শুক্রবার ০৫ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Portugal-Georgia: ইউরোয় বড় অঘটন, পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় জর্জিয়া

Sampurna Chakraborty | ২৭ জুন ২০২৪ ০২ : ৫১


পর্তুগাল -

জর্জিয়া - (ভারাতস্কেলিয়া, মিকাউতাডজে-পেনাল্টি)

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বমঞ্চে নতুন ইতিহাস রচনা জর্জিয়ার। ঐতিহাসিক রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল জর্জিয়া। চলতি ইউরোয় সবচেয়ে বড় অঘটন। অবিশ্বাস্য জয়। মেজর টুর্নামেন্টে এই প্রথম ব়্যাঙ্কিংয়ে এত নীচে থাকা দল হারাল পর্তুগালকে। ম্যাচের দুই গোলদাতা ভারাতস্কেলিয়া এবং মিকাউতাডজে। গোলের নীচে অনবদ্য পারফরম্যান্স জর্জিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশিভিলির। একাধিক শট বাঁচিয়ে নব্বই মিনিট দুর্গ অক্ষত রাখেন তিনি। তবে এই রেজাল্ট গ্রুপ টেবিলে কোনও পরিবর্তন করবে না। হারলেও একনম্বর দল হিসেবেই শেষ ষোলোয় পর্তুগাল। দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টারে জর্জিয়া। অভিষেক বছরই নজির গড়ল তাঁরা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়েন জর্জিয়ার কোচ এবং ফুটবলাররা। নির্বাক দর্শক রোনাল্ডোরা। মাঠের মাঝে দাঁড়িয়েই বিপক্ষের উৎসব দেখলেন। গ্রুপ পর্ব শেষ হলেও এখনও প্রথম গোলের খোঁজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। ৬৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। কিন্তু গোলের খাতা খুলতে না পেরে বেশ কয়েকবার মেজাজ হারান। কার্ডও দেখেন। 

এদিন তুরস্ক, চেক এবং জর্জিয়ার শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ছিল। অন্যদিকে জোড়া জয়ে গ্রুপ শীর্ষে থেকে আগেই প্রি-কোয়ার্টারের ছাড়পত্র সংগ্রহ করে পর্তুগাল। এই ম্যাচের ওপর রোনাল্ডোদের ভাগ্য নির্ভর করছিল না। তাই পর্তুগাল দলে ন'টা পরিবর্তন করেন কোচ রবার্তো মার্টিনেজ। এদিন নতুন রেকর্ড রোনাল্ডোর। প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে ৫০তম ম্যাচ খেলার নজির গড়েন। ম্যাচের শুরুতেই পর্তুগালের রক্ষণের ভুলে এগিয়ে যায় জর্জিয়া। ২ মিনিটের মাথায় ব্যাক পাস করেন আন্তোনিয় সিলভা। বল ছিনিয়ে নিয়ে ভারাতস্কেলিয়াকে বাড়ান মিকাউতাডজে। বাঁ দিক থেকে কোনাকুনি শটে নিখুঁত ফিনিশ। দেশের জার্সিতে প্রথম গোল ভারাতস্কেলিয়ার। দুটো গোল হজম করার ক্ষেত্রেই ভিলেন আন্তোনিয় সিলভা পিছিয়ে পড়ার পর বিপক্ষকে চেপে ধরে পর্তুগাল। কনসেসাওকে কেন্দ্র করে পর্তুগালের আক্রমণ তৈরি হচ্ছিল। ম্যাচের ১৭ মিনিটে গোল পেতে পারতেন রোনাল্ডো।‌ কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে তাঁর জোরালো ফ্রিকিক বাঁচায় জর্জিয়ার গোলকিপার। তার মিনিট ছয়েক পর আবার সুযোগ পর্তুগালের। পাওলিনহার শট বাঁচায় জর্জিয়ার কিপার। ম্যাচের ২৯ মিনিটে রেফারির ওপর ক্ষোভ দেখিয়ে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো। বক্সের মধ্যে তাঁর জার্সি ধরে টানেন জর্জিয়ার ডিফেন্ডার। পেনাল্টির দাবি করেন রোনাল্ডো। কিন্তু তিনি বলের ধারেকাছে না থাকায় কর্ণপাত করেননি রেফারি। তাতেই ক্ষোভ প্রকাশ করেন পর্তুগালের অধিনায়ক। কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলে জর্জিয়া। ম্যাচের ৩৫ মিনিটে পাওলিনহার পাস থেকে রোনাল্ডোর শট প্রতিহত হয়। প্রথমার্ধের শেষে এক গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। বিরতির পরই রোনাল্ডোর গোল মিস। ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি পায় জর্জিয়া। এবারও আন্তনিয় সিলভার ভুলে। বক্সের মধ্যে লোচোশিভিলিকে ফাউল করেন। 'ভার' এর সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ম্যাচের ৫৭ মিনিটে ২-০ করেন মিকাউতাডজে। চলতি ইউরোতে তাঁর তৃতীয় গোল। এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচের ৬৫ মিনিটে রোনাল্ডোকে তুলে গনসালো রামোসকে নামান মার্টিনেজ। সিদ্ধান্ত পছন্দ হয়নি পর্তুগিজ তারকার। মাঠ থেকে বেরিয়েই বোতলে লাথি মারেন। কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবলে দ্বিতীয়ার্ধে গোলের জোড়া সুযোগ পায় জর্জিয়া। ম্যাচের ৭২ মিনিটে সামনে একা বিপক্ষের গোলকিপারকে পেয়েও বাইরে মারেন চাকভেতাডজে। ম্যাচের ৮৫ মিনিটে মিকাউতাডজের পাস থেকে সাইড নেটে মারেন ডাভিতাশিভিলি। জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক মোড়কে নিজেদের মুড়ে ফেলেনি জর্জিয়া। বরং গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করে। শেষদিকে তাঁদের সুযোগই বেশি ছিল। অনবদ্য জর্জিয়ার গোলকিপার। শেষ মিনিটে দুটো দুর্দান্ত সেভ করেন। 




