সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৭ নভেম্বর ২০২৩ ০৫ : ৩৭
ব্যাটম্যান। না, এই ব্যাটম্যান মার্কিন কমিকসের সুপারহিরো নন। ইনি শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির ব্যাটম্যান। শুধু ক্রিকেটের দুই মহারথী নয়, মুম্বই ক্রিকেট সার্কিটে তিনি এই নামেই পরিচিত। ধোবি তালায় মেট্রো সিনেমা হলের কাছে এম আশরাফ ব্রাদার্সের মালিক আসলাম চৌধুরী। তাঁর বৈশিষ্ট্য? তিনি শচীন তেন্ডুলকর, বিরাট কোহলির ব্যাট মেরামত করেন। ব্যাটে কিছু হলেই তাঁর ডাক পড়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে। সেখানে দুই মহাতারকার সঙ্গে সাক্ষাৎ হয়। কিন্তু কোনওদিন তাঁর দোকানে আসেননি শচীন বা কোহলি। তবে তাঁদের ব্যক্তিগত অনুষ্ঠানে ডাক পান মুম্বইয়ের "ব্যাটম্যান।" দশ বছর আগে ক্রিকেট ছাড়ার পর একটি বিদায়ী পার্টি দিয়েছিলেন শচীন। সেখানে আমন্ত্রিত ছিলেন আসলাম। দোকানে মাস্টার ব্লাস্টারের সঙ্গে ছবিও আছে। কোভিডে হাসপাতালে ভর্তি থাকাকালীন ফোনে খবর নেন বিরাট। তবে মানুষ হিসেবে শচীনকে এগিয়ে রাখলেন। বিশ্ব ক্রিকেটের দুই মহারথীর সঙ্গে এমন সম্পর্ক থাকা সত্ত্বেও ওয়াংখেড়েতে কোহলির ক্রিকেট ঈশ্বরের রেকর্ড ভাঙার ম্যাচে যাননি আসলাম, ওরফে ব্যাটম্যান। টিকিট পাননি, এমন নয়। কিন্তু যাওয়ার সাহস পাননি। কারণ দু"জনের যে তাঁর প্রিয়। দু"জনের সঙ্গেই যে নিবিড় সম্পর্ক। তাই বিরাটের একশোর হাফ সেঞ্চুরির দিন জয়ও যেমন তাঁর, হারও তাঁরই।