রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Loksabha: শপথ গ্রহণে উত্তপ্ত লোকসভা

Pallabi Ghosh | ২৫ জুন ২০২৪ ১৯ : ৪৯Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: শপথ গ্রহণের দ্বিতীয় দিনে স্লোগানে উত্তপ্ত হল লোকসভা। জয় বাংলা, জয় কালী, জয় জগন্নাথ থেকে শুরু করে দলনেতা, নেত্রী, রাজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে স্লোগান দিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর আজ শপথগ্রহণ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি শপথবাক্য পাঠ করতে উঠতেই তুমুল স্লোগান দিতে থাকেন তৃণমূল, সমাজবাদী পার্টি থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের সাংসদরা। ট্রেজারি বেঞ্চকে লক্ষ্য করে বিরোধীদের কটাক্ষ, "এথিক্স কমিটির চেয়ারম্যান কোথায় গেলেন, মহুয়া মৈত্র ফিরে এসেছেন।" ফৈজাবাদে জয়ী অবদেশ প্রসাদ শপথ নিতে উঠলে টেবিল চাপড়ে অভিনন্দন জানান বিরোধী সাংসদরা। হাতে সংবিধান নিয়ে শপথবাক্য পাঠ করেন রাহুল গান্ধী। সাংসদ হিসেবে শপথগ্রহণ করেছেন অভিষেক ব্যানার্জি।
তৃণমূলের তরফে আজ শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা, হাজি নুরুল ইসলাম এবং দেব। শপথ নেওয়ার পর দেবী কালীর স্ত্রোত্র পাঠ করেন তৃণমূলের লোকসভার মুখ্য সচেতক কল্যাণ ব্যানার্জি। একইসঙ্গে জয় জগন্নাথ স্লোগান দেন তিনি। পাল্টা ট্রেজারি বেঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান এবং জয় জগন্নাথ স্লোগান দেওয়া হয়। যে সমস্ত সাংসদ আজ শপথ নিতে পারলেন না বিভিন্ন কারণে, তাঁরা পরে শপথ নিতে পারবেন। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি, প্রবীণ সাংসদ সৌগত রায়, মালা রায়, কাকলি ঘোষদস্তিদার, প্রতিমা মণ্ডলদের পাশাপাশি রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ সহ নতুন সাংসদরাও শপথগ্রহণ করেন। রাজ্যের নামের সূচী অনুযায়ী, সবশেষে শপথগ্রহণ করেন বাংলার সাংসদরা। তৃণমূল সাংসদরা শপথবাক্য পাঠ করার পর জয় বাংলা স্লোগান দেন। কল্যাণ ব্যানার্জির শপথ গ্রহণের সময় খেলা হবে স্লোগান দেওয়া হয় বিরোধী বেঞ্চের তরফে।
কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সাংসদরা শপথবাক্য পাঠ করার পর জয় সংবিধান স্বোগান দেন। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ আরও বেশ কয়েকটি দলের সাংসদরা সংবিধান হাতে নিয়ে শপথপাক্য পাঠ করেন। ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ শপথবাক্য পাঠ করতে উঠলে বিরোধী বেঞ্চের সদস্যরা জয় শ্রীরাম স্লোগান দেন। প্রসঙ্গত, ফৈজাবাদ অর্থাৎ যে লোকসভা কেন্দ্রের আওতায় রাম জন্মভূমি রয়েছে সেখানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছেন তিনি। সপা অখিলেশ যাদব, ডিম্পল যাদব এদিন শপথ নিতে উঠলে তাঁদের টেবিল চাপড়ে অভিনন্দন জানায় ইন্ডিয়া শিবির।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মণিপুরের সাংসদের শপথগ্রহণ। সে রাজ্যের দুই সাংসদ শপথবাক্য পাঠ করতে উঠলে মণিপুর মণিপুর স্লোগান দিতে থাকে বিরোধী বেঞ্চ। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাঁদের সম্মান প্রদর্শন করেন রাহুল গান্ধী। শপথগ্রহণের জন্য আউটার মণিপুরের সাংসদ অ্যালফ্রেড কান্নগাম আর্থারের নাম ঘোষণা হতেই বিরোধী বেঞ্চ থেকে মণিপুর মণিপুর স্লোগান দেওয়া হয়। তিনি শপথ নেওয়ার পর বলেন, "মণিপুরকে ন্যায় দিন, দেশ বাঁচান।" ইনার মণিপুরের সাংসদ আনগোমচা বিমল আকোইজাম শপথ নিতে উঠলে মণিপুরের ন্যায় চাই, ন্যায় চাই স্লোগান ওঠে। তবে প্রতিবাদ, বিক্ষোভ, স্লোগান সভার রেকর্ড থেকে মুছে দেওয়া হয়েছে বলে জানান প্রোটেম স্পিকার ভর্তহরি মেহতাব।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

তামিলনাড়ুর মন্ত্রিসভায় রদবদল, উপমুখ্যমন্ত্রী হলেন স্ট্যালিন-পুত্র উদয়নিধি ...

বাড়ির সামনে মাটি খুঁড়তেই উদ্ধার কঙ্কাল, ৩০ বছর আগের হাড়হিম খুনের ঘটনা ফাঁস ...

ফুঁসছে তিস্তা, ধস নেমে বন্ধ যান চলাচল, বিপর্যস্ত সিকিমে আটকে বহু পর্যটক ...

কেরলে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ, উৎসবের আবহে বাড়ছে উদ্বেগ ...

ভারত থেকে গ্রেপ্তার বাংলাদেশি পর্ন তারকা! কী অভিযোগ উঠল?...

চালকের যৌন হেনস্থা, অধ্যক্ষের মারধর, ছাদ থেকে লাফ ছাত্রীর...

তিরুপতির পর এবার পুরী, কী নির্দেশিকা মন্দির কর্তৃপক্ষের? ...

ত্রিশূরে বড়সড় এটিএম ডাকাতি, মোট কত লক্ষ টাকা নিয়ে পালাল ডাকাতদল...

২০২৩-এর ভয়াবহতাকে ছাড়িয়ে গেল ২০২৪, জলে নেমে প্রাণ গেল ৩৭ শিশুর  ...

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ...

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট রয়েছে এসবিআই ব্যাঙ্কে, বিনিয়োগেই মিলবে সুফল...

হাতে চলে এল ‘অভেদ’, কতটা শক্তিশালী হল ভারতীয় সেনা ...

পাকিস্তানের তরুণীর প্রেমে হাবুডুবু, সীমান্ত পেরোতে গিয়ে যা হল যুবকের ...

বন্ধুদের সঙ্গে খেতে গিয়েছিল রেস্তোরাঁয়, গণধর্ষণের শিকার হয়ে বাড়ি ফিরল নাবালিকা ...

ভাল কাজের ফল, সংসদে দুটি স্থায়ী কমিটির চেয়ারম্যান হচ্ছেন দোলা সেন এবং কীর্তি আজাদ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24