শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election 2024: ভোট শেষের ভাবনা

Riya Patra | ০১ জুন ২০২৪ ২০ : ৫১Riya Patra


রিয়া পাত্র 
সন্ধে ৬টায় শেষ হল ভোটদান পর্ব। ভোট মিটিয়ে কী বলছেন এই শেষ দফার প্রার্থীরা? তারই খবর নিল আজকাল ডট ইন।
ভোটের আগে থেকেই উত্তপ্ত বসিরহাট। ভোটের দিনেও দফায় দফায় উত্তপ্ত হল সন্দেশখালি। কী বলছেন বসিরহাটের তৃণমূল-সিপিএম দুই প্রার্থী? তৃণমূলের হাজি নুরুল ইসলাম মনে করছেন মানুষ ভোট দিয়েছেন সতঃস্ফূর্ত ভাবে। তাঁর মতে, 'সন্দেশখালিতে বেশ কিছু জায়গায় বিরোধীরা অশান্তি তৈরির চেষ্টা করেছে চক্রান্ত করে। মূল লক্ষ্য ছিল সন্দেশখালিকে হাইলাইট করা। আমাদের ৭ বিধানসভায় শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। এখনও পরিস্থিতি শান্ত। ' সিপিএম প্রার্থী নিরাপদ সরদারের মতে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর ভোট হয়েছে শান্তিপূর্ণ ভাবেই। ২০১১-এর পর থেকে সেখানে মানুষ ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারতেন না বলে অভিযোগ। তবে নিরাপদ বলছেন, 'বহু বছর পর এবার মানুষ ভোট দিয়েছেন।' এটাই ছিল তাঁর মূল লক্ষ্য, মানুষকে ফের ভোটের লাইনে ফেরানো। যদিও ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান ক্ষুব্ধ যথেষ্ট। ভোটের আগের দিন থেকেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে হুমকি, হামলার অভিযোগ তুলেছিলেন। ভোটের দিন বুথে বুথে ঘুরেছেন বাম প্রার্থী, 'ভুয়ো' এজেন্ট ধরেছেন। ভোট মেটার পর বললেন, 'ডায়মন্ড হারবার এবং ফলতা বিধানসভার সম্পূর্ণ অংশে এবং বজবজ-বিষ্ণুপুরের কিছু অংশে ছাপ্পা ভোট হয়েছে।' নির্বাচন কমিশন গোটা ঘটনায় নীরব দর্শক, এই অভিযোগ তুলে ভোট মেটার সঙ্গে সঙ্গেই তিনি নির্বাচন কমিশনের অফিসে গিয়েছেন। বারাসাতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘ সময় ধরে প্রচার করে ক্লান্ত। নতুন করে বলার কিছু নেই তাঁর। নিজের জয় নিয়ে একশ শতাংশ বিশ্বাসী প্রার্থী বলছেন, 'ভোট মিটেছে শান্তিপূর্ণ ভাবেই।' বারাসাতের আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জিও জানালেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তাঁর কেন্দ্রে ভোট মিটেছে নির্বিঘ্নে। কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়। দিনভর নজর ছিল ভোটের দিকে। ভোট শেষে বললেন, 'উৎসবের মেজাজে ভোট হয়েছে। একেবারে পুজোর মতো। তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে এসেছিলেন। পুরো ব্যাপারটাই খুব আন্তরিক ছিল। তাঁরা ভোটারদেরও নানা ভাবে সাহায্য করেছেন দিনভর।' মার্জিন নিয়ে কী ভাবনা? বলছেন, 'সেটা বোঝা যাবে ৪ তারিখ।' দীর্ঘ প্রচার আর ভোট শেষে ক্লান্ত কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। ভোট কেমন মিটল? তার উত্তরে তিনি শুধু 'ক্লান্ত, পরে কথা বলব' টুকুই বললেন। দমদমের ভোট মেটার পর কি জয় নিয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল সৌগত রায়ের? বললেন, ভোটের দিন ঘুরেছেন কেন্দ্রজুড়ে। ভোট মিটেছে শান্তিপূর্ণ ভাবেই। অন্যদিকে কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় বলছেন, 'ভোট তো শান্তিপূর্ণ মেটাই উচিত। কিন্তু তবু দিনভর চূড়ান্ত অভব্যতা, স্লোগান অশান্তির ঘটনা ঘটল। অনেক জায়গায় বসতে দেওয়া হল না পোলিং এজেন্টদের।'
ভোটে লড়েননি, তবে আগাগোড়া প্রচারে থেকেছেন আইএসএফ-এর নওশাদ সিদ্দিকি। প্রার্থীদের হয়ে প্রচার করেছেন, নজর রেখেছেন সামগ্রিক পরিস্থিতি উপর। শেষ দফার ভোট মেটার পর কী বলছেন তিনি? নওশাদের বক্তব্য, 'প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত কমিশনের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু দুঃখের বিষয় শেষ দফায় এসে প্রশ্ন উঠে গেল কমিশনের ভূমিকা নিয়ে। ভাঙড়সহ নানা জায়গার কথা ধরুন, গত রাত থেকে অশান্তি জায়গায় জায়গায়। কমিশনকে বারবার জানিয়েছি। কমিশন ব্যর্থ। আমাদের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। এজেন্টদের বসতে দেওয়া হয়নি। কমিশন নিরুত্তর। '




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24