বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Arvind Kejriwal: চিরস্থায়ী গাঁটছাড়া নয়, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে দাবি কেজরির

Riya Patra | ২৯ মে ২০২৪ ২২ : ০৩Riya Patra


‌আবু হায়াত বিশ্বাস, নয়া দিল্লি: লোকসভা ভোটে কংগ্রেস ও আম আদমি পার্টির জোট হয়েছে কয়েকটি রাজ্যে। এই জোটের মূল লক্ষ্য বিজেপিকে হারানো। তবে দুই দলের সমঝোতা কোনও চিরস্থায়ী বিষয় নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌আপ-‌কংগ্রেসের গাঁটছাড়া চিরস্থায়ী নয়। আমাদের মূল লক্ষ্য হল বিজেপিকে হারানো এবং বর্তমান স্বৈরতান্ত্রিক সরকার ও তাদের গুন্ডাগিরি বন্ধ করা।’ আপ প্রধানের দাবি,লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হবে ৪ জুন। সেদিন বড় ‌চমক অপেক্ষা করছে। বিজেপি হারতে চলেছে বলে দাবি করলেও ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কেজরিওয়াল। আপ-‌কংগ্রেসের জোট নিয়ে কেজরিওয়ালের মন্তব্য রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন আপ প্রধান।‌ 

দিল্লি আবগারি মামালায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। ভোট প্রচারের জন্য শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছিলেন আপ প্রধান। তাঁর জামিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ১ জুন। ২ জুন তাঁকে ফের আত্মসমর্পন করতে হবে। তাঁর আগে কেজরিওয়ালের কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে মন্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কেজরিওয়ালের মন্তব্যে কার্যত ইঙ্গিত মিলছে, লোকসভা ভোটের পর কংগ্রেস-‌আপের সম্পর্ক নতুন মোড় নিতে পারে। ভোটের অন্তিম পর্যায়ে এসে কেজরিওয়ালের মন্তব্যে কি বিজেপির সুবিধা করে দিতেই, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেজরির মুখে ভিন্ন সুর শোনা গেলেও কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য,লোকসভা নির্বাচনে দিল্লি,গুজরাট, হরিয়ানা, গোয়ায় জোট করে লড়ছে আপ -‌কংগ্রেস। পাঞ্জাবে দুই দল একে অপরের বিরুদ্ধে লড়ছে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদ থেকে কোনও চাপের মুখেই ইস্তফা দিচ্ছেন না তিনি। কেজরিওয়াল বলেন, ‘‌জেলে ফিরে যাওয়াটাও কোনও ব্যাপার নয়। দেশের ভবিষ্যৎ সঙ্কটে। ওরা যতদিন ইচ্ছে আমাকে জেলে ভরে রাখুক। আমি তাতে দমে যাব না।’‌




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24