শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | সংবিধান রক্ষায় বিক্ষোভ ইন্ডিয়া জোটের

Kaushik Roy | ১০ মে ২০২৪ ১৯ : ২৫Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই শাসক বিরোধী তরজার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ভারতীয় সংবিধান। আজ মূল কক্ষে যাওয়ার আগে হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল, কংগ্রেস, ডিএমকে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের আওতাভুক্ত দলগুলি। কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধানকে লঙ্ঘন করার অভিযোগে সরব হলেন ইন্ডিয়ার নেতারা। সংবিধান বাঁচাতে ইন্ডিয়া জোট তৎপর বলে বার্তা দেয় বিরোধীরা। অন্যদিকে, সভা শুরুর আগে সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি জরুরি অবস্থার কথা মনে করিয়ে কংগ্রেসকে খোঁচা দেন। প্রসঙ্গত, মঙ্গলবার ২৫ জুন জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি। তৃতীয় এনডিএ সরকার গঠন হলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। টিডিপি এবং জেডিইউয়ের ওপর ভরসা করেই ফের কূর্সিতে বসেছেন প্রধানমন্ত্রী মোদি। সোমবার সেই বিষয়টিই মনে করিয়ে দিল ইন্ডিয়া জোট। সংসদ ভবনে চত্ত্বরের যে জায়গায় আগে মহাত্মা গান্ধীর মূর্তি ছিল, সেখানে জমায়েত হন সাংসদরা। হাতে ছিল লাল মলাটের ভারতের সংবিধান। সংসদ ভবনের লনে গান্ধীজীকে স্মরণ করে সংবিধান বাঁচানোর পক্ষে স্লোগান দেন ইন্ডিয়ার নেতারা। সেখান থেকে বেশ কিছুটা এলাকা পদযাত্রা করার পর সভাকক্ষে যান সাংসদরা।

বিক্ষোভে যোগ দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি সহ বাকিরা, ডিএমকের টিআর বালু, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের নেতারা। হাতে সংবিধান নিয়ে তাঁরা স্লোগান দেন, "সংবিধান দীর্ঘজীবী হোক", "গণতন্ত্র রক্ষা করতে হবে।" রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আমরা সংবিধানের অমর্যাদা হতে দেব না। আমাদের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কোনও শক্তিই সংবিধানকে ছুঁতে পারবে না। আমরা সংবিধান রক্ষা করব।" সোনিয়া গান্ধী বলেন, "আজ আমরা নয়, বলবে ভারতের সংবিধান।" অখিলেশ যাদব বলেন, "দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার পক্ষে ভোট দেওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আচ্ছে দিনের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত। আমি আশাবাদী, যে আগামীদিনে দেশবাসীর সামনে ভাল দিন আসবে।" তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি বলেন, "আমাদের দায়িত্ব দেশের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানি বিধি চলে আসবে। তখন সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, জানি না। সরকার সবকিছু একতরফাভাবে করে নেয়। আমরা চাই দেশের সংবিধানের ভিত যেন মজুবত থাকে। ১৮তম লোকসভায় সংবিধানরক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সেই ব্যাপারে আমরা প্রথম দিন থেকেই সরকারকে দিশা দেখাতে চাই।"

প্রসঙ্গত, বাংলা, হিন্দি এবং ইংরাজি তিন ভাষাতেই সংবিধানের কপি ছিল সাংসদদের হাতে। এদিকে, প্রধানমন্ত্রী মোদি সংসদ ভবনের মূল কক্ষে প্রবেশের আগে বলেন, "২৫ জুন আমরা জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ করব। এই জরুরি অবস্থা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটি কালো দাগ।" তিনি আরও বলেন, "কীভাবে জরুরি অবস্থার সময় সংবিধানের অবমাননা করা হয়েছিল দেশের নতুন প্রজন্ম তা ভুলতে পারবেন না। কীভাবে গণতন্ত্র শেষ করে দিয়ে দেশকে একটি কারগারে পরিণত করা হয়েছিল তা নতুন প্রজন্মের মনে থাকবে। তার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের শপথ নিতে হবে যাতে এই দিন আর না আসে।" পাশাপাশি তিনি বলেন, "ভারতের প্রয়োজন দায়িত্ববান বিরোধী। মানুষের স্লোগান প্রয়োজন নেই, কাজ প্রয়োজন। সংসদে দেশের মানুষ আলোচনা, বিতর্ক চান, নাটক এবং বিশৃঙ্খলা নয়।" প্রধানমন্ত্রী মোদি সাংসদ হিসেবে শপথ গ্রহণ শুরু করলে বিরোধীরা সংবিধান তুলে ধরেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

একেই বলে প্রেম, প্রেমিকের ডাকে সাড়া দিতে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী তাতে চক্ষুচড়ক...

নিজের ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট করে নিন, নাহলে......

সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান, শুনছেন কটাক্ষ, বছরে কত টাকা বেতন পান লার্সেনের চেয়ারম্যান...

নিজে হাতে রেঁধে ভক্তদের বিলোচ্ছেন অকাতরে, এমন 'মিষ্টি আশীর্বাদে' মহাকুম্ভে এবার নজর কাড়ছেন রাবড়ি বাবা...

রাজধানীতে একাধিক স্কুলে হুমকি মেল, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত, বিস্তারিত জানলে ভিরমি খাবেন...

মানুষ এত নীচে নামতে পারে, টাকার মোহে স্ত্রীকে 'ধর্ষণে'র জন্য বন্ধুদের অনুমতি! সৌদিতে বসে সেই ভিডিও দেখতেন স্বা...

'হস্তক্ষেপের প্রয়োজন নেই', সমলিঙ্গে বিবাহের রায় পর্যালোচনার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট...

ভারতে প্রথম, চলতি মাসেই দেশের এই রাজ্যে কার্যকর হবে 'অভিন্ন দেওয়ানি বিধি' আইন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ...

একটি ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ১৯ বছর পুরনো খুনের মামলার কিনারা করল পুলিশ...

ছত্তিশগড়ে নির্মীয়মাণ কারখানায় চিমনি ভেঙে বীভৎস দুর্ঘটনা, মৃত অন্তত ৪, ধ্বংসস্তুপে আটকে বহু প্রাণহানির আশঙ্কা...

ভাইঝির বিয়ে মেনে নিতে পারেননি, যে পথ বেছে নিলেন ব্যক্তি, প্রাণ যেতে পারত বহু মানুষের...

হাজার হাজার মানুষ ছিলেন টিকিট বিলির লাইনে, তিরুপতিতে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬...

দেশে আরও বাড়ল আক্রান্তের সংখ্যা! এইচএমপিভি নিয়ে কী বলছে হু?...

বিলাসবহুল ট্রেনের মধ্যেই রয়েছে জিম-স্পা, চড়লেই মুহূর্তে বদলে যাবে ভারতীয় রেল সম্পর্কে আপনার ধারণা...

রেগে আগুন! যুবককে শুঁড়ে তুলে শূন্যে ছুড়ল হাতি, আতঙ্কে হুড়োহুড়িতে পদপিষ্ট বহু...



সোশ্যাল মিডিয়া



05 24