বুধবার ০১ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | সন্ধেয় বেরিয়ে ভোরে ফেরে, গ্রামের সকলের খুব আদরের ওরা

Riya Patra | ০৯ জুন ২০২৪ ২৩ : ৩৭Riya Patra



মিল্টন সেন,হুগলি: ওরা নিশাচর। তাই সন্ধের আজানের পর ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। আবার ভোরের আজান যখন চলে তখন আবার ফিরে আসে গাছে। সংখ্যার ওরা হাজার হাজার হলেও গ্রামের সকলের কাছেই ওরা খুব আদরের। কিচির মিচির শব্দে সদা মুখরিত পান্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েতের অন্তর্গত রামনাথপুর গ্রাম। গ্রামের মাঝামাঝি এলাকায় রয়েছে বহু প্রাচীন একটি বটগাছ। আর সেই গাছেই বাস হাজার হাজার বাদুড়ের। দিনের আলোয় পরিষ্কার দেখা যায় গাছের প্রতিটি ডালে ঝুলে রয়েছে অসংখ্য বাদুড়। আর দীর্ঘ কয়েক দশক ধরে টানা ওই গাছে থাকতে থাকতে তারাও অজান্তে গ্রামের প্রতিবেশী হয়ে উঠেছে। গ্রামবাসীদের কাছে ওরা এখন খুবই আদরের। আর ওদের দৌরাত্ম্যে দুর দূরান্তে ছড়িয়েছে রামনাথপুর গ্রামের নাম। প্রতিদিন সন্ধেয় অসংখ্য বাদুড়ের যাতায়াতের ফলে অবর্ণনীয় এক পরিবেশের সৃষ্টি হয়। খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আকাশে উড়ে বেড়ায় বাদুরের দল। আর গোধূলি সন্ধ্যায় রক্তিম আকাশে শত শত বাদুড়ের ডানা মেলার অপার সৌন্দর্য উপভোগ করেন গ্রামের বাসিন্দারা। মনোরম এই দৃশ্য উপভোগ করতে দুর দূরান্ত থেকে রামনাথ পুড়ে ছুটে আসেন প্রকৃতি প্রেমীরা। আগে বাদুড়ের বাস ছিল গ্রামের অদূরে একটি তেঁতুল গাছে। পরবর্তী সময়ে ওই তেতুল গাছ নষ্ট হয়ে যাওয়ায় রামনাথপুর গ্রামের বটগাছে আশ্রয় নেয়। গ্রামের বাসিন্দাদের মতে, ওরা নিশাচর হলেও, গ্রামের মানুষের কাছে ওরা খুব আদরের। ওরা কাউকে বিরক্ত করেনা। ওদের চালচলন আওয়াজ গ্রামের মানুষের মনোরঞ্জন করে। তবে ঠিক কত বছর ধরে ওই গাছে বাদুড়ের বাস, সেটা কেউ বলতে পারেননি। গ্রামের বাসিন্দা আনোয়ার আলী বলছেন, আগে গ্রামেরই পুরনো গাছ ওদের অস্থানা ছিলো। সেই গাছ ভেঙে যাওয়ার পর বর্তমানে বটগাছে থাকে। সন্ধের আজান হলেই ডানা মেলে উড়ে যায়। আবার ভোরের আজানের সময় গাছে ফিরে আসে। কয়েক বছর ধরে তাঁরা এভাবেই দেখে আসছেন। 
আনুমানিক একশ বছরের বেশি সময় ধরে ওই গ্রামে বাদুড়ের বাস জানিয়েছেন, স্থানীয় আকবর আলী। তিনি বলেছেন, এটা গ্রামের একটা প্রাচীন ঐতিহ্য। গ্রামবাসীদের সঙ্গে যুগ যুগ ধরে রয়েছে। ৩০-৩৫ বছর আগে বাদুড়ের সংখ্যা আরও বেশি ছিল। কেউ বাদুড় শিকারের চেষ্টা করল গ্রামবাসীরা বাধা দেয়। তবে কোনও অজ্ঞাত কারণে সংখ্যা কমেছে। তিনি মনে করেন, সরকারি উদ্যোগে ওই নিশাচর প্রাণী গুলির সংরক্ষণের ব্যবস্থা করা হলে ভাল হয়।




বিশেষ খবর

নানান খবর

Happy new year #happynewyear2025 #HappyNewYear #aajkaalonline

নানান খবর

মন্দিরের পিছনের জঙ্গলে নিয়ে যাওয়া হয় দেবতাদের, ভক্তের সঙ্গে বনভোজনে মেতে ওঠেন ভক্তরা...

উন্নত যাত্রী পরিষেবা রেলের লক্ষ নয়, পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি, বেচারাম মান্না...

মুখে চকোলেট বোম ভরে সলতেয় আগুন, বর্ষবরণের রাতের ঘটনায় অবাক পুলিশ ...

বর্ষবরনের রাতে ভদ্রেশ্বরে জুটমিল শ্রমিককে কুপিয়ে খুন! গ্রেপ্তার অভিযুক্ত...

বছরের প্রথমদিনে জমজমাট মুর্শিদাবাদ, নবাবের শহরে উপচে পড়ছে পর্যটকদের ভিড় ...

'স্যার, গুলি খেয়ে মরব তবু ধরা দেব না', অভিযুক্তকে ধরতে নাকানি-চোবানি পুলিশের! ফিরল খালি হাতেই ...

ভয়াবহ পথ দুর্ঘটনা দীঘায়, প্রাণ গেল এক শিশু সহ দুইজনের...

বিজেপিকে 'কুঁজো' ও 'গামছা' -র সঙ্গে তুলনা কুণালের, তীব্র আক্রমণ শুভেন্দুকেও...

নওদা থেকে জঙ্গি সন্দেহে ধৃত যুবকরা মহিলাদেরও 'রিক্রুট' করার চেষ্টায় ছিল, তদন্তে এসটিএফ ...

স্বামীর মৃত্যুর পর নিজের বাড়ির অধিকার পেতে ধর্নায় বসলেন বৃদ্ধা...

ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে বাগদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী! হানা দিতেই পুলিশের জালে ২ ...

নদী ও সমুদ্রবক্ষে কড়া নজরদারি, থাকছে বিপুল সংখ্যক পুলিশ, গঙ্গাসাগর মেলায় আঁটোসাঁটো নিরাপত্তা       ...

রবিবার গভীর রাতে মুর্শিদাবাদে অভিযান চালাল রাজ্য ও অসম পুলিশের এসটিএফ, 'আটক'  দুই সন্দেহভাজন...

নতুন বছরের প্রথম সপ্তাহেই পশ্চিমী ঝঞ্ঝার কোপ! রাজ্যে শীত জাঁকিয়ে পড়বে কবে? ...

রেলে কর্মরত, নাইট ডিউটি সেরে ঘরে ফিরে স্ত্রীর কাণ্ডে হতবাক স্বামী ...



সোশ্যাল মিডিয়া



06 24