বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ জুন ২০২৪ ১৪ : ১৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। তবে এরপরও ভোটার উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বর্ধিত হতে পারে। গত মাসে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এর ফলে নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে মধ্যপ্রাচ্যের দেশটি।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুগত চার প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যদিও নির্বাচনের ফলে ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই, তবে ভোটের ফলাফলটি সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। মূলত রাজনৈতিক ও সামাজিক নানা বিধিনিষেধের কারণে গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।
জানা গেছে, ইরানের ভোটগ্রহণে ব্যালটগুলো যেহেতু ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী দু’দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শীঘ্রই সামনে আসতে পারে। যদি কোনও প্রার্থী শূন্য ভোটসহ প্রদত্ত সমস্ত ব্যালট থেকে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে না জিততে পারেন, তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ফের রান–অফ রাউন্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে তিনজন কট্টরপন্থী এবং একজন তুলনামূলক মধ্যপন্থী। মধ্যপন্থী ওই প্রার্থীকে সংস্কারবাদী দল সমর্থন করছে।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মূলত ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া, ইরানের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা।
গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, শুক্রবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল ইরানের গার্ডিয়ান কাউন্সিল। এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচার চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে পরে ওই ছয় প্রার্থীর দু’জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ান। এর ফলে এবারের নির্বাচনের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এই চার প্রার্থী হলেন–মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।
উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির সংবিধান অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে পরবর্তী ৫০ দিনের মধ্যেই। ফলে দলগুলো নিজেদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য খুবই কম সময় পায়।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
হামাস–ইজরায়েল সবুজ সঙ্কেত দিতেই ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি, কৃতিত্বের দাবি ট্রাম্পের...
আদানি থেকে সেবি, বিস্ফোরক দাবিতে তোলপাড় হয়েছিল বিশ্ব, এবার বন্ধ হচ্ছে হিন্ডেনবার্গ রিসার্চ...
'দিদিরা ফর্সা, আমি এত কালো কেন!', ডিএনএ পরীক্ষা করালেন বৃদ্ধা, পরীক্ষার রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ ...
কেটে গিয়েছে ৭ মাস, আর কত অপেক্ষা
সন্তানের মুণ্ডু সেদ্ধ করে খেলেন মা, হাড়হিম ঘটনায় শিউরে উঠল পুলিশ ...
শিন চ্যানের আসল বাড়ি রয়েছে এই পৃথিবীতেই, কেন তৈরি করা হয়েছে এই বাড়ি...
দাঁতে যন্ত্রণা, চোয়াল ফোলা! পরীক্ষা করাতেই রিপোর্ট দেখে আঁতকে উঠলেন বৃদ্ধ...
পরনে শুধু অন্তর্বাস, মেট্রোয় স্বল্পবসনা তরুণীদের কীর্তিতে হতবাক সকলে, ভাইরাল ছবি ...
খারাপ স্মৃতি মুছতে চান, তাহলে এই থেরাপি কাজে লাগান ...
পৃথিবীর কোন দেশে সাপের দেখা মেলে না, আপনার কী জানা রয়েছে ...
সারাদিন বাড়িতে বসে রয়েছেন, কোন নেগেটিভ এনার্জিকে স্বাগত জানাচ্ছেন জানলে চমকে যাবেন ...
৩২ বছর একাকী দ্বীপে বসবাস, শহরে ফিরতেই মারা গেলেন এই যুগের ক্রুসো...
সিন্ধু নদে গুপ্তধন! পাকিস্তানে বিপুল স্বর্ণ ভাণ্ডারের হদিস, তাও মোড় ঘুরবে পাক অর্থনীতির?...
মন খারাপ, সঙ্গী প্রয়োজন? 'গার্লফ্রেন্ড' হতে প্রস্তুত আরিয়া! ভালোবাসবে-অভিমানও করবে...
বছরের শুরুতেই তীব্র ভূমিকম্প, ফের সুনামিতে তছনছ হতে পারে জাপান! কড়া সতর্কতার পর আতঙ্ক গোটা দেশে...
মানুষের মতো দাঁত বার করে আছে মাছ! রান্না করেতে গিয়ে এ কী হল মহিলার ...
বালিশের তলায় এই পাথর রাখলে অন্তঃসত্ত্বা হবেনই, হাতেনাতে মিলছে প্রমাণ! কোথায় পাওয়া যায়? ...