রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: ‘আলোচনায় বসা উচিত সরকারের’, বাংলাদেশ নিয়ে মত কবীর সুমনের

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জুলাই ২০২৪ ১৮ : ৪৪Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। চাকরিতে সংরক্ষণের বিরোধিতা করে রাস্তায় নামা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ভয়াবহ রূপ উঠে আসছে সমাজমাধ্যমের পাতায়। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ গোটা দেশে আন্দোলনকারীদের হটাতে ব্যাপক লাঠি, গুলি, কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু ছাত্র। দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেও বন্ধ রয়েছে সে দেশের মেট্রো পরিষেবা। সংরক্ষণ বিরোধী ছাত্র-যুবদের ‘সর্বাত্মক অবরোধ’-এর ডাকে চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে পথে নেমেছে ছাত্ররা!

এবার আন্দোলনরত ছাত্রদের পাশে দাঁড়ালেন প্রখ্যাত শিল্পী কবীর সুমন। আজকাল ডট ইন-কে তিনি বললেন, “আমি ভারতের নাগরিক এবং বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ আমার কাছে একটি বিশেষ আবেগের জায়গা যেই জায়গায় ভারতবর্ষ কিন্তু নেই! ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার ২২ বছর বয়স। সেই সময়ে থেকেই বাংলাদেশের সঙ্গে আমি একাত্ম। এতটাই যে ওই সময়ে আমি এবং আমার দাদা আনন্দরূপ পরিকল্পনা করেছিলাম বাংলাদেশের নাগরিকত্ব চাইব কারণ সেই দেশের ভাষা আমার মাতৃভাষা। 

অনেকেই জানেন না ১৯৯৬ সালে আমি প্রথম সেদেশে যাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘর কর্তৃপক্ষের আমন্ত্রণে। পাঁচটি সঙ্গীত অনুষ্ঠান করেছিলাম বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাদুঘরের তহবিলের জন্য টাকা তুলতে। ১৯৯৮ সালে আরও একটি সফর। সেটির কারণও এক। এত কথা বললাম এটা বোঝাতে, এতটাই আমার কাছের পদ্মাপরের দেশ। এবারে আসি আন্দোলনের প্রসঙ্গে। দেখুন, বাংলাদেশের সরকার কেমন সে বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। কিন্তু সংরক্ষণ নিয়ে যে বিরোধিতা করছেন ছাত্রছাত্রীরা, তাঁদের সঙ্গে একবার আলোচনায় বসা উচিত ছিল শেখ হাসিনার সরকারের। কিন্তু তাঁরা বসলেন না। আমার মনে হয়, এটা ঠিক হল না। আন্দোলনরত যুবক-যুবতীরা ঠিক,বেঠিক..তাঁদের কথায় যুক্তি থাকুক কিংবা না থাকুক, তাঁদের সঙ্গে আলোচনায় বসা উচিত ছিল সরকারের”।  

সামান্য থেমে বর্ষীয়ান শিল্পী ফের বলা শুরু করেন, “যৌবন যদি আবেগের আতিশয্য না দেখায় তো কে দেখাবে? ওঁরা ছটফট করবে না তো কে করবে, আমি, ৭৫-এর কবীর সুমন? কবি সুকান্ত লিখেছিলেন, ‘এই পৃথিবীর বুকে আঠেরো নেমে আসুক...’ বলতে চাইছি, যৌবন আর প্রেম কখনও শান্ত আর সংযমী হয় না। আর তা যদি হয় তাহলে সেটা যৌবনও নয়, প্রেমও নয়! অন্য কিছু হিসেবনিকেশ। বাংলাদেশের নবীনের দল তাঁদের যৌবনের বশবর্তী হয়ে তাঁরা যা করছেন কারও হয়তো তা বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু এটাই যদি না হয় তাহলে আর কিসের যৌবন? অতএব দায়িত্ব সবসময় বয়স্কদের, মুরুব্বিদের। সেখানকার অভিজ্ঞরা কী করছিলেন? আর যতটুকু সমাজমাধ্যমের পর্দায় দেখেছি যথেষ্ট শালীন ভাষায় নিজেদের বক্তব্য রাখছেন আন্দোলনরত যুবক-যুবতীরা। একটা কথা বলি, একটি ছবি রয়েছে, নাম ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’। সেখানে একটি যুবককে আদালতে পেশ করা হয়েছে তাঁর বাবাকে খুনের অভিযোগে। জুরিদের তরফে বলা হল যদি কারও কোনও এতোটুকুও 'রিজনবেল ডাউট' থাকে তাহলে বলতে পারেন। ১১জন জুরি জানালেন দোষী, শুধু একজন বলে উঠলেন, ‘আমি বলছি না উনি নির্দোষ, তবে কথা বলা যেতে পারে। এবং কথা বলা হল। শেষমেশ দেখা গেল যুবকটি নির্দোষ'। এটা আমারও কথা! কথা হোক। সরকারের তরফে কথা বলা উচিত ছিল। এখনও কথা বলা হোক আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে। যৌবনের পতাকাধারীদের কথা তো ভাবতেই হবে। যৌবনকে কিন্তু বুঝে নিতে হবে”। 

