শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | সংবিধান রক্ষায় বিক্ষোভ ইন্ডিয়া জোটের

Kaushik Roy | ১০ মে ২০২৪ ১৯ : ২৫Kaushik Roy


বীরেন ভট্টাচার্য: সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই শাসক বিরোধী তরজার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ভারতীয় সংবিধান। আজ মূল কক্ষে যাওয়ার আগে হাতে সংবিধান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল, কংগ্রেস, ডিএমকে থেকে শুরু করে ইন্ডিয়া জোটের আওতাভুক্ত দলগুলি। কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে দেশের সংবিধানকে লঙ্ঘন করার অভিযোগে সরব হলেন ইন্ডিয়ার নেতারা। সংবিধান বাঁচাতে ইন্ডিয়া জোট তৎপর বলে বার্তা দেয় বিরোধীরা। অন্যদিকে, সভা শুরুর আগে সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি জরুরি অবস্থার কথা মনে করিয়ে কংগ্রেসকে খোঁচা দেন। প্রসঙ্গত, মঙ্গলবার ২৫ জুন জরুরি অবস্থা জারির ৫০ বছর পূর্তি। তৃতীয় এনডিএ সরকার গঠন হলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি বিজেপি। টিডিপি এবং জেডিইউয়ের ওপর ভরসা করেই ফের কূর্সিতে বসেছেন প্রধানমন্ত্রী মোদি। সোমবার সেই বিষয়টিই মনে করিয়ে দিল ইন্ডিয়া জোট। সংসদ ভবনে চত্ত্বরের যে জায়গায় আগে মহাত্মা গান্ধীর মূর্তি ছিল, সেখানে জমায়েত হন সাংসদরা। হাতে ছিল লাল মলাটের ভারতের সংবিধান। সংসদ ভবনের লনে গান্ধীজীকে স্মরণ করে সংবিধান বাঁচানোর পক্ষে স্লোগান দেন ইন্ডিয়ার নেতারা। সেখান থেকে বেশ কিছুটা এলাকা পদযাত্রা করার পর সভাকক্ষে যান সাংসদরা।

বিক্ষোভে যোগ দেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূলের সুদীপ ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি সহ বাকিরা, ডিএমকের টিআর বালু, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ ইন্ডিয়া জোটের নেতারা। হাতে সংবিধান নিয়ে তাঁরা স্লোগান দেন, "সংবিধান দীর্ঘজীবী হোক", "গণতন্ত্র রক্ষা করতে হবে।" রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আমরা সংবিধানের অমর্যাদা হতে দেব না। আমাদের বার্তা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং কোনও শক্তিই সংবিধানকে ছুঁতে পারবে না। আমরা সংবিধান রক্ষা করব।" সোনিয়া গান্ধী বলেন, "আজ আমরা নয়, বলবে ভারতের সংবিধান।" অখিলেশ যাদব বলেন, "দেশের গণতন্ত্র এবং সংবিধান রক্ষার পক্ষে ভোট দেওয়ায় আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আচ্ছে দিনের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত। আমি আশাবাদী, যে আগামীদিনে দেশবাসীর সামনে ভাল দিন আসবে।" তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জি বলেন, "আমাদের দায়িত্ব দেশের সংবিধান রক্ষা করা। অভিন্ন দেওয়ানি বিধি চলে আসবে। তখন সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা, জানি না। সরকার সবকিছু একতরফাভাবে করে নেয়। আমরা চাই দেশের সংবিধানের ভিত যেন মজুবত থাকে। ১৮তম লোকসভায় সংবিধানরক্ষা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। সেই ব্যাপারে আমরা প্রথম দিন থেকেই সরকারকে দিশা দেখাতে চাই।"

