রবিবার ১২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | Election Result: ‌গণনাকেন্দ্রে কী কী নিয়ম মানতে হবে?‌ জানাল কমিশন

Rajat Bose | ০৩ জুন ২০২৪ ১৯ : ৫১Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার ভোটগণনা। গণনাকেন্দ্রে প্রবেশের নিয়ম কী?‌ জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোটগণনার কাজে থাকবে ২৫ হাজার কর্মী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব জানিয়েছেন, সর্বোচ্চ ২৩ রাউন্ড গণনা হবে শীতলখুচিতে। সবচেয়ে কম গণনা হবে চোপড়ায়। সেখানে নয় রাউন্ড গণনা হবে। গণনাকেন্দ্রের মধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। গণনাকেন্দ্রের মধ্যে কোনও অস্থায়ী এবং চুক্তিভিক্তিক কর্মী থাকতে পারবেন না। শুধু পেন, পেনসিল এবং খাতা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে। মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। নির্ধারিত সময়ের মধ্যে গণনাকেন্দ্রের ভিতরে পৌঁছতে হবে। গণনা কেন্দ্র থেকে এক বার বেরিয়ে গেলে আর প্রবেশ করা যাবে না। প্রার্থীদের কাউন্টিং এজেন্টদের ক্ষেত্রেও একই নিয়ম। গণনার মাঝ পথে কাউন্টিং এজেন্ট পরিবর্তন করা যাবে না। গণনাকেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকবে।
এদিকে, গণনাকেন্দ্রের নিরাপত্তাকে দুটি বেষ্টনীতে ভাগ করা হয়েছে। একেবারে সামনের বেষ্টনীতে থাকবে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের একাংশ। সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। ওই বেষ্টনী পেরিয়ে ১০০ মিটার দূরে থাকবে সশস্ত্র পুলিশ। মেটাল ডিটেক্টর থাকবে। তার পরে শুরু হচ্ছে দ্বিতীয় বেষ্টনী। ওখানে থাকছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের থাকার জায়গা। সেই বেষ্টনীর কাছে নির্দিষ্ট একটি জায়গা থাকবে মোবাইল রাখার জন্য। কাউন্টিং এজেন্ট এবং গণনার জন্য দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েক জন কাউন্টিং সেন্টারে ঢুকবেন। সেখানে স্থানীয় পুলিশের কেউ থাকতে পারবে না। পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনাকেন্দ্রের নির্দিষ্ট বসার জায়গায় একেবারে সামনের সারিতে বসবেন জাতীয় রাজনৈতিক দলের এজেন্ট। পরের সারিতে বসবেন আঞ্চলিক দলগুলির এজেন্টরা। একেবারে পিছনের সারিতে বসবেন নির্দল প্রার্থীদের এজেন্ট। কমিশন সূত্রে বলা হয়েছে গণনাকর্মীর পাশাপাশি কাউন্টিং হলে প্রবেশ করতে পারবেন প্রার্থী। এছাড়া প্রার্থীর নির্বাচনী এজেন্ট, কাউন্টিং এজেন্ট, কমিশন নিযুক্ত পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার থাকবেন। তবে প্রার্থীর কাউন্টিং এজেন্টরা যত্রতত্র ঘোরাফেরা করতে পারবেন না। তবে প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ঘুরতে পারবেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন। রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া হলে কেউ ঢুকতে পারবেন না। স্ট্রং রুম পিছু তিন সেকশন করে কেন্দ্রীয় বাহিনী এবং ২৮ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে।
 



 





বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বছরের শেষেই লক্ষ্মী লাভ, গত ডিসেম্বরে আলিপুর চিড়িয়াখানায় কত ভিড় হয়েছে জানেন?...

শিয়ালদহ স্টেশনের পাশে আগুন, দাউ দাউ করে জ্বলছে খাবারের দোকান...

বড় ম্যাচের দিন যুবভারতীর সামনে দুর্ঘটনা, উল্টে গেল গাড়ি...

মরশুমের শীতলতম দিন পেল কলকাতা, কনকনে ঠান্ডার মধ্যেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা...

শান্তনু-আরাবুলকে সাসপেন্ড করল তৃণমূল, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ...

এসএনইউ-এর উদ্যোগ, মানব-স্বাস্থ্যের বর্তমান চ্য়ালেঞ্জ মোকাবিলা নিয়ে আন্তর্জাতিক আলোচনাসভা...

সাহেব শুনতে ও বলতে পারছে, কঠিন অস্ত্রোপচারে সাফল্য এনআরএস হাসপাতালের...

কলকাতায় ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মৃত এক

কনকনে ঠান্ডার মাঝেও তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, হতে পারে বৃষ্টি...

চিকিৎসকদের বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, শুনবেন তাঁদের মনের কথা...

শীত-সন্ধ্যায় কলকাতায় ফের ভয়াবহ আগুন, জোকার খালপোলে ভস্মীভূত একের পর এক ঝুপড়ি...

পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা...

শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা, নিরাপত্তায় মুড়ছে মেলা প্রাঙ্গন, কী কী পদক্ষেপ নিচ্ছে রেল...

মার্চে লন্ডন যেতে পারেন মমতা

অধ্যাপনার পাশাপাশি লিখেছিলেন বই, পালন করেছেন বিধায়কের দায়িত্বও, প্রয়াত জীবন মুখোপাধ্যায়...

বিধাননগর মেলার শেষ দিন, গান গেয়ে মঞ্চ মাতালেন মন্ত্রী বাবুল সুপ্রিয়...

সাতসকালে ভূমিকম্প কলকাতায়, জোরাল কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



06 24