শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ জুন ২০২৪ ১৯ : ৩০Riya Patra
বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: নিটে গ্রেস মার্কস পাওয়া ১৫৬৩ জন পরীক্ষার্থীর নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ গ্রেস মার্কস প্রত্যাহার করে নেওয়ার পর নতুন করে তাঁদের পরীক্ষা নেওয়ার কথা ২৩ জুন। শুধুমাত্র গ্রেস মার্ক পাওয়া পরীক্ষার্থীদের জন্য সেদিন পরীক্ষা হবে। যদিও সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চে মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন, নতুন করে পরীক্ষা গ্রহণ করা নিয়মের বিপরীত। যদিও অন্যান্য মামলাগুলির সঙ্গে এই মামলাটি যুক্ত করে আগামী ৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। পাশাপাশি নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কলকাতা, বম্বে এবং রাজস্থান হাইকোর্টের মামলায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতিরা বলেন, 'আমরা শুনানির ওপর স্থগিতাদেশ দিচ্ছি না।' প্রশ্নপত্র ফাঁস এবং বৈষম্যের অভিযোগ দায়ের করা মামলাকারীদের নোটিশ জারি করে আদালত মন্তব্য করে, স্পষ্টতই, ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্ভর করছে মামলাকারীদের চূড়ান্ত ফলের ওপর। এক আইনজীবীর তরফে মোট ৭২০ নম্বরের মধ্যে ফুল মার্কস পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁর দাবি, এই পরীক্ষায় ৬৮০ এর বেশি নম্বর পাওয়া সমস্ত পরীক্ষার্থীর অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যাচাই করা হোক। মেঘালয়ের একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ৪০ থেকে ৪৫ মিনিট সময় নষ্ট হওয়া, কিছু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নেই ভুল থাকা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকীদের একাংশ। পাশাপাশি গুজরাট এবং বিহারে প্রশ্নপত্র ফাঁস নিয়ে চলা তদন্তের অগ্রগতি সম্পর্কে রিপোর্ট চাওয়ার আবেদন করা হয়। আইনজীবী সমীর সোধি দাবি করেন, স্বাধীন কমিটি মারফৎ তদন্তের প্রয়োজন। তাঁর বক্তব্য, 'বর্তমানে ন্যাশনাল টেষ্টিং এজেন্সির দুটি কমিটি রয়েছে, একটি অভিযোগ সংক্রান্ত এবং অপরটি উচ্চ পর্যায়ের কমিটি।'তাঁর সওয়াল, যেহেতু উচ্চ পর্যায়ের কমিটির প্রধানই এনটিএ প্রধান পদে রয়েছেন, ফলে পৃথক একটি কমিটি মারফৎ তদন্তের প্রয়োজন। তিনি আদানি হিন্ডেনবার্গ মামলার উদাহরণ তুলে ধরেন। সেখানে সেবি এবং আদানি হিন্ডেনবার্গ নিয়ে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখিত বিষয়টি নিয়ে নোটিশ জারি করার ব্যাপারে সম্মত হয়েছে শীর্ষ আদালত।
এদিকে, বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দিনভর উত্তপ্ত রইল জাতীয় রাজনীতি। আজ দিল্লিতে দলের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে ইউজিসির নেট এবং মেডিক্যালে ভর্তির অভিন্ন প্রবেশিকা নিট পরীক্ষা নিয়ে যেভাবে অনিয়মের অভিযোগকে ব্যাপম কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন রাহুল। এত অনিয়ম এবং লক্ষাধিক পড়ুয়ার ভবিষ্যতের প্রশ্ন জড়িত বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। তিনি বলেন, 'সরকার নীরব কারণ, প্রধানমন্ত্রী অথর্ব হয়ে গিয়েছেন। এখন প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য হল লোকসভার স্পিকার নির্বাচন। সরকার এবং স্পিকার নিয়েই তিনি চিন্তিত। