শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | Exclusive: ডব্লিউ সি বোনার্জির বাড়ি ভেঙে পড়ছে, উঠোনে জঙ্গল

Kaushik Roy | ২২ জুন ২০২৪ ১৮ : ০৮Kaushik Roy


কৌশিক রায়

৬৯এ, ডব্লিউ সি বোনার্জি স্ট্রিট, আজাদ হিন্দ বাগ, কলকাতা- ৭০০০০৬। ঠিকানাটা গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ। বিরাট এক প্রাসাদোপম বাড়ি, বর্তমানে যার পলেস্তারা খসে পড়েছে চারদিক থেকে। দাঁত বের করে হাসছে ইট। যেন উপহাস করে বলতে চাইছে, জানো এই বাড়ির ইতিহাস? কে থাকতেন, একদা এখানে কাদের পদধূলি পড়েছে? আজ হয়ত সময়ের পরিবর্তন হয়েছে। কালের থাবায় বাড়ি হয়েছে জরাজীর্ণ। কিন্তু পেছনে থেকে গেছে ইতিহাস, ঐতিহ্য। কারণ, এই বাড়িটাতেই একসময় বাস করতেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বোনার্জি। বর্তমানে তাঁর স্মৃতির লেশমাত্র নেই বললেই চলে। টিকে আছে শুধু বাড়িটাই। বাড়ির দরজার সামনে রয়েছে ফলক যাতে লেখা 'সিমলা হাউস। এখানে একসময় বাস করতেন বাংলার এক উজ্জ্বল সন্তান, বিখ্যাত আইনজীবী, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রয়াত ডব্লিউ সি বোনার্জি’। দরজা খুলে ভেতরে ঢুকলেই চোখে পড়বে জঙ্গল, ভেঙে পড়া দেওয়াল, খসে পড়া প্লাস্টার, বিরাট দুর্গামণ্ডপ, সারি সারি দরজা যার বেশিরভাগই বর্তমানে বন্ধ। বাড়ির নিচতলাটা একেবারেই বসবাসের অযোগ্য। অন্দরমহল এখন মূল বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছে। বদলে গিয়েছে ঠিকানাও। তবে সেখানেও বাস করেন উমেশ চন্দ্র বোনার্জির আত্মীয়রাই। তাঁদের কেউই কথা বলতে রাজি হলেন না।



মূল বাড়ির ওপরের তলায় থাকেন গোটা বাড়ির একমাত্র বাসিন্দা ভারতী মুখোপাধ্যায়। উমেশ চন্দ্র বোনার্জি সম্পর্কে তাঁর শ্বশুরমশাইয়ের পূর্বপুরুষ। বর্তমানে ভারতীদেবীর বয়স ৭৩ বছর। কথা হল নিচে দাঁড়িয়েই। জানালেন, ‘গুনে দেখেছিলাম গোটা বাড়িতে ৫৪টা ঘর রয়েছে। তবে বেশিরভাগই এখন বসবাসের অযোগ্য। দোতলার কয়েকটা ঘর পরিষ্কার করে সেখানেই থাকি আমি’। ভারতী দেবীর দেখাশোনার জন্য একজন সেবিকা রয়েছেন। তিনিই সারাদিনের সঙ্গী। বাড়ির এই অবস্থা, প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানাননি? উত্তর এল, ‘আমার স্বামী জানিয়েছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। উনি প্রায় দেড় বছর আগে মারা গেছেন। তারপর থেকে আমি একাই পড়ে আছি। দুর্গামণ্ডপটা এক ডেকরেটার্স কোম্পানি কিছুদিনের জন্য ভাড়া নিয়েছিল তাদের মালপত্র রাখার জন্য। সেটাও বন্ধ হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেসও কোনওদিন খোঁজ নেয়নি’। উমেশ চন্দ্র বোনার্জির স্মৃতিতে বাড়ির পাশেই খোলা হয়েছে সিমলা অ্যাথলেটিক ক্লাব। ভারতী দেবী জানালেন, ‘ক্লাব যখন খোলা হয়েছিল তখন শুনেছিলাম পড়াশোনা হবে, স্কুল হবে। এখন কিছুই দেখতে পাইনা। পুজোর সময় চাঁদা চাইতে আসে। তবে বিপদে আপদে ছেলেগুলোকে পাশে পাই এটাই যা’। ১৮৮৫ সালে কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন উমেশ চন্দ্র বোনার্জি। তাঁর ছোটবেলা কেটেছিল এই বাড়িতেই। বাড়ি ভেঙে পড়লেও যাতে বেহাত না হয়ে যায়, সেই চেষ্টাই করে যাচ্ছেন পরিবারের বর্তমান সদস্যরা।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শহর কলকাতায় বিলাসবহুল আতিথেয়তার এক নতুন ল্যান্ডমার্ক স্যুট বাই ও২...

পুজোয় কেনাকাটা করবেন! উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস...

সল্টলেকে পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ ...

Exclusive: 'এতটা অভিমানী হতাম না যদি....' সাসপেন্ড হওয়ার পর কী বললেন প্রান্তিক?...

স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহারের চেষ্টা, তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদ থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক...

এবার পুজোয় আসল ‘অসুর’, তুলকালাম বৃষ্টিতে মাটি হয়ে যাবে ঠাকুর দেখা...

চার দিনের বিরতি মাত্র, মহালয়া থেকে ফের ভারী দুর্যোগের শঙ্কা, তালিকায় আপনার জেলা আছে কিনা জানুন ...

আরজি করের ঘটনার আবহের মধ্যেই টালা থানায় নতুন ওসি, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ...

দ্রুত চালু করতে হবে রাত্তিরের সাথী অ্যাপ, না জানিয়ে পড়ুয়াদের সাসপেন্ড করার জন্য জেএনএম হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধ...

তিনদিনের ন্যাশনাল মিডিয়া কনক্লেভের সূচনা হল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে...

সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, বিরলতম ঘটনায় মৃত্যুদণ্ড দিল আদালত...

তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কোন কোন রাস্তা যানজটের জন্য এড়িয়ে যাবেন? ...

ধর্ষকদের যাঁরা মালা পরিয়েছেন, তাঁদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না, বিজেপিকে সাফ বার্তা জুনিয়র চিকিৎসকদের...

সকাল থেকে বৃষ্টিতে ভিজছে শহর, দিনভর কেমন থাকবে আবহাওয়া...

মহিলা সহকর্মীর বাথরুমে লুকিয়ে ভিডিও করল তারই সহকর্মী, গ্রেপ্তার ১...

অফিস ফেরত যাত্রীরা পড়লেন দুর্ভোগে, ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি...

পুজোয় আমার তোমার ছুটি, পুলিশের নয়, বিজ্ঞপ্তি জারি নবান্নর ...

পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, কবে থেকে মিলবে টিকিট?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24