রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: ডেঙ্গিতে মৃত্যু মুর্শিদাবাদের প্রথম বর্ষের কলেজ ছাত্রের, আতঙ্ক ছড়াল সামশেরগঞ্জে

Pallabi Ghosh | ০৭ আগস্ট ২০২৪ ১৪ : ০৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: বর্ষার বৃষ্টি বাড়ার সাথে সাথে ফের একবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন জঙ্গিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হল এক ডেঙ্গি রোগীর। মৃত ওই রোগীর নাম সোহেল রানা (১৯)। তাঁর বাড়ি সামশেরগঞ্জ থানার অন্তর্গত মধ্য চাচন্ড গ্রামে। ওই যুবক সুতির ঔরাঙ্গবাদ ডি এন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত প্রায় তিন দিন ধরে সুতি এবং রঘুনাথগঞ্জের দুটি হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছিল। মঙ্গলবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত ওই যুবকের পরিবার সূত্রে জানা গেছে- গত প্রায় সাত দিনের বেশি সময় ধরে জ্বরে ভুগছিলেন সোহেল রানা। এরপর চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি বেসরকারি ল্যাবে তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। রক্ত পরীক্ষাতে ডেঙ্গু ধরা পড়ার পর সোহেল রানাকে সুতির মহেশাইল গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

মৃতের যুবকের পরিবারের এক সদস্য বলেন- হাসপাতালে ভর্তি থাকার সময় প্রথম দু'দিন সোহেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তারপরই হঠাৎই তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা জঙ্গিপুরে রেফার করে দেয়। এরপর সোহেলের পরিবার তাঁকে রঘুনাথগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

হাসপাতাল সূত্রে জানা গেছে- অত্যন্ত খারাপ অবস্থায় সোহেলকে সেখানে আনা হয়েছিল। গতকাল চিকিৎসা চলাকালীন সেখানেই মৃত্যু হয় উনিশ বছরের ওই যুবকের।

সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বদরুল হক বলেন, 'মধ্য-চাচন্ড গ্রামে যে এলাকায় মৃত এই যুবকের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত। ইতিমধ্যেই গোটা বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে এবং পঞ্চায়েতের তরফ থেকে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। আমরা এলাকার বাসিন্দাদেরকে অনুরোধ করছি যাতে কোথাও জল না জমে সেই বিষয়টি সুনিশ্চিত করতে এবং এলাকা পরিষ্কার রাখতে। সকলকে মশারি টাঙিয়ে রাতের বেলায় ঘুমানোর জন্যও বলা হচ্ছে।'


MurshidabadDengue

নানান খবর

নানান খবর

লেডিস স্পেশালে পুরুষদের কামরা ভাগ করে দিল রেল, কোন কোন কোচে ওঠা যাবে জেনে নিন

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

জাফরাবাদে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে শাসক দল তৃণমূল, সন্তানদের পড়ানোর দায়িত্ব নিলেন দুই সাংসদ

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া