রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
HEMRAJ ALI | ১৬ নভেম্বর ২০২৩ ১৩ : ৪৬
স্বামীর খোঁজে ভারতে এসে গ্রেপ্তার মা সহ ছেলে। ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ছেলে সহ এক পাকিস্তানি মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ধৃত মহিলার নাম শায়েস্তা হানিফ। ছেলের নাম মহম্মদ আরিয়ান। ধৃতরা পাকিস্তানের করাচির বাসিন্দা। বুধবার নেপালের কাকরভিটা থেকে ভারতে প্রবেশের সময় এসএসবি জওয়ানদের সহেন্দ হয়। পরে তাদের আটক করা হয়। ধৃতদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট ও পরিচয় পত্র উদ্ধার হয়েছে। তাদের কাছে ভারতে ঢোকার কোনও ভিসা ছিল না।