সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: MOUMITA BASAK | লেখক: DEBKANTA JASH ১৯ জুন ২০২৪ ২১ : ৫৩Debkanta Jash
1. তীব্র তাপপ্রবাহে উত্তর ভারতে প্রাণহানির ঘটনা অব্যাহত। গত ৭২ ঘণ্টায় দিল্লিতে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় নয়ডায় মৃত্যু কমপক্ষে ১০ জনের। চিকিৎসাধীন ৩৬ জন।
২ভয়াবহ আকার নিয়েছে দিল্লির জল সংকট। দ্রুত সমস্যার সমাধান না হলে ২১ জুন থেকে অনির্দিষ্টকালীন অনশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন দিল্লির মন্ত্রী অতিশী।
৩. বিহারের রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়’এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন ক্যাম্পাসের একটি ফলক উন্মোচন করেন মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭টি দেশের রাষ্ট্রদূতরা।
৪. নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের পাশাপাশি নালন্দার ধ্বংসাবশেষ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী।২০১৬-য় নালন্দার ধ্বংসাবশেষকে ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে রাষ্ট্রসংঘ।
৫. ৫৪ বছরে পা দিলেন সাংসদ রাহুল গান্ধী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাহুলকে নিজের সেরা বন্ধু, গাইড ও পথপ্রদর্শক বলে অভিহিত করলেন প্রিয়াঙ্কা। খাড়্গেকে নিয়ে কেক কেটে জন্মদিন পালন রাহুলের।
6. কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনলাইন পোর্টালের মাধ্যমে সুবিধা পেতে চলেছে লক্ষ লক্ষ পড়ুয়ারা। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে গড়ে উঠল এই ধরনের পোর্টাল।
৭. ইডির তলবে হাজিরা। প্রায় ৫ ঘন্টা পর সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তর থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি পূর্ণ সহযোগিতা করেছি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। বললেন অভিনেত্রী।
৮. তীব্র গরমে দমবন্ধ পরিস্থিতি! দিল্লি বিমানবন্দরে এক ঘণ্টা বিনা এসিতেই বিমানের কেবিনে কাটালেন যাত্রীরা। অভিযোগ, ওই বেসরকারি বিমানে এসি চালু হয় উড়ানের সময়।
৯. নিট কেলেঙ্কারীর প্রতিবাদ সহ রেল সুরক্ষায় গাফিলতির অভিযোগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস নেতৃত্ব।
১০.রাতের মেট্রোয় আশানুরূপ ভিড় নেই। বন্ধ হচ্ছে রাত ১১টার মেট্রো পরিষেবা। ২৪ জুন থেকে শেষ মেট্রো চলবে রাত ১০টা ৪০ মিনিটে। খোলা থাকবে না টিকিট কাউন্টার। জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।