সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ২১ মে ২০২৪ ১৩ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এর আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন, ভোটের মুখে এবার সেন্সর প্রার্থীকে। সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি সম্পর্কে প্রকাশ্যে কুকথা বলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৭ মে বিজেপি প্রার্থীকে নোটিস পাঠায় নির্বাচন কমিশন, ২০ তারিখের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার নিজের জবাব দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তারপরেও পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার জানা গেল, ৪ পাতার চিঠিতে একাধিক বিষয়ের উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, কমিশন জানিয়েছে মঙ্গলবার বিকেল ৫টা থেকে, ২৪ ঘন্টা প্রচার করতে পারবেন না তিনি।
নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে যায় তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে দাবি জানানো হয়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনকে ফৌজদারি মামলা শুরু করতে হবে। তাঁর প্রচার থেকে বিরত থাকার জন্য আবেদন জানিয়েছিল। একই সঙ্গে নির্বাচন কমিশনে তৃণমূল জানায়, পরবর্তীকালে কোনও বিজেপি নেতা যাতে এই ধরণের মন্তব্য করতে না পারে, সেদিকে নজর রাখার জন্য। মঙ্গলবার দেখা গেল, এই সমগ্র ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, গেরুয়া শিবিরের কোনও প্রার্থী যাতে এই ধরণের মন্তব্য না করেন, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে জে পি নাড্ডাকে।