রবিবার ১৫ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: রাজনৈতিকভাবে এই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ, উদযাপন ২১ জুলাই, জানালেন মমতা

Pallabi Ghosh | ১৩ জুলাই ২০২৪ ১৮ : ০৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: চারে চার। লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজ্যে চারটি বিধানসভার উপনির্বাচনের ফলাফলে ফের উড়েছে ঘাসফুল-এর পতাকা। যাকে সাধারণ জয় নয় বলেই মনে করছেন তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, 'রাজনৈতিকভাবে এই উপনির্বাচনের যথেষ্টই গুরুত্ব আছে। চারটের মধ্যে তিনটি বিধানসভাই ছিল বিজেপির দখলে। আমরা চারটেতেই জিতেছি।' শনিবার বিকেলে মুম্বাই থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে একথা বলেন তিনি।

যে চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে তার মধ্যে একমাত্র মানিকতলা ছিল তৃণমূলের দখলে। বাকি বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট-এর আসন ছিল বিজেপির দখলে। এমনকী সদ্য হওয়া লোকসভা নির্বাচনেও এখানকার ফল গেরুয়া শিবিরের অনুকূলেই যায়। কিন্তু শনিবারের ফলাফল ঘোষণার পর দেখা যায় এই তিনটি আসনেই বিধানসভা নির্বাচনে লোকে আস্থা রেখেছেন ঘাসফুল শিবিরের প্রতি।

জয় নিয়ে বলতে গিয়ে এদিন তৃণমূল নেত্রী জানান, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধীকারী দুজনেই বিজেপির হয়ে এর আগে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন। এবার জিতে তাঁরা তৃণমূলের বিধায়ক হলেন। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি, দু'জনেই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপির কাছে হেরে যান। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে লড়েছিলেন। বিশ্বজিৎ দাশ লড়েছিলেন বনগাঁ লোকসভা থেকে। তৃণমূল ছেড়ে এর আগে বিশ্বজিৎ ২০২১ সালে বাগদা বিধানসভা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরে তিনি আবার তৃণমূলে ফিরে আসেন।

এদিন মমতা জানিয়েছেন, তিনি বিশ্বজিৎকে এই উপনির্বাচনে লড়ার কথা বলাতে বিশ্বজিৎ বলেছিলেন, তিনি আগামীদিনে লড়বেন। এরপর দল মধুপর্ণা ঠাকুরকে প্রতিদ্বন্দ্বিতা করানোর সিদ্ধান্ত নেয় এবং নির্বাচনে জিতে মধুপর্ণা এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক।

গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণে এদিন তৃণমূল নেত্রী জানান, এই মুহূর্তে দেশের রাজনৈতিক ঝোঁক বিজেপির দিকে নয়। যেটা লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছে। বরং ঝোঁকটা এখন আইএনডিআইএ বা ইন্ডিয়া জোটের দিকে বলে তিনি মনে করেন। শনিবারের এই জয়কে রাজ্যবাসীকে উৎসর্গ করে মমতা জানান, লোকসভা ও এই উপনির্বাচনের জয় উদযাপন করা হবে আগামী ২১ জুলাই।




বিশেষ খবর

নানান খবর

National Engineers' Day 2024 #HappyEngineersDay #HappyEngineers #EngineersDay #aajkaalonline

নানান খবর

একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন বনগাঁর একাধিক ওয়ার্ড, ইছামতি নদী সংস্কারের দাবি স্থানীয়দের ...

মণ্ডপ জুড়ে থাকবে মনীষীদের বাণী, রঘুনাথগঞ্জের চৈতক ক্লাবের পুজোয় এবারেও বিশেষ চমক ...

মালদায় সাতসকালে বোমাবাজি, নিহত কংগ্রেস নেতা

পারদ ৩০ ডিগ্রির নীচে, মুষলধারে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গ, আরও বৃষ্টির আশঙ্কা! ...

প্রণাম #aajkaalonline #BengaliNovelist #BengaliStory_Teller #patherdabi

ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন, হাড়হিম ঘটনা বীরভূমে...

শুরু হল আজকাল প্রোপার্টি ফেয়ার, প্রথম দিনেই অপ্রত্যাশিত সাড়া...

আজ থেকে হাওড়া-তারকেশ্বর এবং আরামবাগ শাখায় বন্ধ থাকছে ৮টি লোকাল ট্রেন ...

জনসাধারণকে উৎসবে, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান তৃণমূল সাংসদ রচনার ...

শীঘ্রই আসছে...

জেলা লোকশিল্পী সম্মেলন হল হুগলিতে

মুর্শিদাবাদে কংগ্রেসের বড় ধাক্কা, হাতছাড়া রাণীনগর-২ পঞ্চায়েত সমিতি...

পুজোর মুখে ধেয়ে আসছে ঝড়, হতে পারে বন্যা পরিস্থিতি! শিয়রে সর্বনাশ...

আধিকারিকরা কোথায়? দীর্ঘক্ষণ অফিসে বসেও দেখা পেলেন না মহকুমা শাসক ...

আর হবে না যানজট, সাধারণ মানুষকে চিন্তামুক্ত করে পুরুলিয়ায় এবার নয়া বাস টার্মিনাস করবে রাজ্য...

বাড়ির বউয়ের পরকীয়া ধরতে ধূপগুড়িতে চলল সিনেমা, অবাক হয়ে গেলেন স্থানীয়রা...

এ বার মনোজ মিত্রের অভিনীত চরিত্রে মঞ্চে তৃণমূল বিধায়ক ? 'আবার বাঞ্ছা' নাটকে এ বার দেখা যাবে নারায়ণ গোস্বামীকে...

ফ্ল্যাট বা বাড়ি কিনতে আগ্রহী? স্বপ্নপূরণ করতে চলে আসুন এই মেলায়...

টাইফুন ইয়াগির শেষ শক্তি নিয়ে লেজের ঝাপট দক্ষিণবঙ্গে, দোসর গভীর নিম্নচাপ, তছনছ হবে বাংলা ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24