বুধবার ০৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | EC: ভোটগণনায় কারচুপির কোনও সম্ভাবনা নেই : রাজীব কুমার

Sumit | ০৩ জুন ২০২৪ ১৪ : ১৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক : রাত পার হলেই ২০২৪ লোকসভা নির্বাচনের গণনা। তার আগে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেন,‘ভোটগণনা খুবই বলিষ্ঠ একটি প্রক্রিয়া। দেশে মোট সাড়ে ১০ লক্ষ বুথ রয়েছে। ৩০-৩৫ লক্ষ পোলিং এজেন্ট থাকবেন বাইরে। এছাড়াও নজরদারি দল থাকবেন। গণনা অফিসাররা থাকবেন। কোনও ভুল হতেই পারে না। সিসি ক্যামেরা থাকবে। মানুষের ভুল হতেই পারে। কিন্তু ভোটগণনায় কারচুপির কোনও সম্ভাবনা নেই। বিভিন্ন দল ভোটগণনা নিয়ে যে দাবি করেছিলেন, সব মেনে নেওয়া হয়েছে।’
পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, ‘আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী যে সেভাবে হিংসা হবে না। তবে যদি হয়, তা মাথায় রেখে কয়েকটি রাজ্যে সিআরপিএফ থাকবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এবং সিআরপিএফ ভোট পরবর্তী হিংসা হতে দেবে না।’
মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কথায় আসা যাক। যে সব অভিযোগ পেয়েছিলাম, তার ৯০ শতাংশের বেশি আমরা খতিয়ে দেখেছি। অনেক বড় নেতাদের নোটিস দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে এবং গাড়ি করে টাকা যাচ্ছে—এমন দৃশ্য এবার দেখা যায়নি। নির্বাচন শুরু হতেই অনেক হোর্ডিং সরানো হয়েছে। নেতাদের পরিজনদের ভোটের দায়িত্ব থেকে সরানো হয়েছে। মানুষ এগিয়ে এসে ভোট দিয়েছেন।’
২৩টি দেশ থেকে ৭৫ জন এসে ভারতের অনেক বুথে ঘুরে দেখে গিয়েছেন। সোমবার জানালেন রাজীব কুমার। তিনি আরও বলেন, ‘আমরা কী রকম হিংসা দেখতাম আপনাদের মনে আছে। কিন্তু এবছর সে রকম কোনও ঘটনা ঘটেনি। ঝাড়খণ্ড, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কাশ্মীর-সহ সারা দেশে সে রকম কোনও হিংসার ঘটনা ঘটেনি।’
এদিন রাজীব কুমারের মুখে দেশের মহিলা ভোটারদের প্রসঙ্গটি উঠে আসে। তিনি বলেন,‘৬৪ দশমিক ২ কোটি ভোটার এবার ভোট দিয়েছেন যা বিশ্বরেকর্ড। এদের মধ্যে ৩১ দশমিক ২ কোটি মহিলা ভোটার ছিলেন। দেশ মহিলাদের জন্য গর্বিত।’







বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24