বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Vikram Chaterjee: ছবি মুক্তি পেতেই গুরু পূর্ণিমায় তর্পণ 'সূর্য'র, প্রকাশ্যে বিক্রম চট্টোপাধ্যায়ের গঙ্গাস্নানের ছবি

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে | Editor: শ্যামশ্রী সাহা ২১ জুলাই ২০২৪ ১৭ : ২১Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: শিলাদিত্য মৌলিকের পরিচালনায় বিক্রম চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, দর্শনা বণিক অভিনীত 'সূর্য' মুক্তির পরেই হাউসফুল তকমা পাচ্ছে।

গুরু পূর্ণিমার পূণ্য লগ্নে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা গেল গঙ্গা স্নান করে সূর্য দেবতাকে অঞ্জলি দিলেন তিনি। করলেন তর্পণও। এ যেন ভগবানের প্রতি তাঁর এক পবিত্র অঙ্গিকার। আজকাল ডট ইন-এ প্রকাশ্যে সেই ছবি।

দর্শককে ধন্যবাদজ্ঞাপন ও ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপনই ছিল তাঁর এই উদ্যোগের কারণ। এর আগে বৃদ্ধাশ্রমে ছবির প্রচারে গিয়েছিলেন তিনি। বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করেছিলেন বড়পর্দায় 'সূর্য'র পথচলা।

এমনকী ট্রেলার মুক্তি পাওয়ার পর অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল বিক্রম, দর্শনা এবং শিলাদিত্যকে।