মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Mamata Banerjee: এই রায় মানি না, ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে: মমতা

Riya Patra | ২২ মে ২০২৪ ১৭ : ৪৯Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: আর দু' দফা নির্বাচন বাকি। শেষ দু' দফার ভোটের প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার দমদম কেন্দ্রে বর্ষীয়ান নেতা, প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচার করেন দলনেত্রী। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে নিশানা করলেন গেরুয়া শিবিরকে। 
বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ। সেগুলি যথাযথ আইন মেনে তৈরি হয়নি।সঙ্গেই জানানো হয়েছে, বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসি তালিকা তৈরি করতে হবে। বিধানসভার অনুমোদনের পর গণ্য হবে ওবিসি হিসেবে। তার কয়েকঘন্টা পরেই এই রায় 'মানেন না ' বলে জানিয়ে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন জনসভায় মোদির বক্তব্য টেনেই মমতা বলেন, 'কিন্তু বদমায়েশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও এই রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষক বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় মানি না। তেমনই আজ বলছি, যেই রায় দিয়ে থাকুন, বিজেপির রায় আমরা মানব না। ওবিসি রিজার্ভেশন চলছে চলবে।'এটা 'কলঙ্কিত অধ্যায়' বলে উল্লেখ করে তিনি বলেন, কীভাবে বাড়ি বাড়ি সার্ভে করে ওবিসি রিজার্ভেশন করা হয়েছিল। ২০১২ সাল থেকে এই কাজ চলছে। সরকারের পলিসি নিয়ে কেন এই সিদ্ধান্ত? এই প্রশ্ন তুলে বলেন, 'স্পর্ধা তো কম নয়! বিজেপির পলিসি নিয়ে কথা বলার সাহস আছে?' মমতা স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত মন্ত্রিসভায় পাশ হওয়া, বিধানসভায় পাশ হওয়া। 
নির্বাচনের আগে বিজেপি একে একে চক্রান্ত করছে, সেকথাও এদিন বলেন। তাঁর মতে, গেরুয়া শিবিরের ১ নম্বর চক্রান্ত সন্দেশখালি নিয়ে। যা ফাঁস হয়ে গিয়েছে। চক্রান্ত ২,দাঙ্গার চেষ্টা। হিন্দু মুসলমান ভাগ করার কথা এখনও মাথায় ঘুরছে বলে উল্লেখ করেন। চক্রান্ত ৩, মোদির বক্তব্য। বলেন, 'প্রধানমন্ত্রী একথা কখনও বলতে পারেন, সংখ্যালঘুদের, তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে! আমি বলব, বলতে পারেন না। কারণ, এটা সাংবিধানিক অধিকার। সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে।' 
 সৌরশক্তি পরিকল্পনা নিয়েও এদিন কটাক্ষ করেন মমতা। বলেন, 'আপনারা বিশ্বাস করেন, সবার ঘরে সৌরশক্তির মাধ্যমে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেবে? তাতে হাজার বছর লাগবে, বিজেপি দলটা থাকবে ততদিন?'




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24