বর্ষীয়ান শিল্পী আরও বললেন, “বাংলাদেশের লেখক, শিল্পী, খেলোয়াড়, বুদ্ধিজীবীরা তাঁরা অন্তত এগিয়ে আসতে পারতেন। পথে নেমে থামানোর অনুরোধ করতেন সংঘর্ষ। কিন্তু কেউ এগিয়ে এলেন না। আমাকে অবাক করেছে এই ঘটনাও। বাংলাদেশের পরিণতমনস্কতা নিয়ে কিন্তু কোনও কথা হবে না। একটা কথা এখানে বলা উচিত, ১৩ বছর পর ধুতি-পাঞ্জাবি পরে বাংলাদেশের মঞ্চে গান গাইতে উঠেছিলাম। উঠে কিন্তু দু’হাত জড়ো করে নমস্কার করেছিলাম। সালাম করিনি। সবাই জানেন, আমি ধর্মান্তরিত মুসলিম। তা দেখে কোনও দর্শক বিস্ময়সূচক শব্দ প্রকাশ করেননি। এই নিয়ে নিয়ে ওখানকার কোনও পত্রিকায় তির্যক কথা লেখা হয়নি। এতটাই শুভবুদ্ধিসম্পন্ন তাঁরা। পরিণতবোধ অত্যন্ত উন্নত। তা সত্বেও কেন এটা হল, এটা ভেবে অবাক হচ্ছি। যন্ত্রণাও হচ্ছে”। 

বক্তব্যের শেষে আন্দোলনরত যুবদের উদ্দেশ্যে জোর গলায় কবীর সুমন বলে উঠলেন, “আমি সম্পূর্ণভাবে আন্দোলনের পক্ষে! তাঁরা যেন তাঁদের পথে থাকে। যা হওয়ার হবে! কিছুতেই যেন হাল না ছাড়েন! আন্দোলনরত যুবক আবু সৈয়দের বুক টিপ করে গুলি চালাল পুলিশ, এটা কী হচ্ছে? এটা কী! তবে সঙ্গে এটাও বলব, হিংসায় কিচ্ছু হয় না। আমার দৃঢ় বিশ্বাস,অহিংসাই একমাত্র পথ। আন্দোলনরত আমার সন্তানপ্রতিম নবীন-নবীনাদের বলব, তাঁরা যেন অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র না তোলেন। পাশাপাশি নিজের পথও যেন না ছাড়েন!”




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'নিম ফুলের মধু'তে নতুন নায়ক অনিন্দ্য! কোন চমক আসছে গল্পের নতুন মোড়ে?...

বলি নায়িকাকে সরিয়ে নিজের জায়গা পাকা করলেন অদ্রিজা! 'অনুপমা'য় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?...

'তোতলার জন্য গান গাস'- শাহরুখের ছবিতে কন্ঠ দেওয়ার জন্য কেন এ কথা শুনতে হয়েছিল অভিজিৎকে? ১৭ বছর মুখ খুললেন গায...

হলুদ ট্যাক্সি চেপে কফি হাউজে সোনু সুদ! ঘুরলেন তিলোত্তমার অলিগলি, কলকাতায় ঝটিকা সফরে এসে আর কী করলেন অভিনেতা? ...

কোনওকিছুকে ভয় পান না সলমন! কেন বললেন অর্জুন? দক্ষিণী ছবিতে ডেবিউ সোহেল খানের ...

বউ নিয়ে টানাটানি! 'দেবা-গৌরব'-এর সামনে ফাঁস 'আঁখি-ঝিলিক'-এর আসল পরিচয়, কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে...

দেশে বিদেশে সময়টা ভাল যাচ্ছে না কোহলির, এবার পেলেন আইনি নোটিশ, হাতে মাত্র একসপ্তাহ সময়...

হানি সিংকে কষিয়ে চড় মারেন শাহরুখ! সত্যি কি তাই? অবশেষে মুখ খুললেন গায়ক...

শ্রীদেবীর প্রেমে পড়েন বাবা বনি কাপুর, মানতে পারেননি ১০ বছরের অর্জুন! মানসিক অস্থিরতায় কী করেছিলেন অভিনেতা? ...

‘বেলাশেষে’, ‘প্রাক্তন’র পর ফের নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় অপরাজিতা আঢ্য! কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী? ...

আল্লুকে জোর টক্কর বরুণ ধাওয়ানের! ‘বেবি জন’র ঝড়ে কোন বিপদের মুখে পড়তে চলেছে ‘পুষ্পা’?...

সোনু সুদের মধ্যে অমিতাভের প্রতিচ্ছবি দেখেন ঐশ্বর্য! 'বিগ বি'র সঙ্গে নিজের তুলনা টেনে কী বললেন অভিনেতা?...

মুক্তির প্রথমদিনেই হল উপচে পড়ছে দর্শকের ভিড়ে, আদতেও 'খাদান' দেখবেন সৌমিতৃষা! কী বললেন দেবের 'প্রধান...

ফের দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটিতে 'টি-সিরিজ'-এর অধিকর্তা ভূষণ কুমার, মুখ্য চরিত্রে থাকছেন কোন অভিনেতা?...

বলিউডকে বয়কট অনুষ্কার? বিরাটের কোচের ইঙ্গিতের পর বিটাউনে জোর চর্চা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24