বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Income Tax On Lottery: লটারি জিতে যে আয় কোনও ব্যক্তি করেন, তাতেও দিতে হয় ট্যাক্স!

বাণিজ্য | Income Tax On Lottery: এক কোটি টাকা লটারি জিতলে ট্যাক্স দিতেই চলে যাবে লক্ষ লক্ষ টাকা, বাড়ি নিয়ে যাবেন কত? জানেন পরিমাণ?

Riya Patra | ০২ আগস্ট ২০২৪ ১১ : ৪৮Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: লটারি জিতে যে আয় কোনও ব্যক্তি করেন, তাতেও দিতে হয় ট্যাক্স! যদিও এ দেশে স্বল্প আয় যাঁদের, তাঁদের কর দেওয়ার বিষয়ে কিছু ছাড় রয়েছে। তবে ওয়াকিবহাল মহল বলে, এ দেশে কোনও আয়ই আদতে আয়কর মুক্ত নয়। আর লটারি জিতে একজনকে যে পরিমাণ কর দিতে হয়, তা শুনলে চোখ কপালে উঠে আপনারও। 


এ দেশের আয়করের নিয়ম বলছে, লটারি কিংবা কোনও প্রতিযোগিতায় অর্থ জিতলে, তার উপর কর চাপে, এবং সেটা বড় অঙ্কের। তথ্য বলছে, আয়করের নিয়ম অনুযায়ী, যে পরিমাণ টাকা আপনি জিতছেন, তার ৩০ শতাংশ ফ্ল্যাট আপনাকে কর দিতে হবে এবং এর কোনও মৌলিক ছাড়ের সীমা নেই।



অর্থাৎ কোনও ব্যক্তি লটারিতে ১ কোটি টাকা জিতলে, তাঁকে ৩০ শতাংশ অর্থাৎ একেবারে ৩০ লক্ষ টাকা কর দিতে হবে। যদি কেউ ১ লক্ষ টাকা যেতেন, তাহলে কর দিতে হবে ৩০ হাজার। অর্থাৎ কেউ ১ কোটি লটারি জিতলে বাড়ি নিয়ে যেতে পারবেন কেবল ৭০ লক্ষ।


#Income Tax on Lottery# Lottery Prize Amount# Tax Amount# India Tax#



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...


সোশ্যাল মিডিয়া



08 24