মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: রহমান বিদ্রোহী কবিকে চেনেন না? বাঙালি গায়কেরাই বা বিকৃত গান গাইলেন কী করে: খিলখিল কাজী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ নভেম্বর ২০২৩ ১৮ : ০৯


‘‘রহমান কি কাজী নজরুল ইসলামকে জানেন না? তাঁর গান কোনও দিন শোনেননি? না শুনে থাকলে ইউটিউবে তো শুনে নিতে পারতেন! এখন তো অজানাকে জানার অনেক উপায় রয়েছে’’, প্রতিটি শব্দের মধ্যে দিয়ে রাগ-ক্ষোভ-ঘৃণা গলগলিয়ে বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার, কলকাতায় প্রেস ক্লাবে নজরুলগীতি ‘কারার ওই লৌহ কপাট’-এর বিকৃতি নিয়ে এভাবেই তীব্র প্রতিবাদ জানালেন ‘বিদ্রোহী কবি’র নাতনি খিলখিল কাজী। রাজা কৃষ্ণ মেননের ‘পিপ্পা’ ছবিতে এ আর রহমান স্বদেশপ্রেমের গানটির সুর আমূল বদলে দিয়েছেন। এবং অবলীলায় সেই গান গেয়েছেন একদল বাঙালি গায়ক-গায়িকা। খিলখিল কাজীর তাই নিয়েও তীব্র অভিযোগ। আজকাল ডট ইনের মুখোমুখি হয়ে তিনি সপাট প্রশ্ন ছুঁড়েছেন, ‘‘যাঁরা গেয়েছেন তাঁরা তো বাঙালি, তাঁরাও কি কবিকে জানেন না? কী করে এমন গানটা গাইলেন? নাকি, রহমানের সুরে গাওয়ার সুযোগ পেতেই তাঁরা বর্তে গিয়েছেন! তাই যা দেওয়া হয়েছে তাই গেয়ে দিয়েছেন?’’ একই সঙ্গে প্রকাশ্যে বিদ্রোহী কবির পারিবারিক কাজিয়া! সে সম্পর্ক কথা উঠতেই কবির নাতনির আক্ষেপ, ‘‘এই দিন দেখতে হবে, আশা করিনি। আমি এই বিষয়ে কোনও কথা বলব না।’’

গত দু’সপ্তাহ ধরে এই একটি বিষয় নিয়ে তোলপাড় দুই বাংলা। ওপার বাংলার জাতীয় কবি তিনি। সেখানে ক্ষোভে ফেটে পড়েছেন প্রত্যেকে। দাবি, এমন বিকৃত গান সরিয়ে দিতে হবে। সেই আর্জি নিয়েই তিনি শহর কলকাতায় পা রাখেন। সঙ্গী ভাই কাজী অরিন্দম, ভাইয়ের বৌ সুতপা ভৌমিক, ভাইপো-ভাইঝি অনুরাগ-অভীপ্সা। তাঁরা যৌথ ভাবে জানান, দাদা অনির্বাণ কাজী মোটা টাকায় গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন বলিউডের রায় কাপুর প্রযোজনা সংস্থার কাছে। কবির পুত্রবধূ কল্যাণী কাজীকে শিখণ্ডি খাড়া করে। দিদি-ভাই উভয়েরই অভিযোগ, তাঁদের মা কল্যাণী কাজী তখন ৮৬ বছরের। তিনি বুঝেই উঠতে পারেননি কী থেকে কী হয়ে গেল। এও জানান, এর আগে মহম্মদ রফি, অনুরাধা পাড়ওয়াল, অনুপ জালোটা অজস্র রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন। কিন্তু তাঁরা গানে কোনও বিকৃতি ঘটাননি। তাই হয়তো কল্যাণী কাজী ভেবেছিলেন, অস্কারজয়ী সুরকারও তেমনই কিছু করতে চলেছেন। 




দাদা অনির্বাণের বিরুদ্ধে কবির পুরস্কার বিক্রির চেষ্টার অভিযোগও জানান তাঁরা। প্রশ্ন তোলেন, বাংলাদেশের মতো কলকাতায় কেন নজরুল বিষয়ক কোনও প্রতিষ্ঠান নেই? খিলখিল কাজীর আক্ষেপ, এর আগে এপার বাংলার বহু শিল্পীও কবির শেষ বয়সের বহু গান, গানের সুর নিজের বলে চালিয়েছেন। নজরুল সংরক্ষণশালা থাকলে হয়তো এসব হতে পারত না। কাজী পরিবার তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছেন, সরকার অবিলম্বে যেন নজরুল বিষয়ক প্রতিষ্ঠান এবং কবির রচনা সংরক্ষণের ব্যবস্থা করে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে বড় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। কবির পরিবার কি এ আর রহমানের সঙ্গে সরাসরি কথা বলবেন? আজকাল ডট ইনের এই প্রশ্নের জবাবে খিলখিল কাজী বলেন, ‘‘রহমান আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই করতাম।’’ বিষয়টি বন্ধ করতে খুব শিগগিরিই আইনি পদক্ষেপ নেবেন তাঁরা। একই সঙ্গে চান, ছবি থেকে গানটি যেন বাদ দেওয়া হয়।

 


 







বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



11 23