বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | NDA: লোকসভায় মোদিই নেতা, সংসদীয় বৈঠকে একমত এনডিএ-র শরিকরা

Riya Patra | ০৭ জুন ২০২৪ ১৩ : ১৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মদি। বুধবারই তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শুক্রবার রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য আবেদন জানানো হবে। তার আগে শুক্রবার সকালে চলছে এনডিএ-র সংসদীয় বৈঠক। সংসদ ভবনের সেন্ট্রাল হলে এনডিএ-এ নব নির্বাচিত সাংসদরা বসেছেন বৈঠকে। বৈঠকের সূচনা হয় জে পি নাড্ডার বক্তব্য দিয়ে। তারপরেই রাজনাথ সিং সংসদীয় দলের নেতা, এনডিএ-র নেতা এবং বিজেপির লোকসভার নেতা হিসেবে মোদির নাম প্রস্তাব করেন। নির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং বলেন, 'শুক্রবারের এই বৈঠক বিজেপির লোকসভার নেতা, সংসদীয় দলের নেতা এবং এনডিএ-র নেতা ঠিক করার বৈঠক, আমার মতে এই সব ক্ষেত্রে সবথেকে উপযুক্ত নাম মোদিই।' কেন মোদির নামে প্রস্তাব, বক্তব্যে তাঁর ব্যাখাও করেন রাজনাথ। জোটের শরিক দলগুলি, উপস্থিত সকল সাংসদ এই প্রস্তাবে সমর্থন জানায়।
বৈঠকে বক্তব্য রাখেন চন্দ্রবাবু নাইডু। বক্তব্যে নির্বাচনকালে মোদির নিরলস প্রচারকে কুর্নিশ জানিয়েছেন। মোদি-শাহের বৈঠক, সভা কীভাবে ভোট টেনেছে এনডিএ জোটের দিকে, কর্মী সমর্থকদের মনে বিশ্বাস বাড়িয়েছে সেকথা বলেন তিনি। মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার গত ১০ বছরে দেশের জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে, নাইডুর মতে, তাঁর দেখা অন্যতম নেতা হলেন মোদি। নীতীশ কুমারের মতে, গত ১০ বছরে মোদি সরকার দেশের জন্য বহু কাজ করে ফেলেছেন, যা কিছু বাকি রয়েছে আগামি দিনে মোদি তাও সম্পূর্ণ করে ফেলবেন। সঙ্গেই জোটের শরিক দলের নেতা বলেন, 'আগামিদিনে, সবদিন আমরা তাঁর সঙ্গে সম্পূর্ণ রূপে থাকব।' প্রধানমন্ত্রীর প্রশস্তি করে নিতীশ বলেন, এবার কেউ কেউ জিতে গিয়েছেন, পরের বার মোদি যখন আসবেন, তখন সবাই হেরে যাবে। বিরোধীরা দেশের জন্য কোনও কাজ করেনি বলেও কটাক্ষ করেন বিহারের মুখ্যমন্ত্রী। বিহারের সঙ্গেই দেশ এবার আরও অনেক আগে যাবে মোদি-জামানায় বলেই আশা নীতীশের। তাঁর কয়েকমিনিটের বক্তব্যে বারবার উঠে এল, আগামিদিনেও একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকার এবং কাজ করার কথা।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24