শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ মে ২০২৪ ১১ : ২৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ খুব দরকার। দিল্লির সাতটি লোকসভা আসনের জন্য মহিলা ভোটারদের ভোট দেওয়ার উপর জোর দিলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল। শনিবার দিল্লিতে ভোট দেওয়ার পর একথা বলেন স্বাতী। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারকে। খোদ কেজরিওয়ালের বাড়িতেই স্বাতীর উপর নির্যাতনের অভিযোগ রয়েছে বৈভবের বিরুদ্ধে। দিল্লিতে কংগ্রেস এবং আপ যৌথভাবে লড়াই করছে। সাতটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস তিনটি আসনে এবং আপ চারটি আসনে লড়ছে। অন্যদিকে বিজেপি সাতটা আসনেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করছে।