বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৬ আগস্ট ২০২৪ ২১ : ১৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষিত এবং খুন হওয়ার ঘটনায় তোলপাড় কলকাতা সহ গোটা রাজ্য। ১৪ আগস্ট, স্বাধীনতা দিবসের আগের রাতে গোটা দেশ তার প্রতিবাদ জানাতে পথে নেমেছিল। মৃতা চিকিৎসকের বিচারের দাবিতে সরব হয়েছেন হৃতিক রোশন, আলিয়া ভাট, করিনা কাপুর, আয়ুষ্মান খুরানার মতো বলিউডের তারকারাও। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন টিনসেল টাউনের নয়া প্রজন্মের পরিচিত মুখরাও। এবার সেই তালিকায় যোগ হল কৃতি শ্যাননের নাম।
আরজি কর কাণ্ডে গর্জে উঠেছেন কৃতি। দেশের বিভিন্ন বিষয়ে প্রশংসা করলেও সোজাসাপ্টা ভাষায় প্রশ্নও তুলেছেন কেন নিজের দেশে নিরাপত্তা নেই নারীদের। স্পষ্টভাবে এও জানান, তিনি এ ঘটনা শুনে যতটা ব্যথিত ততটাই ক্রুদ্ধ। লেখেন, "বিন্দুমাত্র ইচ্ছে নেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর"।
সমাজমাধ্যমের একটি পোস্টে 'ক্রু' ছবির অভিনেত্রী লেখেন, "৭৮তম দেশের স্বাধীনতা দিবসে ভারতবাসী হিসাবে যথেষ্ট গর্বিত যেভাবে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে আমাদের দেশ...কিন্তু বড় দুঃখ হয় যখন দেখি, যখন এই সত্যের মুখোমুখি হই যে আমাদের দেশের মেয়েরা তাঁদের দেশেই সুরক্ষিত নয়। আর যারা এই অমানবিক কুকর্ম করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, আজকের দিনেও এরকম ঘটনা ঘটার পর নির্যাতিতা মেয়েটিকেই দায়ী করা হচ্ছে তাঁর উপর হওয়া হেনস্থা, নির্যাতনের জন্য!!!"