প্রসঙ্গত, বাংলা, হিন্দি এবং ইংরাজি তিন ভাষাতেই সংবিধানের কপি ছিল সাংসদদের হাতে। এদিকে, প্রধানমন্ত্রী মোদি সংসদ ভবনের মূল কক্ষে প্রবেশের আগে বলেন, "২৫ জুন আমরা জরুরি অবস্থার ৫০ বছর পূর্ণ করব। এই জরুরি অবস্থা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর একটি কালো দাগ।" তিনি আরও বলেন, "কীভাবে জরুরি অবস্থার সময় সংবিধানের অবমাননা করা হয়েছিল দেশের নতুন প্রজন্ম তা ভুলতে পারবেন না। কীভাবে গণতন্ত্র শেষ করে দিয়ে দেশকে একটি কারগারে পরিণত করা হয়েছিল তা নতুন প্রজন্মের মনে থাকবে। তার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আমাদের শপথ নিতে হবে যাতে এই দিন আর না আসে।" পাশাপাশি তিনি বলেন, "ভারতের প্রয়োজন দায়িত্ববান বিরোধী। মানুষের স্লোগান প্রয়োজন নেই, কাজ প্রয়োজন। সংসদে দেশের মানুষ আলোচনা, বিতর্ক চান, নাটক এবং বিশৃঙ্খলা নয়।" প্রধানমন্ত্রী মোদি সাংসদ হিসেবে শপথ গ্রহণ শুরু করলে বিরোধীরা সংবিধান তুলে ধরেন।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'আগের দিন বেশি কাজ করেছি', পরের দিন যা দাবি করলেন কর্মী, চক্ষু চড়কগাছ বস-এর...

দম্পতিকে অজ্ঞান করে ১ কোটি টাকার সোনা, নগদ টাকা নিয়ে চম্পট পরিচারিকার...

বন্ধ থাকবে নির্মাণ কাজ-রাস্তায় কমবে বাস, ধোঁয়াশা ঢাকা দিল্লিকে বাঁচাতে ৫ পরিকল্পনা...

আগামীকাল ব্যাঙ্কের কাজ রয়েছে? গুরু নানকের জন্মদিনে আপনার রাজ্যে ব্যাঙ্ক বন্ধ নেই তো? জানুন বিস্তারিত...

ছাত্র-ছাত্রীদের পদবি ধরে ডাকা যাবে না, একগুচ্ছ অভিনব নির্দেশিকা জারি শিশুদিবসে...

জল দিয়েই চলবে আস্ত একটা ট্রেন, নতুন দিশা দেখাবে ভারতীয় রেল...

মৃত্যুর পরেই হু-হু করে কমে গেল টাটার প্রিয় কোম্পানির কর্মীদের বেতন! পড়ল মাথায় হাত  ...

সম্পর্কে থাকলে চুমু খাওয়া অপরাধ নয়, আদালতে ওঠা মামলা নিয়ে মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের...

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট গ্রহণ শেষ, ভাগ্য পরীক্ষা ৪৩ আসনে, কত ভোট পড়ল পড়শি রাজ্যে...

হরিয়ানার এই মহিষের দাম ২৩ কোটি টাকা, কারণ জানলে অবাক হবেন...

মত্ত অবস্থায় বিয়ের পিঁড়িতে পাত্র, মন্ত্র উচ্চারণের বদলে গালিগালাজ! পাত্রীর কীর্তিতে গ্রামে শোরগোল ...

দীর্ঘসময় ধরে টয়লেটে বসে থাকেন, মারাত্বক ক্ষতির বার্তা দিলেন চিকিৎসকরা...

জুড়ে গেল এয়ার ইন্ডিয়া - ভিস্তারা, নতুন যুগের সূচনা ...

"আমাকে নিয়ন্ত্রণ করছে কম্পিউটার", এই আজব দাবি শুনে কী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত! ...

ভোটের প্রচারে মাথায় হাত মিঠুন চক্রবর্তীর, খোয়ালেন মানিব্যাগ ...

রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, পাহাড়ে বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি ৬ পড়ুয়ার ...

সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আরও ভাল খবর, পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র ...



সোশ্যাল মিডিয়া



05 24