রবিবার ২৭ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | Exclusive: ডব্লিউ সি বোনার্জির বাড়ি ভেঙে পড়ছে, উঠোনে জঙ্গল

Kaushik Roy | ২২ জুন ২০২৪ ১৮ : ০৮Kaushik Roy


কৌশিক রায়

৬৯এ, ডব্লিউ সি বোনার্জি স্ট্রিট, আজাদ হিন্দ বাগ, কলকাতা- ৭০০০০৬। ঠিকানাটা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। বিরাট এক প্রাসাদোপম বাড়ি, বর্তমানে যার পলেস্তারা খসে পড়েছে চারদিক থেকে। দাঁত বের করে হাসছে ইট। যেন উপহাস করে বলতে চাইছে, জানো এই বাড়ির ইতিহাস? কে থাকতেন, একদা এখানে কাদের পদধূলি পড়েছে? আজ হয়ত সময়ের পরিবর্তন হয়েছে। কালের থাবায় বাড়ি হয়েছে জরাজীর্ণ। কিন্তু পেছনে থেকে গেছে ইতিহাস, ঐতিহ্য। কারণ, এই বাড়িটাতেই একসময় বাস করতেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বোনার্জি। বর্তমানে তাঁর স্মৃতির লেশমাত্র নেই বললেই চলে। টিকে আছে শুধু বাড়িটাই। বাড়ির দরজার সামনে রয়েছে ফলক যাতে লেখা 'সিমলা হাউস। এখানে একসময় বাস করতেন বাংলার এক উজ্জ্বল সন্তান, বিখ্যাত আইনজীবী, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রয়াত ডব্লিউ সি বোনার্জি’। দরজা খুলে ভেতরে ঢুকলেই চোখে পড়বে জঙ্গল, ভেঙে পড়া দেওয়াল, খসে পড়া প্লাস্টার, বিরাট দুর্গামণ্ডপ, সারি সারি দরজা যার বেশিরভাগই বর্তমানে বন্ধ। বাড়ির নিচতলাটা একেবারেই বসবাসের অযোগ্য। অন্দরমহল এখন মূল বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে। বদলে গিয়েছে ঠিকানাও। তবে সেখানেও বাস করেন উমেশ চন্দ্র বোনার্জির আত্মীয়রাই। তাঁদের কেউই কথা বলতে রাজি হলেন না।



মূল বাড়ির ওপরের তলায় থাকেন গোটা বাড়ির একমাত্র বাসিন্দা ভারতী মুখোপাধ্যায়। উমেশ চন্দ্র বোনার্জি সম্পর্কে তাঁর শ্বশুরমশাইয়ের পূর্বপুরুষ। বর্তমানে ভারতীদেবীর বয়স ৭৩ বছর। কথা হল নিচে দাঁড়িয়েই। জানালেন, ‘গুনে দেখেছিলাম গোটা বাড়িতে ৫৪টা ঘর রয়েছে। তবে বেশিরভাগই এখন বসবাসের অযোগ্য। দোতলার কয়েকটা ঘর পরিষ্কার করে সেখানেই থাকি আমি’। ভারতী দেবীর দেখাশোনার জন্য একজন সেবিকা রয়েছেন। তিনিই সারাদিনের সঙ্গী। বাড়ির এই অবস্থা, প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানাননি? উত্তর এল, ‘আমার স্বামী জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। উনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি একাই পড়ে আছি। দুর্গামণ্ডপটা এক ডেকরেটার্স কোম্পানি কিছুদিনের জন্য ভাড়া নিয়েছিল তাদের মালপত্র রাখার জন্য। সেটাও বন্ধ হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেসও কোনওদিন খোঁজ নেয়নি’। উমেশ চন্দ্র বোনার্জির স্মৃতিতে বাড়ির পাশেই খোলা হয়েছে সিমলা অ্যাথলেটিক ক্লাব। ভারতী দেবী জানালেন, ‘ক্লাব যখন খোলা হয়েছিল তখন শুনেছিলাম পড়াশোনা হবে, স্কুল হবে। এখন কিছুই দেখতে পাইনা। পুজোর সময় চাঁদা চাইতে আসে। তবে বিপদে আপদে ছেলেগুলোকে পাশে পাই এটাই যা’। ১৮৮৫ সালে কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বোনার্জি। তাঁর ছোটবেলা কেটেছিল এই বাড়িতেই। বাড়ি ভেঙে পড়লেও যাতে বেহাত না হয়ে যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন পরিবারের বর্তমান সদস্যরা।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

সাত মাসেই 'অভয়'-কে পেল ভারতীয় নৌবাহিনী

নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক! কবে কবে ছুটি রয়েছে জানুন...

দুয়ারে কড়া নাড়ছে ধনতেরাস, তার আগে ফের সস্তা হল সোনা, কলকাতায় আজ সোনার দাম কত ...

কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল...

উৎসবের মরশুমে গোষ্ঠী কোন্দল লাগিয়ে অশান্তির চেষ্টা, মমতা বললেন, ভেস্তে দিতে হবে ষড়যন্ত্র...

রাতভর রইলেন নবান্নে, কোথায় কত ক্ষতি? দ্রুত রিপোর্ট চাইলেন মমতা ...

‘ডানা’র দাপটে জল জমল কলকাতায়, রাজ্যের কোন জেলার পরিস্থিতি কী?...

ডানার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল, তবে নেই চেনা ভিড় ...

ডানার গতি প্রকৃতির দিকে বিশেষ নজর রাখতে নবান্নে মমতা, কর্পোরেশনে ফিরহাদ, বিদ্যুৎ ভবনে থাকছেন অরূপ...

অতি শক্তিশালী ঘূর্নিঝড় হয়ে কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে ডানা, আগামী কয়েক ঘণ্টায় শহরে কী পূর্বাভাস?...

‘ডানা’র দাপটে তছনছের আশঙ্কা, বিপর্যস্তদের পাশে দাঁড়াতে পুজোর ব্যানার নিয়ে বড় পরিকল্পনা ...

কয়েকঘণ্টাতেই আছড়ে পড়বে ‘ডানা’, দুর্যোগের পরিস্থিতিতে বড় আপডেট মেট্রো পরিষেবার ...

বৃহস্পতিবার রাতভর নবান্নয় থাকবেন মুখ্যমন্ত্রী, ভয়ে না থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ মমতার...

ডানার আতঙ্কের মাঝেই ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়, টেরিটি বাজারে  দাউদাউ করে জ্বলছে দোকান...

ফুলে ফেঁপে উঠবে সাগর, হাওয়ার গতি ছোঁবে ১২০ কিমি, কোথায় আঘাত করবে ডানার চোখ? বলল আবহাওয়া দপ্তর    ...

বৃহস্পতি সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ডানা, কখন কোথায় আছড়ে পড়বে জানুন বিস্তারিত...

'ডানা'র ঝাপটে তছনছের আশঙ্কা, শ'য়ে শ'য়ে ট্রেন বাতিল, শিয়ালদহে কবে থেকে ট্রেন চলাচল বন্ধ? ...

মেট্রো লাইনে ঝাঁপ মহিলার, বন্ধ মেট্রো চলাচল, জট কাটতেই ফের চালু পরিষেবা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24