রবিবার ০৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ আগস্ট ২০২৪ ১৫ : ৪৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল বাংলাদেশ। আর এবার অন্য এক কোটা ঘিরে বিতর্ক তৈরি হল মুর্শিদাবাদে। গৃহ নির্মাণ প্রকল্পে'র ‘কোটা’ দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ। অভিযোগ, মুর্শিদাবাদ জেলা পরিষদের বেশিরভাগ সদস্যকে অন্ধকারে রেখে সদস্যদের জন্য গৃহ নির্মাণের কোটা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, ৭৮ আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলা পরিষদে বিরোধী দলের সদস্যদের জন্য এই প্রকল্পে কোনও কোটা বরাদ্দ করা হয়নি বলেও অভিযোগ। কোটা বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে সমাজ মাধ্যমে সরব হয়েছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাধিপতি শাহনাজ বেগম।।
আবার, এই প্রকল্পেই বিধায়কদের কোটা বরাদ্দ করার ক্ষেত্রে প্রশাসনের তরফে ‘বৈষম্য’ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদ জেলা পরিষদের এক তৃণমূল সদস্য জানান, ‘জেলা পরিষদের সদস্যদের জন্য এই প্রকল্পে ঘর বরাদ্দ করার কোটা নিয়ে সভাধিপতি কোনও সাধারণ বৈঠক ডাকেননি’। এই ঘটনার পরেই সমাজমাধ্যমে গোটা বিষয়টি নিয়ে সরব হন তৃণমূল সদস্যা শাহনাজ বেগম। সমাজমাধ্যমে তিনি দাবি তোলেন জেলা পরিষদকে এই প্রকল্পে মোট কত বাড়ি দেওয়া হয়েছে তা প্রকাশ্যে জানানো হোক। তাঁর বক্তব্য, ‘জেলা পরিষদে বা ওই গ্রূপে আমাদের কথা বলার জায়গা নেই। গতকাল বাধ্য হয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তোলার পর মঙ্গলবার সকালে হঠাৎই আমরা দেখতে পাই জেলা পরিষদ সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রূপে নতুন একটি মেসেজ করে জানানো হয়েছে সদস্যদের জন্য গৃহ নির্মাণ 'কোটা' ৭ থেকে বাড়িয়ে ১০ করা হচ্ছে। নোটিশ দেওয়া হচ্ছে অথচ সেখানো কোনও স্বাক্ষর নেই।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘আমি শুনেছি এই প্রকল্পে বিধায়কদের বিভিন্ন সংখ্যায় গৃহ নির্মাণের 'কোটা' দেওয়া হচ্ছে। আমাকে ৩০ টি ঘরের 'কোটা' দেওয়া হয়েছে। এই 'কোটা' কে ঠিক করেছে ,কিভাবে হচ্ছে, কিছুই জানিনা। 'কোটা' বরাদ্দ করার ক্ষেত্রে বৈষম্য থাকলে বিধায়কদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হতে পারে’। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে ফোন করা হলেও তিনি উত্তর দেননি। তবে জেলা পরিষদের সহ-সভাপতি আতিবুর রহমান জানান, ‘জেলা পরিষদের জন্য মোট কত ঘর বরাদ্দ হয়েছে তা আমার জানা নেই। আমাকে এই সংক্রান্ত কোনও বৈঠকে ডাকাও হয়নি। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আমি জানি না’।
নানান খবর

নানান খবর

দুঃসাহসিকভাবে পরপর গণ্ডার হত্যা, এবার চোরা শিকারিদের কিংপিনকে কড়া সাজা আলিপুরদুয়ার আদালতের

হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব

রাম নবমীকে কেন্দ্র করে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে একাধিক সতর্কতা

বিলের মাঝে দুই নৌকার সংঘর্ষ, তলিয়ে গেল ছাত্রীরা, তারপর?

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট