বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Lok Sabha Election: একাধিক অভিযোগ নিয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ ১২ই জুলাই কমিটি

Riya Patra | ৩১ মে ২০২৪ ১৬ : ২৯Riya Patra


তীর্থঙ্কর দাস: ১২ জুলাই কমিটির সদস্যরা শুক্রবার, শেষ দফার ভোটের ঠিক আগের দিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে গণনা নিয়ে একাধিক অভিযোগ জানালেন। বিশেষ করে সেক্টর অফিসার নিয়োযোগের ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করার অভিযোগ জানিয়েছেন। এছাড়া টালিগঞ্জের এআরও-র বিরুদ্ধে তাঁর কাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ১২ জুলাই কমিটির সদস্যরা। জেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অধিকারিক, স্থায়ী কর্মীদের নিয়োগ করার জাগায় অস্থায়ী কর্মীদের, চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে। পদ্ধতি মেনে করা হচ্ছে না কাজ। স্থায়ীদের নিয়োগ করা হয় এমনটাই নির্দেশিকা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করে ১২ জুলাই কমিটি। বেশ কিছু চুক্তিভিত্তিক আধিকারিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাজ করছে বলে অভিযোগ। তারা জানায়, 'আমরা কাউন্টিং এজেন্ট হিসেবে স্থায়ী সরকারি কর্মীদের নিয়োগ করেছি। শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন যে দাবি আমরা করেছিলাম। কিন্তু দেখা গেল যে ষষ্ঠ দফার নির্বাচনে হিংসাত্মক ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে, নিজের পরিচয় পত্র অন্য কেউ ব্যাবহার করে গণনা কেন্দ্রে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখতে হবে কমিশনকে। সরকারি পরিচয়পত্র আর নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র দেখেই যেন বসানো হয় গণনা কেন্দ্রে।' কলকাতা দক্ষিণের কসবা বিধানসভা কেন্দ্রের ২১ জন সেক্টর অফিসারের বিরুদ্ধে অভিযোগ ১২ই জুলাই কমিটির। অভিযোগ ২১ জন সেক্টর অফিসারই চুক্তিভিত্তিক কর্মী। সমগ্র বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে এই বিষয় জানানো হলে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।




বিশেষ খবর

নানান খবর

Happy new year #happynewyear2025 #HappyNewYear #aajkaalonline

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24