শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | Iran: ‌ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি

Rajat Bose | ২৮ জুন ২০২৪ ১৪ : ১৫Rajat Bose


‌আজকাল ওয়েবডেস্ক:‌ ইরানে শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন। নতুন প্রেসিডেন্টের খোঁজে ইরানে এদিন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। তবে এরপরও ভোটার উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বর্ধিত হতে পারে। গত মাসে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। এর ফলে নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে মধ্যপ্রাচ্যের দেশটি।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জনসাধারণের ক্রমবর্ধমান হতাশার এই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অনুগত চার প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 যদিও নির্বাচনের ফলে ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা নেই, তবে ভোটের ফলাফলটি সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর জনসাধারণের অসন্তোষের কারণে সৃষ্ট বৈধতা সংকট কাটিয়ে উঠতে ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। মূলত রাজনৈতিক ও সামাজিক নানা বিধিনিষেধের কারণে গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।
 জানা গেছে, ইরানের ভোটগ্রহণে ব্যালটগুলো যেহেতু ম্যানুয়ালি গণনা করা হয়, তাই চূড়ান্ত ফলাফল আগামী দু’‌দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যদিও ফলাফলের প্রাথমিক প্রবণতা বা প্রাথমিক পরিসংখ্যান শীঘ্রই সামনে আসতে পারে। যদি কোনও প্রার্থী শূন্য ভোটসহ প্রদত্ত সমস্ত ব্যালট থেকে কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে না জিততে পারেন, তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ফের রান–অফ রাউন্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে তিনজন কট্টরপন্থী এবং একজন তুলনামূলক মধ্যপন্থী। মধ্যপন্থী ওই প্রার্থীকে সংস্কারবাদী দল সমর্থন করছে।
 ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মূলত ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকেরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।  এছাড়া, ইরানের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটারেরা।
 গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ বলেছেন, শুক্রবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। প্রসঙ্গত, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ৮০ জনের রেকর্ড পর্যালোচনা করার পর সংবিধানের ১১৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ছয় জনকে যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল ইরানের গার্ডিয়ান কাউন্সিল। এরপর এই ছয় প্রার্থী ব্যাপক নির্বাচনী প্রচার চালান ও টেলিভিশন বিতর্কে অংশ নেন। তবে পরে ওই ছয় প্রার্থীর দু’জন অন্যদের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ান। এর ফলে এবারের নির্বাচনের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন। এই চার প্রার্থী হলেন–মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।
 উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটির সংবিধান অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন করতে হবে পরবর্তী ৫০ দিনের মধ্যেই। ফলে দলগুলো নিজেদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য খুবই কম সময় পায়। ‌




নানান খবর

নানান খবর

ভয় ধরাল বিলুপ্তপ্রায় ফসিল, জেগে উঠতে পারে সমুদ্রের প্রাচীন দানব

প্রবল বৈরিতার মাঝেই প্রথম সাক্ষাৎ মোদি এবং ইউনূসের, প্রকাশ্যে দুই রাষ্ট্রনেতার করমর্দনের ছবি

পৃথিবীতে কমছে পানীয় জলের ভাণ্ডার! হাতে আর কতদিন সময় আছে, বিরাট সতর্কবার্তা দিল ইউনেসকো

কবরের উপরেই উদ্দাম যৌনতায় মত্ত যুগল!‌ তারপর যা হল শুনলে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না 

যাত্রীদের সহ্যের সীমা পার, ৪০ ঘন্টার বেশি অতিক্রান্ত, এখনও তুরস্কের বিমানবন্দরে আটকে লন্ডন থেকে মুম্বইগামী বিমান

কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা! চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবার শুল্ক-বদলা ঘোষণা করল কানাডা

বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু এ দেশে নেই একজন মুসলমানেরও বাস! কোন দেশ জানুন...

'বাবাকে খেয়ে নিয়েছে আমার ছেলে', সন্তানের কীর্তিতে মাথায় হাত মহিলার

ট্রাম্পের নীতিতে শেয়ার বাজারে ধস! বাড়ছে সোনার দামও, বাজারের ইঙ্গিত কোন দিকে

গাজায় ইসরায়েলের নতুন নিরাপত্তা করিডোর, বিমান হামলায় নিহত ৪০ জনের বেশি

আশঙ্কার মাঝেই জোর কম্পন, বুধ সন্ধেয় কেঁপে উঠল জাপান

বাড়ি ফিরতেই উৎফুল্ল, আবেগঘন সুনিতা জড়িয়ে ধরলেন পোষ্যকে

ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন

বাজারে আসতে চলছে প্লাস্টিকের ‘যম’, আশার কথা শোনালেন গবেষকরা

কাটা হাত ভেবে খুনের মামলা দায়ের, আসলে ছিল 'আদর পুতুল'!

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া