শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Sealdah Station: ‌‌শিয়ালদহে বন্ধ ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, শুক্র সকাল থেকে তীব্র সমস্যায় যাত্রীরা

Rajat Bose | ০৭ জুন ২০২৪ ১১ : ৪৬Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ নিত্যযাত্রীদের ভোগান্তি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলবে। আর তার জেরে শুক্রবার সকাল থেকে বহু লোকাল ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকী শিয়ালদহ থেকেও বহু ট্রেন যাতায়াত করছে না। যাত্রাপথ বদল হয়েছে একাধিক ট্রেনের।
অন্তত ৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। ১৪৭টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ৪টি এক্সপ্রেস ট্রেনেরও রুট সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। ডানকুনি, নৈহাটি, বারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, লালগোলা, শান্তিপুর, বারুইপুর, গেদে লোকালের মতো ট্রেনগুলি শিয়ালদহের বদলে দমদম জংশন থেকে ছাড়ছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাসনাবাদ, বারাসত, হাবড়া, বনগাঁ লোকালের মতো ট্রেনগুলি ছাড়ছে। এর ফলে বিপুল সমস্যায় পড়েছেন যাত্রীরা। ট্রেনে থিকথিকে ভিড়। অথচ ট্রেন নেই। অনেকে ভিড় ট্রেনে উঠতে না পেরে বাস রুটে অফিসের দিকে রওনা দিয়েছেন। এদিকে, শিয়ালদহে ৬,৭,৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ছে। সেখানেও ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে দাড়িয়ে যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ট্রেন লেটে চলবে। এদিকে, ট্রেনে অত্যধিক ভিড়ের জেরে টিটাগড় এবং খড়দহের মাঝখানে ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝুলতে থাকা এক যুবক লাইনে পড়ে যান। যাত্রীদের অভিযোগ, কোন কোন ট্রেন বাতিল হয়েছে এবং যাত্রাপথ বদলেছে, সেই তালিকা ঠিক সময়ে প্রকাশ্যে না আসার ফলে সমস্যা আরও তীব্র হয়েছে। এদিকে, শিয়ালদহ–অজমেঢ় সুপার ফাস্ট এক্সপ্রেস, হাটে–বাজারে এক্সপ্রেস, শিয়ালদহ–বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ–আসানসোল সুপার ফাস্ট এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে চলবে। রাজধানী ও দুরন্ত–সহ অন্যান্য ট্রেন নির্ধারিত সময়েই চলবে।




নানান খবর

নানান খবর

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

সোশ্যাল মিডিয়া