বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Buddhadeb Bhattacharya: সরকারি কাজে পার্টি লাইনের প্রভাবকে দূরে রেখেছিলেন বুদ্ধদেব, স্মৃতিচারণায় কালীকৃষ্ণ গুহ

Riya Patra | ০৯ আগস্ট ২০২৪ ১৪ : ২৬Riya Patra


রিয়া পাত্র
১৯৪৪ থেকে ২০২৪। ৮০ বছর বয়সে জীবনাবসান ঘটেছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। বৃহস্পতিবার চক্ষুদানের পর তাঁর দেহ শায়িত ছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকালে তাঁকে শেষবার নিয়ে যাওয়া হয় বিধানসভায়; সেখান থেকে আলিমুদ্দিন-দীনেশ মজুমদার ভবন হয়ে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে এনআরএস হাসপাতালে। সেখানেই তাঁর দেহ দান করা হবে।


বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকাতুর কবি কালীকৃষ্ণ গুহ। একটা সময়ে তিনি কাজ করেছেন বুদ্ধদেবের সঙ্গে। কথায়-কথায় ফিরে এল সেসব প্রসঙ্গ। ১৯৯১ থেকে ১৯৯৩, রাজ্যের তথ্য ও সংস্কৃতি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী, ১৯৯৪-এ ফের রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং ১৯৯৬ সালে রাজ্যের স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব।


কালীকৃষ্ণ গুহ-র মনে পড়ছে দুটো সময়ের কথা। রবীন্দ্র সদনে তিনি যখন আধিকারিক, তখন বুদ্ধদেব বিকেলবেলার দিকে প্রায়ই যেতেন ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে। তখন থেকেই দু’জনের আলাপচারিতা বাড়তে থাকে। সেসব ১৯৯১-এর কথা। কয়েক বছর পরে, বুদ্ধদেবই তাঁকে নিয়ে আসেন নিজের দপ্তরে। বৃহস্পতির সকাল থেকেই কালীকৃষ্ণর মনে ঘুরছে সেসব দিনের কথা।


বললেন, ‘দলের নেতাদের অনেক সময়ে বাধ্যবাধকতা থাকে, পার্টি লাইন মেনে চলতে হয়। কিন্তু বুদ্ধদেব সেটা সবসময়ে মেনে চলতেন না। উনি একজন মুক্ত মনের মানুষ ছিলেন। কর্মক্ষেত্রে অনেক বিষয়ে নানা পরামর্শ দিয়েছি, যেগুলো তিনি সবসময়ে শুনেছেন। অনেক সময়ে এমনও হয়েছে, আমার ঊর্দ্ধতন কর্তা আপত্তি করলেও বুদ্ধবাবু রাজি হয়েছেন। তার মধ্যে অন্যতম রামকিঙ্করের তৈরি করা রবীন্দ্রনাথের মূর্তি বসানো। আমার প্রস্তাবে তখনকার সেক্রেটারি রাজি না হলেও, রাজি হয়েছিলেন বুদ্ধদেব। একই ঘটনা ঘটেছিল অম্লান দত্তকে বিদ্যাসাগর পুরস্কার দেওয়ার সময়ে।’ 


সিঙ্গুর-সময়কাল প্রসঙ্গও উঠে এল তাঁর স্মৃতিচারণে। বললেন, ‘বামপন্থীদের মধ্যে তখনও পুঁজিবাদীদের কাছে যাওয়ার ভাবনা আসেনি। তারা ভাবতেই পারত না। জ্যোতিবাবুর আমল পর্যন্ত শিল্প নিয়ে সেভাব কোনও উদ্যোগ নেওয়া হয়নি, কারণ, তার অর্থ পুঁজিবাদের কাছে হাত পাতা। এই ক্ষুদ্রতা জয় করেছিলেন বুদ্ধদেব। দলের মধ্যেও বিরোধিতা এসেছে। কাজ করেছেন তার মধ্যেই। কখনও সরেননি নিজের জায়গা থেকে। শুধু কাজ নয়, সাহিত্য নিয়েও আলোচনা হয়েছে বহুবার।’


#Buddhadeb Bhattacharya#Kali Krishna Guha#Bengal CM#CPM



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

দায়িত্ব নিয়েই আরজি করে নতুন নগরপাল, বৈঠক করলেন অধ্যক্ষের ঘরে...

কথা বলে ‘ধোঁয়াশা’ কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব চিকিৎসকদের...

আরজি কর কাণ্ডে ডাক সিবিআই-এর, ‘সবরকম সাহায্য’ করতে সিজিওতে মিনাক্ষী ...

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...



সোশ্যাল মিডিয়া



08 24