বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EIMPA: প্রেক্ষাগৃহে কমল ছবি দেখানোর খরচ, টিকিটের মূল্য কি কমবে? এসভিএফ কর্ণধারের কাছে খোলা চিঠিতে কী আবেদন জানালেন প্রযোজক রাণা সরকার?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জুন ২০২৪ ২০ : ৪৩[DELETED]Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় কমতে চলেছে প্রেক্ষাগৃহে ছবি দেখানোর খরচ। এবং তা এক ধাক্কায় অনেকটাই। টলিউডের হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’র উদ্যোগে কমল বাংলা ছবির ডিজিটাল প্রোজেকশন চার্জ। একটু বুঝিয়ে বলা যাক বিষয়টা। হিন্দি, মালয়লম সহ যেকোনও ভাষার ছবি বাংলার কোনও প্রেক্ষাগৃহে দেখাতে হলে খরচ পড়ত সাড়ে ৫ হাজার টাকার মতো। আর বাংলা ছবি দেখাতে গেলে এক ধাক্কায় সেই খরচ বেড়ে দাঁড়াত গিয়ে ৭ হাজার টাকা! সহজ কথায়, প্রেক্ষাগৃহে প্রজেক্টর ভাড়ার খরচের জন্যই বাড়ত ছবির খরচ। তা কতটা কমল বাংলা ছবি দেখানোর খরচ? ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বললেন, "এবার থেকে প্রেক্ষাগৃহে প্রতি বাংলা ছবি দেখানোর সাপ্তাহিক খরচ দাঁড়াবে ২,১০০ টাকা। তার উপর থাকবে জিএসটি। সেটিও খুব বেশি না"। পাশাপাশি পিয়া আরও যোগ করেন, " 'ইউএফও'-র সঙ্গে এই বিষয়ে অনেকদিন আলোচনা চলছিল আমাদের। এতদিনে তাদের তরফে সদুত্তর পেলাম। তবে এই বিষয়ে 'কিউব' কী করবে, তা আমি সত্যিই জানি না"।

প্রসঙ্গত, বাংলার বেশিরভাগ প্রেক্ষাগৃহে মূলত 'ইউএফও' ও 'কিউব' সংস্থার প্রজেক্টর চলে। জানিয়ে রাখা ভাল, 'কিউব' সংস্থাটি রয়েছে ছবি প্রযোজনা সংস্থা 'এসভিএফ'-এর অধীনে।
এবার এই প্রসঙ্গে 'এসভিএফ' সংস্থার দুই অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিকে সমাজমাধ্যমে খোলা চিঠি লিখলেন 'জাতিস্মর', 'চতুষ্কোণ' ছবি খ্যাত প্রযোজক রাণা সরকার। সেই চিঠিতে 'এসভিএফ'-এর কর্ণধারদের 'দাদা' ডেকে তিনি অনুরোধ করেছেন, যাতে 'কিউব'-এর তরফেও প্রেক্ষাগৃহে প্রোজেকশন চার্জ কমানো হয়। রাণার যুক্তি, 'ইউএফ'-ওর সংস্থার সমান সেই প্রজেকশন খরচ নেমে আসলে আখরে লাভ হবে বাংলা সিনেমার। কারণ বাংলার অধিকাংশ প্রেক্ষাগৃহে 'ইউএফ'-ওর তুলনায় অনেকটাই বেশি রয়েছে 'কিউব' সংস্থার প্রজেক্টর। এখানেই না থেমে রাণা আরও লেখেন, তাঁর বলতে কোনও দ্বিধা নেই বাংলা ছবিকে বহু দিন ধরে বাঁচিয়ে রাখার অন্যতম মূল কাণ্ডারি হল এফভিএফ। তাই বর্তমানে বাংলা ছবির এই দুঃসময়ে 'কিউব'-এর খরচ কমিয়ে সেই এসভিএফ কর্ণধাররা ফের একবার পাশে দাঁড়াবেন বলেই বিশ্বাস রাণার। চিঠির একেবারে শেষে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির উদ্দেশ্যে এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'ছোট প্রযোজক'-এর আবেদন, "এই কাজটি করলে আমার মতো বহু ছোট প্রযোজকেরা আরও বাংলা ছবি বানানোর সাহস পাবে"। 
প্রেক্ষাগৃহে ছবির খরচ কমলেও টিকিটের মূল্য কী কমবে? আজকাল.ইন-এর এই প্রশ্নের জবাবে দক্ষিণ কলকাতার অন্যতম একটি জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'নবীনা'র কর্ণধার নবীন চৌখানি বললেন, "দেখুন, ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। এই যে ডিজিটাল প্রজেকশনের উপর নতুন নিয়ম লাগু হল, তা শুধুমাত্র 'টু কে প্রজেক্টর' নয় এমন ধরনের প্রজেক্টরের উপর সীমাবদ্ধ। উদাহরণস্বরূপ বলতে পারি, নবীনা, প্রিয়া-এইসব প্রেক্ষাগৃহে বসানো রয়েছে 'টু কে প্রজেক্টর'।

"তবে হ্যাঁ, বাংলার বেশিরভাগ প্রেক্ষাগৃহের প্রজেক্টর 'টু কে' নয়। তাই সেইসব প্রেক্ষাগৃহ এই নিয়মের আওতায় পড়বে। বাংলা ছবির বাজারের জন্য যা সত্যি ভাল খবর। তবে এর জন্য মনে করার কোনও কারণ নেই এই নয়া নিয়মের ফলে টিকিটের মূল্য কমবে!"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

১২ বছর পর ফের জুটিতে সইফ-করিনা! ফ্যামিলি ড্রামা না থ্রিলার? কোন গল্প ফুটিয়ে তুলবেন?...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



06 24