বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জুন ২০২৪ ০৫ : ৫৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: আগামী ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শুটিং পর্ব সারলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কিছুদিন আগেই এই ছবির জন্য রেকি করতে দেখা গিয়েছিল পরিচালককে।
সেই সময় ছবির নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ জানা গেলেও, প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছবিটির শিরোনাম এখনও চূড়ান্ত হয়নি।
১২ জন তারকাকে নিয়ে ছবির ময়দানে নেমেছেন সৃজিত। থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়। আজকাল ডট ইন-এ প্রকাশিত হল ৬ চরিত্রের প্রথম ঝলক।