সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Arshad Nadeem: একসময় খাবার জুটত না, বর্শা কেনার টাকা ছিল না, আজ তিনি পাকিস্তানের অলিম্পিক হিরো

Sampurna Chakraborty | ০৯ আগস্ট ২০২৪ ১১ : ০৬Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙে চুরমার করেছেন তিনি। নিশ্চিত সোনা থেকে বঞ্চিত করেছেন ক্রীড়াক্ষেত্রে দেশের আইকন নীরজ চোপড়াকে। অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পাকিস্তানের হয়ে প্রথম সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন আরশাদ নাদিম। অথচ নীরজের মতো সেরা প্রযুক্তি, পরিকাঠামোয় প্রস্তুতির সুযোগ পাননি। কয়েকদিন আগে দু'বেলা পেট ভরে খেতেই পেতেন না। আজ তিনি রেকর্ড থ্রোয়ে জ্যাভলিনে চ্যাম্পিয়ন। তবে পাকিস্তানের মতো দেশ থেকে এতটা পথ পেরিয়ে এই পর্যন্ত আসা মোটেই সহজ ছিল না। এবার প্যারিস অলিম্পিকে সাতজনকে পাঠায় পাকিস্তান। তাঁদের মধ্যে থেকে কাকে সম্পূর্ণ স্পনসর করা হবে সেই নিয়ে একটা সময় দ্বিধায় ছিল পাকিস্তানের জাতীয় স্পোর্টস বোর্ড। তবে শেষপর্যন্ত আরশাদ নাদিম এবং তাঁর কোচ সলমন ফৈয়াজ বাটকে স্পনসর করার সিদ্ধান্ত নেওয়া হয়। একমাত্র দু'জনের প্যারিস যাওয়ার টিকিট স্পনসর করে বোর্ড। বাকিদের নিজের টিকিট নিজেদেরই কাটতে হয়। সেই প্রতিদান দিলেন ২৭ বছরের অ্যাথলিট। 

খানেওয়াল গ্রামের ছেলে নাদিম। যা একসময় পাঞ্জাবের মধ্যে পড়ত। গরীব ঘরের ছেলে। তাঁর বাবা নির্মাণ শ্রমিক ছিলেন। সাত ভাই-বোনের মধ্যে তৃতীয় নাদিম। একসময় পছন্দসই খাবারও জুটত না তাঁদের। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তাঁর বাবা। বছরে মাত্র একবার মাংস জুটত তাঁদের কপালে। সেটা ইদের দিনে। একসময় জ্যাভলিন কেনার জন্য নাদিমের কাছে টাকা ছিল না। তারওপর একাধিক চোট-আঘাতে জর্জরিত ছিলেন। সেই জায়গা থেকে অলিম্পিকে সোনা। কুর্নিশ জানাতেই হবে নাদিমকে। সারা জীবনের কষ্ট, সংগ্রাম মাত্র একটা থ্রোয়েই ভুলিয়ে দেন ৬ ফুট ৩ ইঞ্চির পাকিস্তানি অ্যাথলিট। আগের ৯০.৫৭ মিটারের অলিম্পিক রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন। ছেলে ফাইনালের যোগ্যতা অর্জন করার পর তাঁর বাবা মহম্মদ আশরাফ জানিয়েছিলেন, 'মানুষের ধারণা নেই আরশাদ এই জায়গায় কীভাবে পৌঁছেছে। গ্রামের লোকজন, আত্মীয়স্বজনরা আর্থিক সাহায্য করত। যাতে ও বিভিন্ন শহরে গিয়ে ট্রেনিং করতে পারে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারে।' 

এবার প্যারিস অলিম্পিকে সাতজনকে পাঠায় পাকিস্তান। তারমধ্যে ছ'জন তাঁদের সংশ্লিষ্ট ইভেন্টে ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। পরপর দু'বার অলিম্পিকের ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করার পর বাড়িতে উৎসবে মাতেন নাদিমের পরিবার। তাঁর বাবা-মা পাড়ায় মিষ্টি বিতরণ করেন। সেদিন তাঁর বাবা মহম্মদ আশরাফ বলেছিলেন, 'আমার ছেলে যদি পাকিস্তানের হয়ে অলিম্পিক পদক আনতে পারে, সেটা আমাদের এবং আমাদের গ্রামের জন্য সবচেয়ে গর্বের মুহূর্ত হবে।' তাঁদের জন্য সেই মহেন্দ্রক্ষণ এসে গিয়েছে। টোকিও অলিম্পিকে পঞ্চম স্থানে শেষ করেন নাদিম। প্যারিসে যোগ্যতা অর্জন পর্বেও নীরজের পেছনে ছিলেন। কিন্তু ফাইনালে বাজিমাত। এবার কি ক্রিকেট ছেড়ে জ্যাভলিনে ফোকাস করার সময় হয়ে গিয়েছে পাকিস্তানের জাতীয় স্পোর্টস বোর্ডের? 


#Arshad Nadeem #Javelin#Paris Olympics



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ক্রিকেটের পাশাপাশি লেখাপড়াতেও সমান ঝোঁক, কেকেআরের এই ক্রিকেটার করছেন পিএইচডি...

অ্যাডিলেডে বিতর্কের কেন্দ্রে সিরাজ, তারকা বোলারের পাশে দাঁড়াচ্ছেন হেডের সতীর্থ ...

'সিরাজকে কেন শাস্তি দিচ্ছে না আইসিসি', বিস্মিত প্রাক্তন অজি অধিনায়কের প্রশ্ন ...

অ্যাডিলেডে অশান্তি! আইসিসির শাস্তির কবলে পড়তে পারেন দুই তারকা ক্রিকেটার...

আর একটা ম্যাচ জিতলেই ফাইনালে প্রোটিয়ারা, ভারতের কী হবে?‌ ...

এই কারণেই অ্যাডিলেডে হারতে হল ভারতকে, সাংবাদিক বৈঠকে জানালেন রোহিত ...

আলাদিনের আশ্চর্য প্রদীপ নেভাল মোহনবাগান, নর্থইস্টকে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন ...

অ্যাডিলেডে ব্যর্থ কোহলি, ম্যাচ শেষ হতেই চলে গেলেন এই জায়গায়...

রান নেই রোহিতের ব্যাটে, নেতৃত্বের উপরে কি প্রভাব ফেলবে? হিটম্যানের পাশে দাঁড়িয়ে ভাজ্জি বললেন......

ব্যর্থতার রবিবার! বৈভবদের আত্মসমর্পণ, এশিয়াসেরা বাংলাদেশ ...

কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তকে স্মরণ জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের মিলন উৎসবে...

'নেতৃত্ব ছাড়ার সময় এসেছে আপনার',ভারতের আত্মসমর্পণের পরে কাঠগড়ায় রোহিত...

অ্যাডিলেডে চালকের আসনে অস্ট্রেলিয়া, কোথায় ভুল হল ভারতের, জানালেন পূজারা ...

যত কাণ্ড অ্যাডিলেডে,আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি ...

ফিটনেস ছাড়পত্র এল বলে, অস্ট্রেলিয়ার পথে ক্রিকেট কিট, সামিকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



08 24