রবিবার ০৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ জুন ২০২৪ ১১ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের ডিউটি সেরে ফেরার সময় বাড়িতে ঢুকে ওই জওয়ান দুই তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে চিৎপুর থানা সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। বারুইপুরে ভোটের ডিউটি ছিল ওই জওয়ানের। সেখান থেকে রবিবার রাতে তিনি কলকাতা স্টেশনে পৌঁছন। অভিযোগ সেই সময় জওয়ান স্টেশন সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েন। এরপরই তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। স্থানীয়রাই জওয়ানকে ধরে চিৎপুর থানার পুলিশের হাতে তুলে দেন। জানা গিয়েছে, সিআরপিএফের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখতে এক আধিকারিককে পাঠানো হয়েছে। জওয়ান দোষী হলে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।