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং এভাবেই তাঁর সরকার টিকিয়ে রাখতে লড়াই করবেন। মোদিবাবুর সরকার চালানোর পদ্ধতি হল মানুষের প্রতি ভীতি তৈরি করা।' এরপরেই রাহুল গা্ন্ধী বলেন, "তবে এখন আর মানুষ তাঁকে ভয় পান না। মোদির মূল যে চিন্তাধারা, তা এই নির্বাচনে শেষ হয়ে গিয়েছে। এখানে বাজপেয়িজী অথবা মনমোহনজী থাকলে পারতেন। কারণ, তাঁদের মনে সম্মানবোধ, বিনয় রয়েছে। যদিও নরেন্দ্র মোদি এসবে ভয় পান না।" তিনি আরও বলেন, 'এটা জাতীয় সঙ্কট, অর্থনৈতিক সঙ্কট, শিক্ষাক্ষেত্রে সঙ্কট, এবং প্রাতিষ্ঠানিক সঙ্কট।' বিহারে প্রশ্নপত্র ফাঁস নিয়ে তদন্ত এবং দোষীদের শাস্তির নিদান দেন রাহুল গান্ধী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের বক্তব্য, 'দেশের পরীক্ষা পদ্ধতি ভেঙে পড়েছে। ব্যাপকহারে প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম হচ্ছে এবং তাতে জড়িত এনটিএ। ইজিসি নেট পরীক্ষাও বাতিল হয়েছে পরীক্ষার একদিন পরেই। আমাদের দেশের পড়ুয়াদের ভবিষ্যত ধ্বংস হয়ে গিয়েছে এবং এনডিএ সরকার তার দায় নিচ্ছে না। মোদি এই নির্বাচনে অপদস্থ হওয়ার পরেও শিক্ষা গ্রহণ করছেন না।'
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
এবার থেকে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে রূপ দেওয়া যাবে টেক্সটের, কীভাবে ব্যবহার করবেন?...
ভারত-কানাডার কূটনৈতিক উত্তেজনা চড়ছে, এরপর কী হবে...
কোন দেশে পাসপোর্ট বানাতে খরচ সবচেয়ে বেশি? ভারতেই বা খরচ কত? দেখুন হিসাব...
ধাক্কা সামলে ফের নজরে আদানি, রক্তক্ষরণ কাটিয়ে ঘুরে দাঁড়াল সেনসেক্সও...
বায়ুদূষণের মধ্যে নতুন রোগ ভয় ধরাচ্ছে দিল্লিতে, চিন্তিত চিকিৎসকরা...
নেপালের এই ব্যক্তি গাইতে পারেন ১৬০টি দেশের জাতীয় সঙ্গীত, শুনলে চমকে যেতে হবে...
সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে ওড়াল আদানি গ্রুপ, বিজেপি বলছে খামোখা মোদিকে বদনামের চেষ্টা...
একসঙ্গে ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র, আপনার অ্যাকাউন্ট বিপদে নেই তো? জানুন বিস্তারিত…...
আদিবাসী তরুণীর মুখে মানুষের মল ঢুকিয়ে হেনস্থা, মধ্যযুগীয় নির্মম অত্যাচারের সাক্ষী থাকল ওড়িশা ...
পিকনিকে হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি, ঘুরতে গিয়ে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার ...
ঝাড়খণ্ডে ফিরছেন হেমন্তই? নাকি বাজিমাত হিমন্তের কৌশলে? দু' দফার ভোট শেষে সমীক্ষা বলছে বড় কথা...
আগামী পাঁচ বছর মহারাষ্ট্র কার? ফিরছেন উদ্ধব? হাইভোল্টেজ ভোট শেষে বড় ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়...
দিল্লির মতোই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, রাজস্থানের জেলায় জেলায় আতঙ্ক, বড় সিদ্ধান্ত পড়ুয়াদের জন্য...
সিনেমাই এবার বাস্তবে, হারিয়ে যাওয়া বাবাকে কীভাবে খুঁজে পেলেন মেয়েরা শুনলে চমকে উঠবেন...
ভারতের সবথেকে ধীরগতির ট্রেন কোনটি, এই ট্রেনে চড়েছেন আপনিও...