রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: মুর্শিদাবাদে বোমাবাজি, গ্রেপ্তার ‌‌চার

Rajat Bose | ১১ জুন ২০২৪ ১৩ : ২৯Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রাম। সংঘর্ষের পাশাপাশি হয় বোমাবাজি। যার মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলা মহিমা বিবি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। তার ফলেই অন্তত ৩০–৪০ টি বোমা পড়ে এলাকায়। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পরেই ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দু’‌পক্ষেরই অভিযোগ লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন। 
কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা পাল্টা বোমাবাজি করে। আহত মহিলার পুত্রবধূ জানান, ‘‌আমরা কোনও রাজনৈতিক দল করি না। শাশুড়ি বাড়িতে বসেছিলেন। আচমকা কিছু দুষ্কৃতী বাড়িতে বোমাবাজি করে। শাশুড়ির দু’‌পায়ে বোমার আঘাত লেগেছে।’‌ 
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন,‘‌বর্তমান ব্লক সভাপতি সুমন ভরতপুর–২ ব্লকে রাজনৈতিক কাজকর্ম করতে বাধা দিচ্ছেন। সালার কলেজের সভাপতি হিসেবে একটি বৈঠকে যাতে যোগ দিতে না পারি সেজন্য কিছুদিন আগে তিনি প্রশাসনের উপর চাপ তৈরি করেছিলেন। কিন্তু সিজার এবং তাঁর অনুগামীদের সাহায্য নিয়ে সেই বৈঠকে অংশগ্রহণ করি। সেই আক্রোশ থেকে ব্লক সভাপতি সিজারের বাড়িতে হামলা চালানোর পর গ্রামে বোমাবাজি করেছে সুমনের অনুগামীরা।’‌ 
যদিও বর্তমান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘‌বিধায়কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ওখানে যা হয়েছে তা সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ। যদিও সেই বিবাদে আমাদের দলের এক গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন ব্লক সভাপতি জড়িত রয়েছেন।’‌ হুমায়ুনকে কলেজে ঢুকতে ‘‌বাধা’‌ দেওয়া প্রসঙ্গে ব্লক সভাপতি বলেন, ‘‌ওই কলেজে বৈঠকের নামে মাঝে মধ্যেই টাকা খরচ করে খাওয়া দাওয়া হয়। তাই কলেজ অধ্যক্ষ্যকে স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ওই বৈঠকগুলোয় রাখতে অনুরোধ করেছিলাম।’‌‌ সালার থানার এক আধিকারিক জানিয়েছেন বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’‌পক্ষের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।





বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

রানাঘাটে বিজেপির কর্মসূচিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, অ্যাম্বুল্যান্সে মৃত্যু গর্ভবতী তরুণীর ...

চাকরির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসীদের জমি হাতানো! অভিযোগ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে...

সিদ্ধিদাতা বন্দনা ও মিলনমেলা অভিনব আয়োজন বাগুইআটির নারায়ণতলা পশ্চিম অধিবাসীবৃন্দের...

মহিলা সুরক্ষায় শুরু ' অপরাজিতা : দ্য আনডিফিটেড'...

শীঘ্রই আসছে...

তুমুল বৃষ্টিতে ছারখার হবে দক্ষিণবঙ্গ! ফের ঘনাচ্ছে দুর্যোগ, আগাম সতর্কবার্তা মৌসম ভবনের ...

RG Kar Hospital: বিনা চিকিৎসায় তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, আরজি করেই মৃত্যু...

Asansol: গাড়ি দাঁড় করিয়ে ব্যবসায়ীর কোটি টাকা লুঠ, আসানসোলে গ্রেপ্তার তিন পুলিশকর্মী...

হুগলির দুই জায়গায় ইডির তল্লাশি, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে ...

বানারহাটে হাতির হানায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ বনদপ্তরের...

জাতীয় স্তরে ই–গভর্নেন্সে স্বর্ণপদক চন্দননগর কমিশনারেটের ...

ঝুঁকি এড়াতে এবার গ্রামীণ হাসপাতালেও তৈরি হল পুলিশ ক্যাম্প ...

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে রিভলভার ও কার্তুজ, মুম্বাইগামী বিমানে ওঠার আগে গ্রেপ্তার ২...

বাড়ি ফেরার পথে নিগৃহীতা তিন স্কুলছাত্রী, রাস্তাতেই হেনস্থা ও মারধরের অভিযোগ ...

উত্তরবঙ্গের ৩৫০জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দিল টেকনো ইন্ডিয়া গ্রুপ...

আচমকাই ছুটে এল গুলি, হতচকিত সকলেই, মৃত্যু এক নাবালিকার...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24