে চন্দননগর দৈবকপাড়া সার্বজনীনের থিম জ্যোতির্ময়ী।
কোথাও উৎসবের শেষ তো কোথাও আবার উৎসবের শুরু। কালী পুজো শেষ হতেই শুরু জগদ্ধাত্রী পুজো। আলোর শহরে জগদ্ধাত্রী পুজোর বিশ্ব জোড়া নাম। শুধু হুগলি জেলা তথা রাজ্য নয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও। এটাই চন্দননগরের মূল উৎসব। তাই সারা বছর চন্দননগরের মানুষ এই উৎসবের অপেক্ষায় থাকে। তাইতো এক বছর জগদ্ধাত্রী পুজো মিটতেই উদ্যোক্তাদের তরফে শুরু হয়ে যায় পরের বছর নিয়ে চিন্তা ভাবনা। ট্র্যাডিশন বজায় রেখে চলে অভিনব থিম, নতুন আলো ইত্যাদির খোঁজ।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

আবারও লাইনচ্যুত মালগাড়ি, কয়েক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের ...

আলুরদমের মেলা সঙ্গে কাঁকড়া, এই স্বাদের ভাগ হবে না...

কোথায় ঠান্ডা! মাঘেও নেই কনকনে শীতের আমেজ, পারদ পতন কবে থেকে? ...

বজবজ পুরসভার রজতজয়ন্তী বর্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্প প্রদর্শনীতে উপচে পড়া ভিড় ...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...

পুকুর পাড়ে গুগলি ধোয়া নিয়ে বচসা, চুঁচুড়ায় চলল গুলি, আহত মা ও ছেলে...

কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল গঙ্গাসাগরে, দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে...

গত বছরের চেয়ে বেশি জনসমাগম গঙ্গাসাগরে, পুণ্যার্থীদের জন্য কী কী সুবিধা থাকছে সেখানে, জানালেন মন্ত্রী অরূপ...

স্বামী ছিলেন গরিবের চিকিৎসক, তাঁর স্মৃতিতে বসতবাড়ি সাধারণ মানুষের জন্য দান করলেন স্ত্রী...

চন্দননগরে তাক লাগানো উদ্যোগ, গাছ নিজেই দেবে তার পরিচয়! কিউআর কোড স্ক্যান করলেই মিলবে যাবতীয় তথ্য...



সোশ্যাল মিডিয়া



11 23