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Indian Cricket Team: ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়া, মুম্বই জুড়ে উৎসবের মেজাজ...

Team India: ‌ট্রফি নিয়ে দেশে ফিরলেন রোহিতরা, বাঁধভাঙা উচ্ছ্বাস সমর্থকদের ...

India-Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান, ভারত সরকারের গ্রিন সিগন্যাল ছাড়াই তৈরি সূচি...

Team India: বিমানবন্দর থেকে হোটেল, রোহিতদের জন্য দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা...

India-Zimbabwe: ভারতীয় দলে সুযোগ পেয়ে উত্তেজিত, পাসপোর্ট, মোবাইল হারালেন রিয়ান পরাগ...

East Bengal: লাল হলুদে তৃতীয় ইনিংস, দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে দেবজিৎ ...

Team India: দিল্লিতে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, মুম্বইয়ে হুডখোলা বাসে রোড শো! রোহিতরা দেশে ফেরার পর ঠাসা কর্মসূচি...

Netherlands-Romania: জোড়া গোল সুপারসাব মালেনের, ১৬ বছর পর ইউরোর শেষ আটে ডাচরা...

India-Zimbabwe: অধিনায়ক শুভমন গিলকে ছাড়াই হারারেতে পাড়ি দিল ভারতীয় দল...

Mohun Bagan: ভবানীপুরের সঙ্গে ড্র, কলকাতা লিগের শুরুতেই আটকে গেল মোহনবাগান...

India-Zimbabwe: জিম্বাবোয়ে সিরিজে কেকেআরের বোলার হরষিত, সুযোগ পেলেন সাই-জিতেশও ...

Mohun Bagan: ইংলিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডকে সই করাল মোহনবাগান...

France-Belgium: সুযোগ নষ্টের বন্যা, কষ্টার্জিত জয়ে শেষ আটে ফ্রান্স...

Team India: ঘূর্ণিঝড়ের জেরে বার্বাডোজেই আটকে ভারতীয় দল, কবে ফিরবেন রোহিতরা?...

Rohit Sharma: রত্নগর্ভা পূর্ণিমা শর্মার ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল, কী লিখলেন রোহিতের মা? ...

Mohammedan: খিদিরপুরের সঙ্গে ড্র, হাফ ডজন গোলের পরের ম্যাচই আটকে গেল মহমেডান ...

Head Coach: ‌ভারতের পরবর্তী কোচ কে?‌ ইঙ্গিত দিলেন জয় শাহ ...

সোশ্যাল মিডিয়া