সোমবার ২৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ মে ২০২৪ ১২ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের ভোট ব্যাঙ্ক পলিটিক্স সংরক্ষণের উপর নির্ভরশীল। চলতি বছরের লোকসভা নির্বাচন অনেকটাই সংরক্ষণের উপর নির্ভর করে হয়েছে। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এসসি, এসটি, ওবিসি এবং অন্য পিছিয়ে পড়া জাতিদেরকে তিনি সাবধান করছেন। কারণ তাঁদেরকে অন্ধকারে রেখে বিপক্ষ দল লুঠের রাজনীতি খেলছে। ভোটের আগে প্রতিটি রাজনৈতিক দল একে অপরের খামতি তুলে ধরে। ভারতের বেশিরভাগ দলই এখন ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। যাঁরা নিজেদের দলিতদের সহযোগী হিসাবে মনে করছেন তাঁরাই আসলে তাঁদের প্রধান শত্রু। এই কারনেই বিপক্ষ শিবিরের ম্যানিফেস্টোতে মুসলীম লিগের জন্য পৃথক সুযোগের কথা রয়েছে। দেশের যুবশক্তির ক্ষমতার কথা এদিন ফের একবার শোনা গেল প্রধানমন্ত্রী গলায়। তিনি বলেন, দেশে যুবরা যেভাবে দেশকে বিশ্বের দরবারে সম্মানিত করছে তাকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি। দেশে সংখ্যাগরিষ্ঠ সরকার থাকলে উন্নতির সঙ্গে কোনও আপোষ করতে হয় না। কিন্তু ইন্ডিয়া জোটের কাছে সেই পরিস্থিতি নেই।