বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | MAMATA ON RG KAR: ভাঙচুরে জড়িত সিপিএম ও বিজেপি, প্রতিবাদের মঞ্চ থেকে আরজি কর ভাঙচুর নিয়ে স্পষ্ট মমতা

Sumit | ১৬ আগস্ট ২০২৪ ১৯ : ০৩Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: গত ১৪ আগষ্ট 'মেয়েদের রাত দখল' আন্দোলনের রাতে সাধারণ ঘরের মহিলাদের অংশগ্রহণের প্রশংসায় পাশাপাশি আরজি কর-এর ভাঙচুরের ঘটনায় সিপিএম ও বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে দলের তরফে নেওয়া এক কর্মসূচিতে অংশ নিয়ে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিপিএম ও বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন, 'সিপিএম ও বিজেপি আরজি কর হাসপাতালে ভাঙচুর করেছে।' ভাঙচুরে অংশ নেওয়া দুষ্কৃতীদের প্রসঙ্গে তিনি বলেন, 'রাত ১২টার পর পতাকা হাতে ডিওয়াইএফআই ও জাতীয় পতাকা নিয়ে বিজেপি গিয়েছিল।' তিনি বলেন, জাতীয় পতাকা নিয়ে গুণ্ডাগিরি 'ক্রিমিনাল অফেন্স। '

ভাঙচুর প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী বলেন, 'ওরা গিয়েছিল সমস্ত প্রমাণ লোপাট করতে। ভুল করে চারতলার বদলে তিনতলায় চলে গিয়েছিল। জীবনদায়ী ওষুধ লুঠ করেছে‌। সিসিটিভি ভেঙে দিয়েছে। বিরাট টাকার ক্ষয়ক্ষতি করেছে।' বাম ও গেরুয়া শিবিরের দিকে প্রশ্ন ছুঁড়ে মমতা বলেন, 'দেবেন আপনারা এই টাকা?'

আরজি কর-এ চিকিৎসক খুনের ঘটনায় এদিনও মমতা বলেন, 'আমি প্রথমদিন থেকেই বলে আসছি দোষীদের শাস্তি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে। ভবিষ্যতে যাতে এইরকম ঘটনা না ঘটে সেইজন্যই ফাঁসির দাবি করছি।' তিনি বলেন, মৃতার বাবা-মা বলেছিলেন আমাদের উপর ভরসা আছে। একইসঙ্গে বামেদের সমালোচনা করে তাঁর প্রতি আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, রাজ্যে বিরোধী নেত্রী থাকাকালীন হাজরায় তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।

আরজি কর-এর ঘটনার পর সমাজ মাধ্যমে বিভিন্ন 'ফেক' বা ভুয়ো খবর প্রসঙ্গেও এদিন সরব হয়েছেন তিনি। ভবিষ্যতে এই ধরনের খবর আটকাতে বা 'সাইবার ক্রাইম' রুখতে রাজ্য সরকার যে কড়া আইন আনতে চলেছে এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এদিন মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মমতার নেতৃত্বে তৃণমূল একটি মিছিল করে। মিছিলে একদিকে যেমন আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবি তোলা হয়েছে তেমনি ঘটনা প্রসঙ্গে বিজেপি ও সিপিএমের চক্রান্তের অভিযোগেও সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিটি ব্লকে এবিষয়ে আন্দোলন গড়ে তুলতে।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিয়েও সরব হয়েছেন মমতা। দাবি তুলেছেন তাঁর বদলির। মমতার কথায়, '৯ জন রাজ্যপাল বদল হলেও বাংলায় হল না!'


#mamata banerjee#rg kar



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



08 24