বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | উদ্বোধনের ৪ মাস পরেও নশিপুর ব্রিজ দিয়ে চালু হয়নি যাত্রীবাহী ট্রেন চলাচল, আন্দোলন শুরু

Pallabi Ghosh | ২৬ জুন ২০২৪ ১৪ : ০৩Pallabi Ghosh


আজকাল ওয়েবডে: উদ্বোধনের পর প্রায় চার মাস পার হয়ে গেলেও এখনও মুর্শিদাবাদ জেলাতে ভাগীরথী নদীর উপর নশিপুর রেল ব্রিজ দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। দ্রুত এই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরুর দাবিতে বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ স্টেশনের সামনে আন্দোলনে নেমেছে মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টেশনের কাছে আমরণ অনশন শুরু করেছেন সংগঠনের সদস্য ফরাজ আলি নামে এক ব্যক্তি।
প্রসঙ্গত - ২০০৪ সালের ডিসেম্বর মাসে নশিপুর রেল ব্রিজের শিলান্যাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। তবে পরবর্তী সময়ে আজিমগঞ্জের দিকে জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হওয়াতে দীর্ঘদিন এই ব্রিজের কাজ বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রেলের তরফ থেকে দ্রুত গতিতে জমি জট মিটিয়ে রেললাইন পাতার কাজ শেষ করা হয় এবং গত ২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি এই রেল ব্রিজের উদ্বোধন করেন।
তবে মার্চ মাসে রেল ব্রিজের উদ্বোধন হয়ে গেলেও জুন মাসের শেষ সপ্তাহে সব এই ব্রিজ দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করেনি। মুর্শিদাবাদের বহু মানুষের অভিযোগ- এই ব্রিজ তৈরি হওয়ার ফলে জেলাবাসীর কোনও লাভই হয়নি। প্রসঙ্গত- মুর্শিদাবাদের জেলার লালবাগ শহরের কাছে নশিপুর এলাকাতে এই ব্রিজ, শিয়ালদহ - লালগোলা শাখাকে আজিমগঞ্জ শাখার সাথে যুক্ত করেছে। এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার সময় বেশ কিছুটা কমবে বলে অনেকের ধারণা।
মুর্শিদাবাদ জেলা রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক শামসের খান বলেন, 'ব্রিজ উদ্বোধনের কয়েক মাস পার হয়ে গেল এখনও তার উপর দিয়ে কোনও যাত্রীবাহী ট্রেন চলছে না। কেবলমাত্র কিছু মালগাড়ি এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে। দ্রুত এই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর দাবিতে আজ থেকে আমরা আন্দোলনের শুরু করেছি। আমাদের সদস্য ফরাজ আলি আমরণ অনশন শুরু করেছেন।'
তিনি অভিযোগ করেন, 'আরপিএফ এবং রেলের আধিকারিকেরা আমাদেরকে মুর্শিদাবাদ চত্বরে স্টেশন চত্বরে আন্দোলন করার অনুমতি দিচ্ছে না। তাই এই গরমে আমরা রাস্তার ওপর ঠাঁই দাঁড়িয়ে আন্দোলন করছি।'
অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন নেই আন্দোলনকে 'ভন্ডামি' বলে দাবি করে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, 'রেলের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে জুলাই মাস থেকে ওই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীবাহী ট্রেন চলাচলের সবুজ সঙ্কেত দেওয়ার আগে মালগাড়ি চালিয়ে কর্তৃপক্ষ দেখে নিতে চাইছে, লাইন কোথাও বসে যাচ্ছে কিনা বা লাইনে কোনও অংশে ত্রুটি রয়েছে কিনা। যদি কোথাও ত্রুটি থাকে তা ঠিক করে নেওয়া হচ্ছে। যাত্রীদের সুরক্ষার সাথে রেল কোনও সমঝোতা করতে রাজি নয়।'
তিনি বলেন, 'আর মাত্র কয়েকদিন পরই এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। তাই দিনক্ষণ দেখে ওই সংগঠনের সদস্যরা এখন আন্দোলনে নেমেছে, যাতে তাঁরা প্রমাণ করতে পারেন তাদের আন্দোলনের ফলেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল। এটা মিথ্যাচার এবং সাধারন মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়।'




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

ইসরোর বিশাল পদক্ষেপ, তিন বছরের মধ্যে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৪, কত টাকা অনুমোদন করল মন্ত্রিসভা? ...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

দেশের শ্রেষ্ঠ পর্যটন গ্রামের শিরোপা ফের একবার মুর্শিদাবাদের দখলে...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



06 24