শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৪ ১৮ : ৫৩Pallabi Ghosh
সমীর ধর, আগরতলা: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করে বাড়ি ফিরেই নৃশংসভাবে খুন হলেন সিপিএমের দক্ষিণ জেলা পরিষদ প্রার্থী, দলের বিলোনিয়া বিভাগীয় কমিটির নেতা বাদল শীল। অভিযোগ, শাসক দল বিজেপি সমর্থক দুষ্কৃতীরা ঠান্ডা মাথায় তাঁকে কুপিয়ে মৃত ভেবে চোত্তাখলা বাজারে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। গভীর রাতে অর্ধমৃত অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে এনে ভেন্টিলেশনে রাখা হলেও শনিবার দুপুরেই মৃত্যু হয় তাঁর। বাদল শীল হত্যার প্রতিবাদে রবিবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধ ডেকেছে রাজ্য বামফ্রন্ট কমিটি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার হাসপাতালে সাংবাদিকদের বলেন, কাপুরুষ বিজেপি জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬১ শতাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। লোকসভা নির্বাচনে কী করে ওরা ৭১ শতাংশ ভোট পেয়েছে সবাই জানেন। শুক্রবার বিলোনিয়ার রাজনগর ব্লকে বামেদের দেড়শো প্রার্থীকে নিয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে আক্রান্ত ও আহত হন সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য সুধন দাস সমেত ১৫-২০ জন কর্মী। তাঁদের মধ্যে বাদলবাবুও ছিলেন। তিনি আগেই বিলোনিয়াতে জেলাশাসকের অফিসে গিয়ে দক্ষিণ জেলা পরিষদের ৪ নম্বর আসনে মনোনয়ন দাখিল করেছিলেন। রাজনগরে হামলার ভিডিওতে স্পষ্ট, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা দেখেছে। আক্রান্ত বাম নেতা কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বাড়ি ফিরে দোকানে ওষুধ আনতে গিয়ে খুন হন ছাঁটাই হওয়া ১০ হাজারের ৩২৩ শিক্ষকের একজন বাদল।
এদিকে, শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কমলপুর ও দুর্গাচৌমুহনি ব্লকে মনোনয়ন ঘিরে দলের শতাধিক নেতা কর্মীর আহত হওয়া সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা বর্ণনা করে জানান, মোট ৩৫টি ব্লকের ২৩টিতেই মনোনয়ন দিতে গিয়ে বিরোধীরা আক্রান্ত হয়েছেন। ব্লকে পুলিশ থাকলেও সেখানে যাওয়ার সব পথ আটকে রাখছে সশস্ত্র বিজেপি দুষ্কৃতীরা। ১১ জুলাই শুরু থেকেই মনোনয়ন দাখিল পর্ব ব্যাপক হিংসার সাক্ষী। উদয়পুরে কংগ্রেস অফিসে আগুন দেওয়া হয়েছে। বিশালগড়ে কংগ্রেস নেতা টিটু আহমেদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সিপিআইএমএল নেতা পার্থ কর্মকার আক্রান্ত হয়েছেন।
জিতেন আরও বলেন, দিনদুপুরে রাজ্যে অন্ধকার নামিয়ে এনেছে বিজেপি। গণতন্ত্রে ওদের একবিন্দু বিশ্বাস নেই। ২০১৯ সালে তিন স্তর পঞ্চায়েতে ৯৪ শতাংশ আসনে আর কোনও প্রার্থীকে ওরা দাঁড়াতে দেয়নি। আবার একটা কলঙ্কিত অধ্যায় রচনা করতে চাইছে ওরা। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরীর সঙ্গে দেখা করে জিতেন্দ্র, নারায়ণ কর, মানিক দে, রাধাচরণ দেববর্মারা এদিন ২৫ জুলাই অবধি মনোনয়ন পেশের সুযোগ দাবি করেছেন।
এদিকে, বিজেপি দল এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি। বিভিন্ন স্থানে টিকিট নিয়ে দলের ভেথরে মারপিট চলছে বলেও খবর। অন্যদিকে, বিরোধী পার্টি অফিস ও নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, মনোনয়ন পেশে বাধা, পুলিশের সামনেই লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ ও রক্তাক্ত করা-সহ মনোনয়নপত্র ছিনতাইয়ের প্রচুর ভিডিওতে সামাজিক মাধ্যম ছেয়ে যাচ্ছে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রয়াত মনমোহন সিং: ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা কেন্দ্রের...
‘দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন’, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদি-মমতার...
'পথপ্রদর্শককে হারালাম', শোকবার্তা রাহুলের, মনমোহনের সাহসকে কুর্নিশ প্রিয়াঙ্কার...
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর কালকে কি ছুটি দেশজুড়ে? উত্তর খুঁজছে নেটপাড়া...
দেশের উদার অর্থনীতির জনক ডঃ মনমোহনকে মনে রাখবে ভারতীয় রাজনীতি...
পুরোনো রাগের জের, ভরা বাজারে বোনের সামনে পরপর কোপ দাদাকে, রক্তারক্তি কাণ্ড...
'গন্তব্যে পৌঁছে দেব', লিফটের টোপ দিয়েই ডাকাতি-ছিনতাই, দেড় বছরে ১১জনকে খুন করেছে যুবক...
চালক নিয়ন্ত্রণ হারাতেই নৈনিতালে গাড়ি পড়ল খাদে, ছুটির দিন বদলে গেল শেষ দিনে...
তাঁর জন্যই এতবড় সিদ্ধান্ত, শেষে স্বামীর স্বেচ্ছাবসরের দিনই মৃত্যু স্ত্রীর...
ছয়বার বিয়ে, প্রতিবারই স্বামীর গয়না-নগদ হাতিয়ে উধাও মহিলা! সপ্তমবারে ধরা পড়তেই কুকীর্তি ফাঁস ...
আজব কাণ্ড, মাতৃত্বকালীন ছুটি পেলেন সরকারি স্কুলের এক শিক্ষক! ...
দিল্লির সেনা এলাকা থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকার দেহ! ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের...
৩০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মর্মান্তিক পরিণতি জওয়ানদের...
পুরু বরফের চাদরে ঢাকল হিমাচল প্রদেশ, মৃত ৪, ভারী তুষারপাতে বন্ধ ৩৫০ রাস্তা...
ধর্ষিতা-অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা করতে হবে, যুগান্তকারী নির্দেশ দিল্লি হাইকোর্টের ...