শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | গঙ্গা চুক্তি পুনর্নবীকরণ সিদ্ধান্তের কঠোর সমালোচনা তৃণমূলের

Riya Patra | ২৩ জুন ২০২৪ ১৮ : ৫৮Riya Patra



বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠল তৃণমূল। আজ সকালে দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। যদিও দলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতি তাদের কোনও ক্ষোভ বা বিরোধিতা নেই। তবে রাজ্যের মানুষের সমস্যা তৈরি করার বিরুদ্ধে তৃণমূল প্রতিবাদ জানাবে। বিষয়টি নিয়ে সংসদেও সরব হবেন তৃণমূল সাংসদরা।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গঙ্গা জলচুক্তি হয়। বাংলাদেশকে ন্যূনতম জল সরবরাহ সহ মোট ৩০ বছরের গ্যারান্টির উল্লেখ করা হয় চুক্তিতে। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে বাংলাদেশকে ফারাক্কা ব্যারাজ থেকে জল পেতে হলে চুক্তি পুনর্বনীকরণ করতে হবে। গতকাল দিল্লির হায়দ্রাবাদ হাউসে দুই দেশের মধ্যে যে বিষয়গুলিতে আলোচনা হয়, তারমধ্যে ছিল গঙ্গা জল চুক্তি। দুই দেশের আলোচনায় এই চুক্তি পুনর্বনীকরণ করার সিদ্ধান্ত হয়। তারজন্য একটি টেকনিক্যাল কমিটি গঠন করবে দিল্লি। সেই কমিটি ঢাকায় গিয়ে সেদেশের কমিটির সঙ্গে আলোচনা করবে। তৃণমূলের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার বৈদেশিক চুক্তির ক্ষেত্রে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছে তৃণমূল।

দলের তরফে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, "গতকাল দিল্লিতে বৈঠকে মোদি-হাসিনা বৈঠকে ফরাক্কা-গঙ্গা চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা কি আমাদের রাজ্যে
বন্যা এবং অন্যান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি করবে না?" তৃণমূলের বক্তব্য, "আমাদের এই ব্যাপারে আগে জানানো হয়নি। এটা খুবই দুঃখজনক। আমরা এই বিষয়টির অংশীদার। এর আগের চুক্তি অনুযায়ী, আমাদের এখনও টাকা বকেয়া রাখা হয়েছে। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে রাখা হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। আমরা বহুবার এই বিষয়টি জানিয়েছি।" রাজ্যের শাসকদলের তরফে জারি করা বিবৃতিতে আরও বলা হয়েছে, "২০২৬ সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। গঙ্গা চুক্তির নিয়ম অনুযায়ী, পারষ্পরিক সমোঝাতার মাধ্যমে এই চুক্তি হওয়া উচিত। ২০১৭ সালে ফরাক্কা ব্যারাজ বন্ধ করে দেওয়ার দাবি করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কারণ, তাঁর দাবি ফরাক্কা ব্যারাজের কারণেই এই ব্যারাজ কোনও কাজে লাগে না এবং এরফলে প্রতি বছর বন্যা হয়। " প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় গঙ্গার তীরবর্তী এলাকায় ভূমিক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সেই চিঠিতে জানান, ফরাক্কা ব্যারাজ তৈরির পর থেকেই গঙ্গার তীরবর্তী এলাকায় ভাঙন বেড়েছে এবং তারফলে কৃষি এবং সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষতি হচ্ছে। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, "ভারতীয় সংবিধানের ২৫৩ ধারা অনুযায়ী, অন্যান্য দেশের সঙ্গে চুক্তি, সমঝোতা সংক্রান্ত বিষয়ে আইন তৈরির ক্ষমতা সংসদের। যদিও তিস্তা চুক্তিতে দেখা গিয়েছে, রাজ্য সরকার সহমত না হলে ভিন দেশের সঙ্গে জলচুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কতটা অপারগ হতে পারে। পরে কেন্দ্রীয় সরকার জানায়, রাজ্য সহমত না হলে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে না।"

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন এ ব্যাপারে বলেন, "বাংলার সঙ্গে কোনও আলোচনা না করে এই চুক্তি পুনর্নবীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এই চুক্তির অংশ। আমাদের আগের চুক্তির টাকাও মেটানো হয়নি। গঙ্গা নদীর সংস্কার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বন্যা এবং ভূমিক্ষয় বাড়ছে। এটা বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সোনারপুরের স্কুলে বোমাতঙ্ক, বম্ব স্কোয়াড শুরু করল তল্লাশি...

সকাল থেকেই শীতের শিরশিরানি, কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা জানুন ক্লিক করে ...

ফুটবলারের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য, তদন্তে পুলিশ...

দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...

বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......

ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...

শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...

দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...

নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির...

বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও ...

৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ...

বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের ...

বাড়ির কাছেই উন্মত্ত বাইসনের তাণ্ডব, মৃত্যু হল একজনের, আহত এক ...

সব সিভিক ভলান্টিয়ার 'সঞ্জয়' নয়, রক্ত দিয়ে প্রমাণ করলেন শোভন...

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হতেই মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি ...

বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, তোপ সাংসদ পার্থর...

লক্ষ্য সর্ষে চাষে স্বাবলম্বী হওয়া, মুর্শিদাবাদে শুরু বিশেষ প্রজাতির সর্ষে চাষ...

রাজ্য সরকারের আপত্তি, আপাতত হাতুড়ির বাড়ি নয় মন্দারমণির হোটেলে ...



সোশ্যাল মিডিয়া



06 24